শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

টঙ্গী

মানববসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

টঙ্গী
Remove ads

টঙ্গী বাংলাদেশের গাজীপুর জেলার একটি শিল্প নগরী। প্রশাসনিকভাবে টঙ্গী থানা গাজীপুর সিটি কর্পোরেশন-এর অন্তর্ভুক্ত, এটি ঢাকা শহরের উত্তর সীমান্তে অবস্থিত যা, ১৭৮৬ সালে গোড়াপত্তন হয়। [] টঙ্গীর জনসংখ্যা প্রায় ৩৫০,০০০ এবং এখানে মুসলিম বিশ্ব এর দ্বিতীয় বৃহত্তম জমায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। [][] এখানে বিসিক শিল্পাঞ্চল আছে যা বছরে ১৫০০ কোটি টাকার পণ্য উৎপাদন করে। টঙ্গী শহিদ স্মৃতি স্কুল প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যার কবর আছে। []

Thumb
১৮২৫ সালের টঙ্গী সেতুর একটি ধাতব চিত্র।

২০১৩ সালের ৭ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় টঙ্গী ও গাজীপুর পৌর এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন হয় এবং ১৬ জানুয়ারি, ২০১৩ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয়। []

Remove ads

ভূগোল ও প্রশাসন

টঙ্গী থানা ১৯৮৩ সালে গাজীপুর সদর উপজেলা এবং জয়দেবপুর নিয়ে গঠিত। এটি ঢাকা শহরের উত্তর পাশেই অবস্থিত। এটি ঢাকা বিভাগের গাজীপুর জেলার অন্তর্গত। [] তুরাগ নদী ঢাকা শহরকে টঙ্গী থেকে আলাদা করেছে। টঙ্গীর অন্তর্গত কিছু এলাকা |

  • পাগার
  • গোপালপুর
  • টঙ্গী বিসিক
  • আরিচপুর
  • মরকুন
  • মিরাস পাড়া
  • হিমার দিঘী
  • নোয়াগাঁও
  • শোলারগাতি
  • শিলমুন
  • বনমালা
  • এরশাদনগর
  • গাজীপুরা
  • দত্তপাড়া
  • খোরতোইল
  • .সাতাইশ
  • ভদম
  • বাকরল
  • অ্যান্ড্রল
  • দাড়াইল
  • চক ভদম
  • তিলারগাতি
  • দেওরা
  • চেরাগ আলী
  • আউচপাড়া
  • মাসিমপুর
Remove ads

জনসংখ্যা

অনেক টঙ্গীবাসী প্রধানত বাসে করে ঢাকায় যাতায়াত করে। এই এলাকাতে প্রচুর শিল্প কারখানা আছে। যেখানে প্রচুর লোক কাজ করে। [] তুরাগ নদীর তীরে টঙ্গী শহর অবস্থিত। যোগাযোগব্যবস্থা]] ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন টঙ্গী জংশন টঙ্গী রেল স্টেশনটি গাজীপুর জেলার টঙ্গী শহরের মধ্যে অবস্থিত।এটি বিমানবন্দর ও ধীরাশ্রম স্টেশনের মধ্যবর্তী স্টেশন।টঙ্গী-ভৈরব-আখাউড়া লাইন এই স্টেশন থেকে শুরু হয়েছে।টঙ্গী বিশ্ব ইজতেমার সময় এটি যোগাযোগের প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয় তখন এই স্টেশনে অতিরিক্ত ট্রেন যাতায়াত করে।স্টেশনটি দুটি ডুয়েল গেজ লাইন এবং দুটি প্লাটফর্ম দিয়ে সেবা প্রধান করে থাকে।

Remove ads

প্রতিষ্ঠানসমূহ

উল্লেখযোগ্য ব্যক্তি

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads