শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
একজন খেলোয়াড় তার অভিষেক টেস্ট ক্রিকেট ম্যাচে ব্যাটিং করে সেঞ্চুরি (১০০ রান বা তার বেশি রান) করেছেন, যা তার ব্যাটিং প্রতিভার উল্রেখযোগ্য ঘটনা।[১] ফেব্রুয়ারি, ২০২১ সাল পর্যন্ত ১০৯বার বিশ্বের টেস্টভূক্ত দলগুলোর ১০৭ জন ব্যাটসম্যান এ ঘটনাটি ঘটিয়েছেন।[২] তন্মধ্যে লরেন্স রো ও ইয়াসির হামিদ তাদের টেস্ট অভিষেকের উভয় ইনিংসেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।[৩] টেস্টভূক্ত দলগুলোর প্রত্যেকটি দেশই এ সম্মাননার সাথে জড়িত। সর্বাধিক ২০জন অস্ট্রেলীয় ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন ও সবচেয়ে কম ২জন জিম্বাবুয়ের।[২]
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। (শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩) |

অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান সর্বপ্রথম এই কীর্তির অধিকারী, যিনি মার্চ, ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ইতিহাসের সর্বপ্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫* রান করে এই কীর্তি গড়েন। ঐ খেলায় অস্ট্রেলিয়ার ইনিংসে কোন খেলোয়াড়ই ২০-এর অধিক রান তুলতে সক্ষমতা দেখাননি।[৪] ১৯০৩ সাল পর্যন্ত তার এ রানটি সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ ছিল। ইংল্যান্ডের আর. ই. ফস্টার ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ইনিংসে ২৮৭ রান তুলেন। ফস্টারের ইনিংসটি ১৯৩০ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট অভিষেক সর্বোচ্চ রান হিসেবে অক্ষত ছিল।[৩]
সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে এ কীর্তির অধিকারী হন।
Remove ads
অভিষেকে টেস্ট সেঞ্চুরি
১ থেকে ১০০
১০১ থেকে ২০০
Remove ads
গ্যাল্যারি
তথ্যসূত্র
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads