শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

তাপসী পান্নু

ভারতীয় অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

তাপসী পান্নু
Remove ads

তাপসী পান্নু বা তাপসী পন্নু (জন্ম: ১ আগস্ট ১৯৮৭) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউড চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তাপসী একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে কাজ করতেন, এবং অভিনেত্রী হবার পূর্বে মডেলিং কর্মজীবনে জড়িত ছিলেন। তার মডেলিং কর্মজীবনে তিনি কিছুসংখ্যক বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন, এবং ২০০৮ সালে "প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস" ও 'সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন" খেতাব লাভ করেন।

দ্রুত তথ্য তাপসী পন্নু, জন্ম ...

মডেলিংয়ে সীমিত ভূমিকা রাখার পর, রাঘবেন্দ্র রাও পরিচালিত ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটান তাপসী। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন যেমন, ২০১১ সালে আদুকালাম, ভাস্তাধু না রাজু এবং মি. পারফেক্ট। তার তামিল আদুকালাম চলচ্চিত্র ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জিতে নেয়। তিনি এছাড়াও মালয়ালম এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। আরম্ভাম (২০১৩) তামিল চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কার জেতেন। ২০১৫ সালে, তিনি সামালোচকীয় এবং বাণিজ্যিকভাবে সফল বেবি চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০১৬ সালে, তিনি পিংক চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালে, প্রধান ভূমিকায় অভিনয় করেন নাম শাবানা চলচ্চিত্রে, যেটি ২০১৫ সালের বেবি চলচ্চিত্রের প্রিকুএল। ২০১৭ সালে তিনি দা গাজি অ্যাটাক যুদ্ধ চলচ্চিত্র এবং জুড়ওয়া ২ কমেডি চলচ্চিত্রে কাজ করেন। তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্যর্জিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুড়ওয়া ২ (২০১৭) এবং মিশন মঙ্গল (২০১৯)। ২০১৯ সালে ষাণ্ড কি আঁখ জীবনীচলচ্চিত্রে সত্তরোর্ধ শার্পশুটার প্রকাশি তোমার চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছিলেন। ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ তালিকায় ২০১৮ সালে তিনি ৬৮তম স্থানে এবং ২০১৯ সালে ৬৭তম স্থানে অন্তর্ভুক্ত ছিলেন।[]

Remove ads

জীবনী

সারাংশ
প্রসঙ্গ

প্রাথমিক জীবন ও মডেলিং

তাপসী ১৯৮৭ সালের ১ আগস্ট ভারতের নয়া দিল্লির একটি শিখ পরিবারে জন্ম নেন।[][] তিনি পাঞ্জাবি বংশোদ্ভূত। তার পিতা দিলমোহন সিং পান্নু ও মাতা নির্মলজিৎ।[] শাগুন পান্নু নামে তার একটি বোন রয়েছে এবং তাকেও চলচ্চিত্রে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাপসীর।[] তিনি দিল্লির অশোক বিহারের মাতা জাই কৌর পাবলিক স্কুলে অধ্যয়ন করেন। এরপর দিল্লির গুরু টেগ বাহাদুর ইনিস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর,[] সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন তিনি।[][]

চ্যানেল ভি আয়োজিত গেট গরর্জিয়াস প্রতিভা অনুষ্ঠানের অডিশনে নির্বাচিত হওয়ার পর তাপসী পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন, যা পরিণামে তাকে অভিনেত্রী হবার সুযোগ করে দেয়।[] তিনি বিভিন্ন মুদ্রণ মাধ্যম এবং টেলিভিশন বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। তিনি ২০০৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে "প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেস ফেস" ও "সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন" সহ একাধিক খেতাব লাভ করেন।[][১০] একজন মডেল হিসেবে, তিনি রিলায়েন্স ট্রেন্ডস, রেড এফএম ৯৩.৫, ইউনিস্টাইল ইমেজ, কোকা-কোলা, মোটোরোলা, প্যান্টালুন্স, পিভিআর সিনেমাস, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাবর, এয়ারটেল, টাটা ডোকোমো, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, হাভেল্স এবং ভার্ডম্যান ইত্যাদি ব্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হন।[১১] তিনি এছাড়াও জাস্ট ফর উইমেন এবং মাস্টার্স সাময়িকীর প্রচ্ছদে উপস্থিত হয়েছেন।[১২][১৩] কয়েক বছর পর, পরিপূর্ণ স্বীকৃতি পাওয়ার অভাব রয়েছে ভেবে তিনি মডেলিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন।[১৪]

২০১০-২০১৫: চলচ্চিত্রে অভিষেক

Thumb
২০১৩ সালে জুয়েলারির একটি বিজ্ঞাপনচিত্রে তাপসী পান্নু

তাপসী ২০১০ সালে কোবেলামুদি রাঘবেন্দ্র রাও পরিচালিত ঝুম্মন্দি নাদাম প্রণয়-সঙ্গীতধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন।[১৫] এতে তিনি একজন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ধনকুবের কন্যার চরিত্রে অভিনয় করেন, যিনি ঐতিহ্যগত তেলুগু সঙ্গীতের উপর গবেষণা করতে ভারত আসেন।[১৬] চলচ্চিত্রটি মুক্তির আগে তাপসী আরও তিনটি চলচ্চিত্রে কাজ করার আমন্ত্রণ পান।[১৬] পরবর্তীতে ধনুষের বিপরীতে আদুকালাম (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এতে তিনি একজন অ্যাংলো-ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করেন, যিনি একজন গ্রামীণ ছেলের প্রেমে পড়ে।[১৭] চলচ্চিত্রটি মাদুরাইয়ের মোরগলড়াইয়ের পটভূমিতে নির্মিত। চলচ্চিত্রটি ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১৮] তার চরিত্র সম্পর্কে সাইফাই ডটকম নামের একটি পর্যালোচনা ওয়েবসাইট ইতিবাচক মন্তব্য করে।[১৯] তিনি ২০১১ সালে বিষ্ণু মঞ্চুর বিপরীতে ভাস্তাডু না রাজুর (২০১১) মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে পুনরায় অভিনয় করেন।[২০] পরবর্তীতে মাম্মুটিনাদিয়া মইড়ুর বিপরীতে ডাবলস (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে মালয়ালম চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে।[২১][২২]

"প্রথমদিকে, আমি ফুলটাইম মডেল হতে চেয়েছিলাম কিন্তু কখনই ভাবিনি যে অভিনয় করতে পারি। সময়ের সাথে সাথে, মডেলিং উত্তেজনাপূর্ণ বা উপভোগ্য হয়ে উঠেনি। ক্যামেরা পোজ দেওয়া একসময় একঘেয়ে হয়ে যায়। এছাড়াও, আমি অনুভব করেছি যে আমার নাম তুলে ধরা হচ্ছে না। নাম কেবল চলচ্চিত্রেই ফুটে ওঠে। তাই অভিনয় করতে চেয়েছিলাম।"

—চলচ্চিত্রে আগমন প্রসঙ্গে তাপসি[১৪]

তাপসী তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত মি. পারফেক্ট (২০১১) চলচ্চিত্রে একটি গৌণ চরিত্রে অভিনয় করেন। প্রভাসকাজল আগারওয়ালের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি মাঝারি সাফল্য লাভ করে।[২৩] তিনি রবি তেজা ও কাজল আগারওয়ালের বিপরীতে বীরা (২০১১) উচ্চ-বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন, যা সমালোচকদের নিকট থেকে মাঝারি পর্যালোচনা অর্জন করে।[২৪] এরপর তিনি তার দ্বিতীয় তামিল চলচ্চিত্র ভানন্ডান ভেন্ড্রনে উপস্থিত হন যা মিশ্র সমালোচনা লাভ করে এবং বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।[২৫] তার পরবর্তী চলচ্চিত্র কৃষাণ ভামসি পরিচালিত মগুধু, যেখানে তিনি এক ঐতিহ্যগত তেলুগু মেয়ের চরিত্রে অভিনয় করেন গোপিচন্দের বিপরীতে এবং তার অভিনীত চরিত্রের জন্য সমালোচকদের নিকট থেকে সুমন্তব্য লাভ করতে সমর্থ হন। তিনি তামিল-তেলুগু দ্বিভাষী গুন্ডেলো গোদারি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার তামিল নাম মারান্থেন মান্নাথনে[২৬] তিনি এছাড়াও সিদ্ধার্থ নারায়ণ, ঋষি কাপুর, দিবেন্দু এবং আলী জাফরের সঙ্গে চাশমি বাদুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে অভিষেক ঘটান। চলচ্চিত্রটি ১৯৮১ সালের একই নামের চলচ্চিত্রের পুননির্মাণ।[][২৭][২৮] তাপসী হলিউড বিজ্ঞান কল্পকাহিনি রিড্ডিকের তামিল, তেলুগু এবং হিন্দি ভাষার সংস্করণে অভিনেত্রী কেটি স্যাকহফের কণ্ঠ প্রদানের জন্য আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তার পূর্বচুক্তির জন্য তা ফিরিয়ে দেন।[২৯][৩০] পরবর্তীতে ২০১৩ সালে, তিনি আরাম্বাম নামে বড় বাজেটের চলচ্চিত্রে অজিত কুমারআরিয়ার বিপরীতে অভিনয় করেন।[৩১] চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কারে ভূষিত হন।[৩২]

পরবর্তী বছর তার কোন চলচ্চিত্র মুক্তি পায় নি। ২০১৫ সালে অক্ষয় কুমারের বিপরীতে নিরাজ পান্ডে পরিচালিত বেবি চলচ্চিত্রে উপস্থিত হন তিনি।[৩৩] পরবর্তীতে তার দুইটি তামিল চলচ্চিত্র মুক্তি পায়। যার একটি হল ভৌতিক কমেডি চলচ্চিত্র কাঞ্চনা ২, যেখানে তিনি রাঘব লরেন্সের বিপরীতে অভিনয় করেন। অন্যটি হল ঐশ্বর্য রজনীকান্ত ধনুষের ভাই রাজা ভাই, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়ছিলেন।[৩৪] এছাড়াও তিনি দোঙ্গাটা চলচ্চিত্রে বিশেষ চরিত্রে উপস্থিত হন।

২০১৬–বর্তমান: বলিউড কর্মজীবন

Thumb
২০১৬ সালে ৬১তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে তাপসী

বেবি চলচ্চিত্রের পর, তাপসী অনিরুদ্ধ রায় চৌধুরীর পিংক (২০১৬) চলচ্চিত্রে অমিতাভ বচ্চন[৩৫][৩৬]কীর্তি কুলহারির সাথে অভিনয় করেন, যা সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে। বিশ্বব্যাপী  ১০৭.৩২ কোটি (ইউএস$ ১৩.১২ মিলিয়ন) আয়ের পাশাপাশি চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল।[৩৭] এছাড়াও সমালোচকদের প্রশংসা সহ অন্যান্য সামাজিক সমস্যা বিভাগে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে; যেখানে তাপসী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কারে মনোনীত হয়েছিল।[৩৮]

২০১৭ সালে তাপসীর প্রথম মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী হাস্যরস-চলচ্চিত্র রানিং শাদি[৩৯] এরপর সংকল্পের নৌযুদ্ধের দ্বিভাষিক চলচ্চিত্র দ্য গাজি অ্যাটাক মুক্তি পায়।[৪০] দুটি চলচ্চিত্রই বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। অক্ষয় কুমার, অনুপম খের, মধুরিমা তুলি এবং মনোজ বাজপেয়ীর সাথে তিনি বেবি চলচ্চিত্রের স্পিন-অফ হিসেবে নির্মিত নাম শাবানা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। বাণিজ্যিকভাবে চলচ্চিত্রটি সাফল্য লাভ করার পাশাপাশি সর্বমোট  ৫৬.০৯ কোটি (ইউএস$ ৬.৮৬ মিলিয়ন) আয় করে।[৪১] সে বছরের তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডেভিড ধবন পরিচালিত জুড়ওয়া ২। এটি ১৯৯৭-এর আইকনিক কৌতুক জুড়ওয়া চলচ্চিত্রের সংস্করণ।[৪২][৪৩] চলচ্চিত্রটি বিশ্বব্যাপী  ২২৭.৫৯ কোটি (ইউএস$ ২৭.৮২ মিলিয়ন) ব্যবসা করেছিল।[৪৪]

ত্যাপসীর কর্মজীবনে ২০১৮ সাল ছিল সমালোচনামূলক এবং বাণিজ্যিকভাবে সাফল্যের বছর। এ বছর তার চারটি চলচ্চিত্র, দিল জুঙ্গলি, সোরমা, মুল্ক এবং মনমর্জিয়া মুক্তি পায়। শেষের দুটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। তবে, অনুভব সিনহার মুল্ক চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে তাপসীর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার মনোনয়ন পেয়েছিলেন।[৪৫]

২০১৯ সালে তাপসী সুজয় ঘোষের রহস্য-থ্রিলার বদলা চলচ্চিত্রে একজন ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছিলেন,[৪৬] যেটি ছিল অমিতাভ বচ্চনের সাথে তার দ্বিতীয় কাজ। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী  ১.৩ বিলিয়ন (ইউএস$ ১৫.৮৯ মিলিয়ন) আয় করে বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। সে বছর তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত কলিউড নাট্য চলচ্চিত্র গেম ওভার বক্স অফিসে ব্যর্থ হয়।[৪৭] এরপর তিনি জগণ শক্তি পরিচালিত মিশন মঙ্গল চলচ্চিত্রে একনিষ্ঠ স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ সুযোগ পাওয়ার পরেও তার সেনা স্বামীকে একজন সেবিকা হিসেবে যত্ন নিয়েছিলেন। এটি ভারতের ২০১৩ সালের মঙ্গল অরবিটার মিশনে বিজ্ঞানীদের অবদান সম্পর্কে একটি মহাকাশ নাট্য-চলচ্চিত্র। চলচ্চিত্রটি সাধারণত ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছিল; যেখানে অনেক সমালোচক মনে করেছিলেন যে তিনি তার কর্মজীবনে "আরো চ্যালেঞ্জিং" অবদান রাখার যোগত্য রাখেন।[৪৮] ১২ অক্টোবর ২০১৯ (2019-10-12)-এর হিসাব অনুযায়ী অভ্যন্তরীণ বাজারে ২৩৮.৮০ কোটি রূপীর ব্যবসার ফলে মিশন মঙ্গল তাপসীর কর্মজীবনের সর্বাধিক সাফল্য এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রসমূহের মধ্যে একটি বিবেচিত হয়েছিল।[৪৯][৫০] ২০১৯ সালে তার সর্বশেষ চলচ্চিত্র ছিল তুষার হিরানন্দনির জীবনীচলচ্চিত্র ষাণ্ড কি আঁখ, যেখানে তিনি শর্টশুটার প্রকাশি তোমার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল চলচ্চিত্রটি। তবে তাপসীর অভিনয় ইতিবাচকভাবে পর্যালোচনা লাভ করার পাশাপাশি তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার[৫১] এবং ভূমি পেডনেকরের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন সমালোচক পুরস্কারের জিতেছিলেন।[৫২]

২০২০ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অনুভব সিনহার থাপ্পড়, যেখানে তিনি অমৃতা নামে এক তাকাল প্রাপ্ত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।[৫৩] পাভেল গুলাটি সহ অভিনীত চলচ্চিত্রটি ইতিবাচক সাড়া এবং মাঝারি সাফল্য পেয়েছিল। তিনি রহস্য-থ্রিলার হাসিন দিলরুবা চলচ্চিত্রে ভিক্রান্ত মাসির বিপরীতে রানী কাশ্যপ চরিত্রে উপস্থিত হবেন, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হবে।[৫৪] এছাড়াও তিনি অপারশক্তি খুরানার বিপরীতে রেশমি রকেট নাট্য চলচ্চিত্রে এবং ক্রিকেটার মিতালী রাজ চরিত্রে শাবাশ মিঠু ক্রীড়া-জীবনীচলচ্চিত্রে উপস্থিত হবেন। এছাড়াও, তাওপী তাহির রাজ ভাসিনের বিপরীতে লুপ ল্যাপেতা নাট্য চলচ্চিত্র কাজ করবেন তিনি।

Remove ads

ব্যক্তিগত জীবন

২০১৫ সালের জানুয়ারিতে ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাপসী বলেছিলেন: "আমি এক দক্ষিণ ভারতীর সঙ্গে ডেট করেছি। এছাড়াও আমি কখনও কোনও তারকার সঙ্গে ডেট করি নি এবং কখনও করবোও না এ ব্যাপারে আমি স্ট্যাম্প পেপারে লিখতে দিতে পারি। আমি নিশ্চিত যে কোনো সম্পর্কের মধ্যে একজন তারকা থাকতে পারে এবং সেটাই আমি। আমি ব্যক্তিগতভাবে ভাবি না যে এটি কোনও অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে কাজ করতে পারে। "[৫৫] তাপসী, "যদি আপনি পেয়ে থাকেন তবে তা জাহির করে তুলুন" দর্শনে বিশ্বাসী"।[৫৬] এছাড়াও তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সাথে ডেটিং করছেন বলে জানা গেছে।[৫৭]

Remove ads

পুরস্কার ও মনোনয়নের তালিকা

আরও তথ্য বছর, পুরস্কার ...

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads