শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

থানচি উপজেলা

বান্দরবান জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

থানচি উপজেলাmap
Remove ads

থানচি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

দ্রুত তথ্য থানচি, দেশ ...
Thumb
নাফাখুম-রেমাক্রি ট্রেইল
Remove ads

অবস্থান ও আয়তন

থানচি উপজেলার আয়তন ১০২০.৮২ বর্গ কিলোমিটার (২,৫২,২৫০ একর)।[][] এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবচেয়ে বড় উপজেলা।[]বান্দরবান জেলার দক্ষিণ-পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান।[] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।[] এ উপজেলার উত্তরে রুমা উপজেলা, দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য, পূর্বে মিয়ানমারের চিন রাজ্যরাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা, পশ্চিমে আলীকদম উপজেলালামা উপজেলা

Remove ads

নামকরণ

মার্মা শব্দ থাইন চৈ বা বিশ্রামের স্থান থেকে থানচি নামটির উৎপত্তি। ধারণা করা হয়, ১৯৫০ সালে বা তার পূর্বে নৌপথে চলাচল কালে যাত্রীগণ বিশ্রামের জন্য এ স্থানে থামতেন বলে থাইন চৈ নামে স্থানটি পরিচিত ছিল, পরে তা থানচি হিসাবে পরিচিতি লাভ করে।[]

প্রশাসনিক এলাকা

১৯৭৬ সালে থানচি থানা প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় প্রতিস্থাপন করা হয়।[] এ উপজেলায় বর্তমানে ৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ থানচি উপজেলার প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:[]

ইতিহাস

১৮২৪ সালে বার্মা-ব্রিটিশ যুদ্ধের পর থানচি উপজেলা আরাকান ব্রিটিশ-ভারতের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। ফলে থানচি ও এর প্রতিবেশী অঞ্চলে আরাকানীদের অভিবাসন সহজ হয়। অভিবাসীরা এ অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং ১৯০০-এর রেগুলেশন-১ (পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল) এদের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দেয়।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী থানচি উপজেলার মোট জনসংখ্যা ২৩,৫৯১ জন। এর মধ্যে পুরুষ ১২,৩৪৪ জন এবং মহিলা ১১,১৪৭ জন। মোট পরিবার ৪,৮৭২টি।[] মোট জনসংখ্যার ৭.৬৫% মুসলিম, ২.২৬% হিন্দু, ৫৪.৬৮% বৌদ্ধ, ২৬.৭৫% খ্রিস্টান এবং ৮.৬৬% অন্যান্য ধর্মাবলম্বী।[]

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ (৪২.৩৪%)
  2. খ্রিস্ট ধর্ম (৩৪.৪৩%)
  3. ইসলাম (৮.৮%)
  4. হিন্দু ধর্ম (১.৫৫%)
  5. অন্যান্য (১২.৮৭%)
নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী (২০২২) []
  1. মারমা (৩১.৩৭%)
  2. ম্রো (২৩.৫৭%)
  3. ত্রিপুরা (২১.২৭%)
  4. বাঙালী (১২.৩৮%)
  5. খুমি (৬.১৪%)
  6. বম (২.৩%)
  7. চাকমা (১.৬৪%)
  8. খিয়াং (১.২১%)
  9. অন্যান্য (০.১২%)

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী থানচি উপজেলার মোট জনসংখ্যা ২৯,৭৯০ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬৯৬ জন এবং মহিলা ১৪,০৯৪ জন। মোট পরিবার ৪,৮৭২টি।[] মোট জনসংখ্যার ৮.৮০% মুসলিম, ১.৫৫% হিন্দু, ৪২.৩৪% বৌদ্ধ, ৩৪.৪৩% খ্রিস্টান এবং ১২.৮৭% অন্যান্য ধর্মাবলম্বী।[] এ উপজেলায় মার্মা, চাকমা, খেয়াং, ত্রিপুরা, খুমী, খিও, ম্রো ও বম উপজাতি গোষ্ঠীর বসবাস রয়েছে।[]

Remove ads

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী থানচি উপজেলার সাক্ষরতার হার ২৬.৯%।[] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

থানচি উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-থানচি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম বাস।

ধর্মীয় উপাসনালয়

থানচি উপজেলায় ৩টি মসজিদ, ২টি মন্দির, ৩১টি বিহার এবং ২৯টি গীর্জা রয়েছে।[]

নদ-নদী

থানচি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী[] এছাড়া রয়েছে রেমাক্রী খাল।

হাট-বাজার

থানচি উপজেলার প্রধান হাট-বাজার ২টি, থানচি বাজার এবং বলিপাড়া বাজার।[১০]

দর্শনীয় স্থান

থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১১]

Thumb
আমিয়াখুম জলপ্রপাত

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
আরও তথ্য সংসদীয় আসন, জাতীয় নির্বাচনী এলাকা ...
উপজেলা পরিষদ ও প্রশাসন
আরও তথ্য ক্রম নং, পদবী ...

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads