শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পর্ব (জীববিজ্ঞান)

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পর্ব (জীববিজ্ঞান)
Remove ads

পর্ব হচ্ছে জীববিদ্যার একটি বিশেষ শ্রেণিবিন্যাসবৈদ্যিক ধাপ যা জগৎের নিচে ও শ্রেণীর উপরে অবস্থান করে।

Thumbঅধিজগৎজগৎপর্বশ্রেণীবর্গপরিবারগণ
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রধান আটটি শ্রেণীবিন্যাস ক্রমের নিন্মতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্তি। অন্তর্বর্তী অপ্রধান ক্রমগুলো দেখানো হয়নি।
Thumb
পর্ব হলো জৈবিক শ্রেণিবিন্যাসের একটি ক্রমধারা

প্রাণী জগতের পর্ব

প্রাণী জগতের পর্বসমূহকে দুুুুটি ভাগে বিভক্ত করা যায়। যথা

১. মেজর ফাইলা বা প্রধান পর্ব ।

২. মাইনর ফাইলা বা গৌণ পর্ব।

প্রধান পর্ব

মুুুখ্য পর্ব মোট ৯টি। [] এগুলো হল:

  1. পরিফেরা - (Porifera)
  2. নিডারিয়া - (Cnidaria)
  3. প্লাটিহেলমিনথেস - (Platyhelminthes)
  4. নেমাটোডা - (Nematoda)
  5. অ্যানেলিডা - (Annelida)
  6. আর্থ্রোপোডা - (Arthropoda)
  7. মলাস্কা - (Mollusca)
  8. একাইনোডারমাটা - (Echinodermata)
  9. কর্ডাটা - (Chordata)    

গৌণ পর্ব

অবশিষ্টগুলো গৌণ। এদের সংখ্যা প্রায় ২৫ টি। সেগুলো হল:

  1. প্রোটোজোয়া (Protozoa )
  2. মেসোজোয়া (Mesozoa )
  3. টেনোফোরা (Ctenophora)
  4. রিনকোসিলা (Rhynchocoela)
  5. এনটোপ্রোক্টা (Entoprocta )
  6. একটোপ্রোক্টা (Ectoprocta )
  7. একান্থোসেফালা (Acanthocephala )
  8. নেমাটোমরফা (Nematomorpha)
  9. গ্যাস্ট্রোট্রিকা (Gastrotricha )
  10. কাইনোরিং কা (Kinorhyncha )
  11. ব্রাকিওপোডা(Brachiopoda )
  12. ফোরোনিডা(Phoronida)
  13. কিটোগন্যাথা(Chaetognatha)
  14. প্রিয়াপুলিডা(Priapulida)
  15. সাইপুনকুলিডা(sipunculida)
  16. একাইউরয়ডিয়া(Echiuroidea)
  17. পোগোনোফোরা(Pogonophora)
  18. লরিসিফেরা (Loricifera)
  19. প্লাকোজোয়া (placozoa)
  20. হেমিকর্ডাটা (Hemichordata)
  21. ন্যথোস্টোমুলিডা (Gnathostomulida)
  22. টারডিগ্রাডা (Tardigrada)
  23. সাইক্লিওফোরা(çycliophora)
  24. রোমবোজোয়া। (Rhombozoa)
  25. রটিফেরা (Rotifera)

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads