শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বিশ্বের বৃহত্তম শহরের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জাতিসংঘ শহরের তিনরকম সংজ্ঞা ব্যবহার করে, কারণ সমস্ত এক্তিয়ারের সমস্ত শহরকে একইভাবে শ্রেণীভুক্ত করা হয় না। কোনো শহরকে উপযুক্ত শহর, ঐ শহরের পৌর এলাকার বিস্তৃতি কিংবা তার মহানগর এলাকা দিয়ে নির্ধারণ করা হয়।
সংজ্ঞাসমূহ
সারাংশ
প্রসঙ্গ
উপযুক্ত শহর

চীনের ছুংছিং পৌরসভার প্রশাসনিক এলাকার আয়তন প্রায় অস্ট্রিয়ার সমান এবং এর জনসংখ্যা উপযুক্ত শহরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এর ৭০% জনসংখ্যা গ্রামীণ এলাকায় বসবাস করে।
কোনো শহরকে তার প্রশাসনিক সীমানা দিয়ে নির্ধারণ করা যায়, যা উপযুক্ত শহর নামে পরিচিত। ইউনিসেফের সংজ্ঞানুযায়ী, উপযুক্ত শহর বলতে কোনো শহরের প্রশাসনিক সীমানার মধ্যে বসবাসকারী কিংবা একক কর্তৃপক্ষ দ্বারা শহর থেকে সরাসরিভাবে শাসিত জনগণকে বোঝায়।[১][২][৩] উপযুক্ত শহরের সীমানা ও জনউপাত্তের মধ্যে শহরতলি অন্তর্গত নাও থাকতে পারে, যেখানে শহরের যথেষ্ট সংখ্যক কর্মচারী বা ছাত্রছাত্রী বসবাস করে।[৪]
উপযুক্ত শহরের জনউপাত্ত পৌর এলাকার জনউপাত্ত থেকে অনেকটা আলাদা হতে পারে, কারণ অনেক শহর একাধিক ছোট পৌরসভার সমষ্টি হতে পারে (যেমন সিডনি)। অন্যদিকে, চীনের অনেক শহরের প্রশাসনিক এলাকা মূল পৌর এলাকা থেকে শহরতলি হয়ে গ্রামীণ এলাকা অবধি বিস্তৃত হতে পারে।[৫] চীনের ছুংছিং পৌরসভা জনসংখ্যা অনুযায়ী বিশ্বের বৃহত্তম উপযুক্ত শহর এবং এর প্রশাসনিক আয়তন ৮২,৪০৩ বর্গকিলোমিটার (৩১,৮১৬ বর্গমাইল), যা প্রায় অস্ট্রিয়ার সমান। কিন্তু এর ৩ কোটি জনসংখ্যার ৭০%-এর বেশি জনগণ আদতে গ্রামীণ এলাকায় বসবাসকারী কৃষিজীবী।[৬][৭]
পৌর এলাকা
একটি পৌর এলাকার ভিতরে স্থানিক বা অন্যান্য গণ্ডি ব্যাপারে ছাড়া, শর্তসাপেক্ষে সংলগ্ন শহুরে এলাকা হিসেবে সংজ্ঞায়িত হতে পারে। ইউনিসেফ[৮] শহুরে এলাকা সংজ্ঞায়িত করেছে নিম্নরূপ:
- "শহরের" সংজ্ঞা, দেশ অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে, এবং এছাড়াও পর্যায়ক্রমিক পুন-শ্রেণিবিভাগের কারণে সরাসরি তুলনা করাও কঠিন, ফলে সময়ের পার্থক্যের কারণে দেশসমূহের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি শহর এলাকা নিম্নলিখিত যে কোনো এক বা একাধিক বিষয় দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে: প্রশাসনিক মানদণ্ড বা রাজনৈতিক সীমানা (e.g., area within the jurisdiction of a municipality or town committee), প্রান্তিক জনগোষ্ঠীর আকার (where the minimum for an urban settlement is typically in the region of 2,000 people, although this varies globally between 200 and 50,000), জনসংখ্যার ঘনত্ব, অর্থনৈতিক কার্যকারিতা (যেমন, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ অংশ প্রাথমিকভাবে কৃষিকার্যে নিযুক্ত নয়, বা যেখানে উদ্বৃত্ত কর্মসংস্থান রয়েছে) অথবা শহরের বৈশিষ্ট্যসমূহ (যেমন, বাঁধানো রাস্তা, বৈদ্যুতিক আলো, পয়ঃনিস্কাশন) ইত্যাদি বিষয়াদির উপর।
মহানগর এলাকা
Remove ads
তালিকা
Remove ads
চিত্রশালা
- জাকার্তা, ইন্দোনেশিয়া: জনসংখ্যা ৩ কোটি ৫৩ লাখ (পৌর এলাকা)
- সিউল, দক্ষিণ কোরিয়া: জনসংখ্যা ২ কোটি ৫৫ লাখ (মহানগর এলাকা)
- নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র: জনসংখ্যা ২ কোটি ৩১ লাখ (কম্বাইন্ড স্ট্যাটিসটিকাল এরিয়া)
আরও দেখুন
- অতিমহানগরী
- আফ্রিকার বৃহত্তম শহরের তালিকা
- ইউরোপের বৃহত্তম শহরের তালিকা
- উত্তর আমেরিকার বৃহত্তম শহরের তালিকা
- এশিয়ার বৃহত্তম শহরের তালিকা
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহরের তালিকা
টীকা
- একাধিক কেন্দ্রীয় শহরবিশিষ্ট পৌর/মহানগর এলাকার ক্ষেত্রে সবচেয়ে জনবহুল (যেমন ডালাস–ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের ক্ষেত্রে ডালাস) কিংবা সবচেয়ে পরিচিত (যেমন ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি মহানগর এলাকার ক্ষেত্রে ইসলামাবাদ) উপযুক্ত শহরের পরিসংখ্যান দেওয়া হয়েছে।
- সার্বভৌম রাষ্ট্র কিংবা নির্ভরশীল অঞ্চল।
- জাতিসংঘের অনুমানে শহরভেদে উপযুক্ত শহর, পৌর এলাকা কিংবা মহানগর এলাকার সংজ্ঞা ব্যবহার করা হয়েছে।[৯]
- টোকিও, ইবারাকি, কানাগাওয়া, গুনমা, চিবা, তেচিগি ও সাইতামা প্রিফেকচার অন্তর্গত।
- দিল্লি, গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ ও বাহাদুরগড় উপশহর অন্তর্গত।
- কল্যাণ-ডোম্বিওয়ালি, পানভেল, ভিওয়ান্ডি ইত্যাদি শহরতলি অন্তর্গত।
- ফোশান এর অন্তর্গত।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads