শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ব্র্যাক ব্যাংক পিএলসি
বাংলাদেশের ব্যাংক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯' পদক অর্জন করেছে।[৩] ব্যাংকটি ২০০৭ সালে শেয়ার বাজারে তালিকভুক্ত হয়।
Remove ads
প্রতিষ্ঠা
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়ে প্রাইভেট ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ৪ জুলাই, ২০০১। ফজলে হাসান আবেদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা[৪]।
কার্যক্রম
এই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:
- এসএমই ব্যাংকিং
- বাণিজ্যিক ব্যাংকিং
- কার্ড পরিষেবা (ডেবিট ও ক্রেডিট )
- কর্পোরেট পরিসেবা
- কনয্যুমার লোন
- এটিএম পরিসেবা
- এজেন্ট ব্যাংকিং
- প্রবাসী ব্যাংকিং
শাখা এবং অন্যান্য কর্মকাণ্ড
ব্যাংকটির বর্তমানে
শাখা = ১৯০ টি
উপ-শাখা = ৮০ টি [৫]
এস এম ই ইউনিট অফিস = ৪৪৬ টি[৬]
রেমিটান্স ডেলিভারি পয়েন্ট = ১৮০০ টি [৭]
এটিএম বুথ = ৩৮৫ টি
এজেন্ট আউটলেট = ১১২৩ টি [৮]
সাফল্য ও স্বীকৃতি
গত ১২ বছরে ব্র্যাক ব্যাংক দেশে বিদেশে ব্যাপক সম্মান, মর্যাদা ও সুপরিচিতি পেয়েছে।
সামাজিক দায়বদ্ধতা (CSR)
ব্যাংক- এর দর্শন ৩ P (People, Planet, Profit). ব্র্যাক ব্যাংক জনগণ ও পৃথিবী –এর সুরক্ষা করার পর লাভের চিন্তা করে। ব্র্যাক ব্যাংক বিভিন্ন সেবামুলক কাজে নিয়মিতভাবে সাহায্য করে থাকে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নতি এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান এবং তাদের কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হল CSR। ব্র্যাক ব্যাংক বিভিন্ন সামাজিক ও পরিবেশগত খাতে অর্থায়ন করে, যা টেকসই এবং ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।
Remove ads
সহায়ক প্রতিষ্ঠান
ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলি নিম্নরূপ:[৯]
আরও দেখুন
বহিঃসংযোগ
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads