শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ভারতের সংবিধানের অষ্টম তফসিল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ভারতের সংবিধানের অষ্টম তফসিল ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি ভাষাগুলোকে তালিকাভুক্ত করে। সংবিধান প্রণয়নের সময় তখন এই তালিকায় অন্তর্ভুক্তির অর্থ ছিল ভাষাটি সরকারি ভাষা কমিশনের প্রতিনিধিত্ব করতে পারবে,[১] এবং সেই ভাষাটি সংঘের সরকারি ভাষা হিন্দি ও ইংরেজিকে সমৃদ্ধ করার অন্যতম ভিত্তিতে পরিণত হবে।[২] পরবর্তীকালে এই তালিকাটি অতিরিক্ত তাৎপর্য অর্জন করেছে। বর্তমানে ভারত সরকার এই ভাষাগুলির উন্নয়নের জন্য ব্যবস্থা নিতে বাধ্য, যাতে তারা দ্রুত সমৃদ্ধ হয় এবং আধুনিক জ্ঞানের যোগাযোগের কার্যকর উপায়ে পরিণত হয়।[৩] এছাড়া, সরকারি সেবার জন্য আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তরের জন্য এদের মধ্যে যেকোনো ভাষা ব্যবহার করতে পারবে।[৪]
Remove ads
তফসিলি ভাষা
ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৪৪(১) ও ৩৫১ অনুযায়ী, অষ্টম তফসিলে নিম্নলিখিত ২২টি স্বীকৃত ভাষা অন্তর্গত:[৫][৬]
কালপঞ্জি
- ১৯৫০: ১৪টি ভাষা সংবিধানে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত।[৭]
- ১৯৬৭: ২১তম সাংবিধানিক সংশোধন আইন দ্বারা সিন্ধি ভাষাকে তালিকাভুক্ত করা হয়।[৮]
- ১৯৯২: ৭১তম সংবিধান সংশোধন আইন দ্বারা কোঙ্কণী, মণিপুরী ও নেপালি ভাষাকে তালিকাভুক্ত করা হয়।[৯]
- ২০০৩: ৯২তম সংবিধান সংশোধনী আইন দ্বারা বোড়ো, ডোগরি, মৈথিলী ও সাঁওতালি ভাষাকে তালিকাভুক্ত করা হয়।[৭]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads