শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মধ্যযুগীয় ইসলামী বিশ্বের বিজ্ঞানীদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মুসলিম বিজ্ঞানীদের নাম
জ্যোতির্বিদ
- ইব্রাহিম আল ফাজারী (মৃঃ ৭৭৭)
- মুহাম্মাদ ইবনে ইব্রাহিম আল ফাজারী (মৃঃ ৭৯৬ বা ৮০৬)
- মুহাম্মাদ ইবনে মুসা আল-খারেজমি (মৃঃ ৮৫০)
- সিন্দ ইবনে আলী (মৃঃ ৮৬৪)
- হাবাশ আল-হাসিব আল-মারওয়াজি (মৃঃ ৮৬৯)
- আহমাদ ইবনে মোহাম্মাদ ইবন কাসির আল-ফারগানি (মৃঃ ৮৭০)
- আল-মাহানী (মৃঃ ৮৮০)
- আবু মা'শার (মৃঃ ৮৮৬)
- আবু হানিফা দিনাওয়ারী (মৃঃ ৮৯৫)
- বনু মুসা (মৃঃ ৯তম শতাব্দী)
- আবু সাঈদ গোরগান (মৃঃ ৯তম শতাব্দী)
- আহমেদ নাহফান্দ (মৃঃ ৯তম শতাব্দী)
- আল-নাইরিজি (মৃঃ ৯২২)
- আল বাত্তানী (মৃঃ ৯২৯)
- আল কাজিনী (মৃঃ ৯৭১)
- আব্দুর রহমান আল-সুফি (মৃঃ ৯৮৬)
- আল-সাগানী (মৃঃ ৯৯০)
- আবুল ওয়াফা বুযজানি (মৃঃ ৯৯৮)
- আবোলফাদল হারাবী (মৃঃ ১০ম শতাব্দী)
- আবু সাহল আল-কুহি (মৃঃ ১০০০)
- আবু মাহমুদ খোজান্দি (মৃঃ ১০০০)
- মাসলামা আল-মাজরিতি (মৃঃ ১০০৭)
- ইবনে ইউনুস (মৃঃ ১০০৯)
- কুশিইয়ার দাইলামী (মৃঃ ১০২৯)
- আবু নাসের মনসুর (মৃঃ ১০৩৬)
- হ্যালি অ্যাবেনরাগেল (মৃঃ ১০৩৭)
- ইবনে সিনা (মৃঃ ১০৪০)
- আবু রায়হান আল-বেরুনি (মৃঃ ১০৪৮)
- আলী ইবনে রিদওয়ান (মৃঃ ১০৬১)
- আবু ইসহাক ইব্রাহিম আল-জারকালী (মৃঃ ১০৮৭)
- ওমর খৈয়াম (মৃঃ ১১৩১)
- ইবনে বাজা (মৃঃ ১৩৩৮)
- ইবনে তুফায়েল (মৃঃ ১১৮৫)
- ইবনে রুশদ (মৃঃ ১৯৯৮)
- আল কাজিনী (মৃঃ দ্বাদশ শতাব্দী)
- নূর উদ্দীন আল-বিতরোজী (মৃঃ ১২০৪)
- শরফ আল-দ্বীন আল-তুসী (মৃঃ ১২১৩)
- মুয়াইয়াদ আল-দীন আল-উরদি (মৃঃ ১২৬৬)
- নাসিরুদ্দীন তুসী (মৃঃ ১২৭৪)
- শামস আল-দীন আল-সমরকান্দি (মৃঃ ১৩১০)
- কুতুব উদ্দীন আল-শিরাজী (মৃঃ ১৩১১)
- সদর আল-শরীয়া আল-আসগর (মৃঃ ১৩৪৬)
- ইবন আশ শাতির (মৃঃ ১৩৭৫)
- শামস আল-দীন আবু আব্দুল্লাহ আল-খালিলী (মৃঃ ১৩৮০)
- জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি (মৃঃ ১৪২৯)
- উলুগ বেগ (মৃঃ ১৪৪৯)
- আলি কুশজি (মৃঃ ১৪৭৪)
Remove ads
জীববিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী
- মুহাম্মদ ইবনে সিরিন (৬৫৪–৭২৮) স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যার উপর কাজের লেখক।
- আল-কিন্দি (৮০১–৮৭৩) সাইকোথেরাপি এবং সঙ্গীত থেরাপির পথিকৃৎ।
- আলী ইবনে সাহল রব্বান আল-তাবারি (৯তম শতাব্দী) সাইকিয়াট্রি, ক্লিনিকাল সাইকিয়াট্রি এবং ক্লিনিকাল সাইকোলজির পথিকৃৎ।
- আবু জায়েদ আল-বালখি (৮৫০–৯৩৪) মানসিক স্বাস্থ্য, চিকিৎসা মনোবিজ্ঞান, জ্ঞানীয় মনোবিজ্ঞান, জ্ঞানীয় থেরাপি, সাইকোফিজিওলজি এবং মনোদৈহিক ওষুধের পথিকৃৎ।
- আল ফারাবী (৮৭২–৯৫০) সামাজিক মনোবিজ্ঞান এবং চেতনা অধ্যয়নের পথিকৃৎ।
- আবুল কাসিম জাহরাবি (৯৩৬–১০১৩) নিউরোসার্জারির পথিকৃৎ।
- হাসান ইবনুল হায়সাম (৯৬৫–১০৪০) পরীক্ষামূলক মনোবিজ্ঞান, মনোপদার্থবিজ্ঞান, ফেনোমেনোলজি এবং চাক্ষুষ উপলব্ধির প্রতিষ্ঠাতা।
- আবু রায়হান আল-বেরুনি (৯৭৩–১০৫০) প্রতিক্রিয়া সময়ের পথিকৃৎ।
- ইবনে সিনা (৯৮০–১০৩৭) নিউরোসাইকিয়াট্রি, চিন্তা পরীক্ষা, আত্মসচেতনতা এবং আত্মচেতনার পথিকৃৎ।
- ইবনে জুহর (১০৯৪–১১৬২) নিউরোলজি এবং নিউরোফার্মাকোলজির পথিকৃৎ।
- ইবনে রুশদ (১১২৬–১১৯৮) পার্কিনসন রোগের পথিকৃৎ।
- ইবনে তুফায়েল (১১২৬–১১৯৮) প্রকৃতি বনাম লালনের পথিকৃৎ।
- ইবনুন নাফিস (১২১৩–১২৮৮) প্রথম যিনি রক্ত সঞ্চালন সম্পর্কে বর্ণনা দেন।
Remove ads
রসায়নবিদ এবং অ্যালকেমিস্ট
- খালিদ ইবনে ইয়াজিদ (মৃত্যু ৭০৪)
- জাফর আস-সাদিক (৭০২–৭৬৫)
- জাবির ইবন হাইয়ান (৮০৬–৮১৬) আরব রসায়নের জনক, যিনি সর্বপ্রথম অ্যালকোহল আবিষ্কার এবং উন্নত করেন।
- মুহাম্মাদ ইবনে মুসা আল-খারেজমি (৭৮০–৮৫০)
- আব্বাস ইবনে ফিরনাস (৮১০–৮৮৭)
- আল-কিন্দি (৮০১–৮৭৩)
- মাসলামা আল-মাজরিতি (৯৫০–১০০৭)
- মিসকাওয়াহ (৯৩২–১০৩০)
- আবু রায়হান আল-বেরুনি (৯৭৩–১০৪৮)
- ইবনে সিনা (৯৮০–১০৭৩)
- আল কাজিনী (১১১৫–১১৩০)
- নাসিরুদ্দীন তুসী (১২০১–১২৭৪)
- ইবনে খালদুন (১৩৩২–১৪০৬)
অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানী
- আবু হানিফা (৬৯৯–৭৬৭) ইসলামী আইনশাস্ত্র পণ্ডিত।
- ইমাম আবূ ইউসুফ (৭৩১–৭৯৮) ইসলামী আইনশাস্ত্র পণ্ডিত।
- আল-সাগানী (?–৯৯০) বিজ্ঞানের প্রথম দিকের ইতিহাসবিদদের মধ্যে একজন।
- আবু রায়হান আল-বেরুনি (৯৭৩–১০৪৮) নৃতত্ত্ব, ইন্ডোলজি।
- ইবনে সিনা (৯৮০–১০৩৭) অর্থনীতিবিদ।
- মিসকাওয়াহ (৯৩২–১০৩০) অর্থনীতিবিদ।
- আবু হামিদ আল-গাজ্জালি (১০৫৮–১১১১) অর্থনীতিবিদ।
- আল-মাওয়ার্দী (১০৭৫–১১৫৮) অর্থনীতিবিদ।
- নাসিরুদ্দীন তুসী (১২০১–১২৭৪)
- ইবনুন নাফিস (১২১৩–১২৮৮)
- ইবনে তাইমিয়া (১২৬৩–১৩২৮)
- ইবনে খালদুন (১৩৩২–১৪০৬)
- আল মাকরিজি (১৩৬৪–১৪৪২)
Remove ads
ভূগোল ও ভূতত্ত্ববিদ
- আল-মাসুদী "আরবদের হেরোডোটাস", এবং ঐতিহাসিক ভূগোলের পথিকৃৎ।
- আল-কিন্দি পরিবেশ বিজ্ঞানের পথিকৃৎ।
- আবু মোহাম্মদ আল-হাসান আল-হামদানি
- ইবনুল জাজারি
- আবু সাহল 'ইসা ইবনে ইয়াহিয়া আল-মাসীহি
- আলী ইবনে রিদওয়ান
- আল-ইদ্রিসি এছাড়াও একজন মানচিত্রকার, যিনি ১১৫৪ সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেন।
- আহমেদ ইবনে ফাদলান
- আবু রায়হান আল-বেরুনি
- ইবনে সিনা
- আব্দুল লতিফ আল বাগদাদি
- ইবনে রুশদ
- ইবনুন নাফিস
- ইবনে জুবায়ের
- ইবন বতুতা
- ইবনে খালদুন
- পিরি রেইস
- ইভলিয়া সেলেবি
Remove ads
গণিতবিদ
- আলি কুশজি
- হাজ্জাজ বিন ইউসুফ
- খালিদ ইবনে ইয়াজিদ
- মুহাম্মাদ ইবনে মুসা আল-খারেজমি
- 'আব্দুল হামিদ ইবনে তুর্ক
- আবুল হাসান ইবনে আলি আল-কালাসাদি
- আবু কামিল
- আল-আব্বাস ইবনে সাইদ আল-জাওহারী
- আল-কিন্দি
- বনু মুসা
- জাফর মুহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির
- আল-হাসান ইবনে মুসা ইবনে শাকির
- আল-মাহানী
- আহমাদ ইবনে ইউসুফ
- মাসলামা আল-মাজরিতি
- আল বাত্তানী
- আল ফারাবী
- আল-নারিজি
- আবু জা'ফার আল-খাজিন
- ইখওয়ান আল সাফা
- আবুল হাসান আল উকলিদিসি
- আল-সাঘানি
- আবু সাহল আল-কুহি
- আবু-মাহমুদ খোজান্দি
- আবু আল-ওয়াফা' বুজ্জানী
- ইবনে সাহল
- আল-সিজ্জি
- ইবনে ইউনুস
- আবু নাসর মনসুর
- কুশিইয়ার দাইলামী
- আল-কারাজি
- হাসান ইবনুল হায়সাম
- আবু রায়হান আল-বেরুনি
- আবু মনসুর আল-বাগদাদী
- আলী ইবনে আহমদ আল-নাসাবী
- ইবনে মুআয আল-জাইয়ানী
- আবু ইসহাক ইব্রাহিম আল-জারকালি
- ইউসুফ আল-মু’তামান ইবনে হুদ
- ওমর খৈয়াম
- আল কাজিনী
- ইবনে বাজা
- আবু হামিদ আল-গাজ্জালি
- ইবনে আল-বান্না'আল-মারাকুশি
- আল-সামাওয়াল আল-মাগরিবি
- ইবনে রুশদ
- ইবনে সিনা
- হুনাইন ইবনে ইসহাক
- ইবনে আশ-শাতির
- আবু মা'শার
- জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি
- কামাল আল-দীন আল-ফারসি
- মুহি আল-দীন আল-মাগরীবি
- মুয়াইয়াদ আল-দীন আল-উরদি
- মুহাম্মদ বাকির ইয়াজদি
- নাসিরুদ্দীন তুসী
- কাদি জাদা আল-রুমি
- কুতুব আল-দীন আল-শিরাজী
- শামস আল-দীন আল-সমরকান্দি
- শারফ আল-দীন আল-তুসি
- তাক্বী আদ দীন
- উলুগ বেগ
- আল-সামাওয়াল আল-মাগরিবি
Remove ads
দার্শনিক
পদার্থবিদ
- মিমার সিনান (১৪৮৯–১৫৮৮)
- জাফর আস-সাদিক, ৮ম শতাব্দী
- বনু মুসা, ৯ম শতাব্দীর
- জাফর মুহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির
- আহমাদ ইবনে মুসা ইবনে শাকির
- আল হাসান ইবনে মুসা ইবনে শাকির
- আব্বাস ইবনে ফিরনাস, ৯ম শতাব্দী
- আল-সাঘানী (মৃঃ ৯৯০)
- আবু সাহল আল-কুহী , ১০ম শতক
- ইবনে সাহল ১০ম শতাব্দী
- ইবনে ইউনূস, ১০ম শতাব্দীর
- আল কারাজী, ১০ম শতাব্দীর
- হাসান ইবনে আল-হাইসাম , ১১শ শতাব্দী ইরাকি বিজ্ঞানী, অপটিক্স এর জনক[১] ও পরীক্ষামূলক পদার্থবিদ্যা[২] এবং"প্রথম বিজ্ঞানী" বিবেচনা করা হয়।[৩]
- আল বিরুনী, ১১শ শতাব্দী, পরীক্ষামূলক বলবিদ্যা এ অগ্রগামী[৪]
- ইবনে সিনা,১১শ শতাব্দী
- আল-খাজিনি, ১২শ শতাব্দী
- ইবনে বাজাহা , ১২শ শতাব্দী
- হিবাতুল্লাহ আবু-বারাকাত আল-বাগদাদি ,১২শ শতাব্দী
- ইবনে রুশদ , ১২শ শতাব্দী ,আন্দালুসিয়ার গণিতজ্ঞ, দার্শনিক ও চিকিৎসা বিশেষজ্ঞ
- আল-জাজারী, ১৩শ শতাব্দীর সিভিল ইঞ্জিনিয়ার
- নাসির আল দীন তুসী, ১৩শ শতাব্দীর
- কুতুব আল দীন আল-শিরাজি, ১৩শ শতাব্দীর
- কামাল আল-দীন আল ফারাসি, ১৩শ শতাব্দীর
- ইবনে আল-শাতের, ১৪শ শতাব্দীর
- তাকি-আল-মুহাম্মদ ইবনে মাওরুফ, ১৭শ শতাব্দীর
- হিজারফেন আহমেট সেলিবী, ১৭শ শতাব্দীর
- লাগারি হাসান সেলিবী, ১৭শ শতাব্দীর
- সাক ডিন মহোমেট, ১৮শ শতাব্দীর
Remove ads
চিকিৎসাবিজ্ঞান
- আল-কিন্দি (৮০১-৮৭৩), ফার্মাকোলজির অগ্রদূত [৫]
- আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭)
- আলী ইবনে সাহল রাব্বান আল-তাবারী, চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত।
- আহমেদ ইবনে সাহল আল-বালখী
- ইসহাক বিন আলী আল রাহবি (854-931), পিয়ার রিভিউ এবং মেডিক্যাল পিয়ার রিভিউ এর অগ্রদূত।
- আবুল হাসান আল-তাবারী - চিকিৎসক
- আলী ইবনে সাহল রাব্বান আল-তাবারী - চিকিৎসক
- ইবনে আল জাজার
- আল রাযী , একজন রসায়নবিদ
- আলী ইবনে আব্বাস আল-মাজুসি (মৃঃ ৯৯৪), ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত[৬]
- আবুল কাসিম আল জাহরাউয়ি আধুনিক সার্জারি, এবং নিউরোসার্জারি এর জনক,[৭] ক্রনিটোমি,[৬] হেম্যাটোলজি [৮] and ডেন্টাল সার্জারি[৯]
- হাসান ইবনে আল-হাইসাম চোখের অস্ত্রোপচার ,চাক্ষুষ ব্যবস্থা[১০] এবং চাক্ষুষ উপলব্ধি[১১] এর অগ্রগামী।
- আল বিরুনি
- ইবনে সিনা (৯৮০-১০৩৭) - আধুনিক ঔষধ এর জনক,[১২] ইউনানী ঔষধের প্রতিষ্ঠাতা,[৮] পরীক্ষামূলক ঔষধ , প্রমাণ ভিত্তিক ঔষধ, ফার্মাসিউটিকাল বিজ্ঞান, ক্লিনিকাল ফার্মাকোলজি এর অগ্রদূত,[১৩] অ্যারোমাথেরাপি,[১৪] পলসোলজি এবং স্ফগমোলজি,[১৫] এবং একজন দার্শনিক।
- আল-তামিমি (মৃঃ ৯৯০)
- ইবনে মিসকওয়াহ
- ইবনে জুহর (আভেনজোয়ার) - পরীক্ষামূলক সার্জারির জনক[১৬] এবং পরীক্ষামূলক শারীরবৃত্তীয় , পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত[১৭] এবং ট্র্যাচোটিমি[১৮]
- ইবনে বাজাহা
- ইবনে তুফায়েল
- ইবনে রুশদ
- ইবনে আল-বায়াতর
- মেহমেট ওজ বিখ্যাত আমেরিকান-তুর্কি হার্ট সার্জন, হেলথ কর্পস প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
- মোহাম্মদ সামির হোসেন, একজন তাত্ত্বিক [১৯] লেখক এবং অন্যতম মুসলমান বিজ্ঞানী[২০]মৃত্যুর উদ্বেগ (মনোবিজ্ঞান) গবেষণা[১৯][২১]
- রায্যাক্ব আলী গিলানী (১০৯৩-১২০৮)
- নাসির আল দীন তুসী
- ইবনে নাফীস (১২১৩–১২৮৮), রিসার্চ্যুটরি ফিজিওলজি এর জনক, পরীক্ষামূলক শারীরস্থান পরিচলনের অগ্রগামী[২২] এবং নাফিসিয়ান শারীরস্থান,শারীরবৃত্ত এর প্রতিষ্ঠাতা,[২৩] পালসোলজি এবং স্পাইগমোলজি[২৪]
- কামাল আল-দীন আল ফারসি
- ইবনে আল-খতিব (১৩১৩-১৩৭৪)
- মনসুর ইবন ইলিয়াস
- ফ্রেডেরিক আকবর মাহোমেদ (মৃঃ ১৮৮৪), হাইপারটেনশন এবং ক্লিনিকাল ট্রায়াল এর গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন[২৫]
- সঘির আখতার - ফার্মাসিস্ট
- সানিয়া নিশতার পাকিস্তানি কার্ডিওলোজিস্ট , লেখক ও কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করেন।
- টফি মুভিভান্ড
- মুহাম্মদ বি ইউনুস, " আধুনিক ফাইব্রোমালজিয়া দর্শনের জনক"[২৬]
- শেখ মুজাফফর শুকর, মহাশূন্যে জৈবপদার্থ গবেষণা এর অগ্রদূত[২৭][২৮]
- আগা (হাকিম) মুহাম্মদ বাকির, ইউনানী ঔষধের প্রধান, প্রধান চিকিৎসক মহারাজা,কাশ্মীর[২৯][৩০]
- হাকিম মুহাম্মদ সাঈদ - ইউনানী বিশেষজ্ঞ, লেখক।
- হাকিম সৈয়দ জিল্লুর রহমান - ইউনানী ঔষধ বিশেষজ্ঞ লেখক এবং বনে সিনা একাডেমীর প্রতিষ্ঠাতা
- ইব্রাহিম বি সৈয়দ - রেডিওলজিস্ট
- সৈয়দ জিয়াউর রহমান - বিশেষজ্ঞ ফার্মাকোলজি
- নিজাম পিয়ারওয়ানী
- হাসনাত খান
Remove ads
তথ্যসূত্র
উৎস
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads