শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

লাল-সবুজ ম্যাকাও

পাখির প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লাল-সবুজ ম্যাকাও
Remove ads

এক ধরনের ম্যাকাও পাখি। এর রঙ লাল, সবুজ ও আকাশী

দ্রুত তথ্য লাল-সবুজ ম্যাকাও, সংরক্ষণ অবস্থা ...
Remove ads

বর্ণনা

এটি একটি তোতা জাতীয় পাখি। এটি এক ধরনের ম্যাকাও পাখি। এর গায়ের বর্ণ খুবই সুন্দর। এর গায়ের রঙ এর সাথে বাংলাদেশের পতাকার রঙ এর মিল আছে। এর গায়ের রঙ মুলত লাল। এছাড়াও সবুজ ও নীল (আকাশী) পালকও আছে। এটি লম্বায় ৯০-৯৫ সে.মি. লম্বা ও ওজনে ১.১-১.৮ কেজি পর্যন্ত হয়।

বাসস্থান ও প্রাপ্তিস্থান

দক্ষিণ আমেরিকার আমাজন বনে এদের বাস। মুলত ভেনিজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, পেরু ইত্যাদি দেশে এদের প্রাকৃতিক ভাবে দেখতে পাওয়া যায়। পৃথিবীরর বিভিন্ন দেশের চিড়িয়াখানায় ও সাফারি পার্কেও এদের দেখতে পাওয়া যায়। বাংলাদেশ এ একমাত্র বঙ্গবন্ধু সাফারি পার্ক,গাজীপুর এ এদের দেখা মেলে।

খাদ্য

এরা সাধারণত তৃণভোজী। ফল ও বাদাম জাতীয় খাবার খায়। এছাড়াও সূর্যমুখী ফুলের বীজ, হেম্প বীজ ইত্যাদি খেয়ে থাকে।

প্রজনন

লাল সবুজ ম্যাকাও পাখি তার বিপরীত লিঙ্গীয় সঙ্গীকে নিয়ে সারাজীবন একত্রে থাকে। মৃত গাছে এদের বাসা থাকে। স্ত্রী পাখিটি সচরাচর দুই থেকে তিনটি ডিম পেড়ে থাকে। প্রায় ২৮-৩০ দিন স্ত্রী পাখিটি ডিমে তা দেয়। একটি বাচ্চা প্রভাব বিস্তার করে অধিকাংশ আহার গ্রহণ করে। প্রায় ৯০ দিন পর বাচ্চাগুলো বাসা ত্যাগ করে।

ছবিঘর

আরও পড়ুন

ব্লু গোল্ড ম্যাকাও

টিয়া

কাকাতুয়া

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads