শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সাতকানিয়া

বাংলাদেশের মানব বসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সাতকানিয়াmap
Remove ads

সাতকানিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি সাতকানিয়া উপজেলার সদর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার ষষ্ঠতম জনবহুল এবং সাতকানিয়া উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৫০.৫ কি.মি.[] দূরত্বে সাতকানিয়া শহর অবস্থিত ।

দ্রুত তথ্য সাতকানিয়া, দেশ ...
Remove ads

জনসংখ্যা

বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী সাতকানিয়া শহরের মোট জনসংখ্যা ৫৪,৩৪৯ জন যার মধ্যে ২৫,৫২০ জন পুরুষ এবং ২৮,৮২৯ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৮৯। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ১০২৭১ টি।[]

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.১০০০৩২° উত্তর ৯২.০৮১২২৯° পূর্ব / 22.100032; 92.081229। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৮ মিটার[]

প্রশাসন

১৯৯৮ সালে সাতকানিয়া শহরের নাগরিকর পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে সাতকানিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১০টি মহল্লায় বিভক্ত । ১৮.১৮ বর্গ কি.মি. আয়তনের সাতকানিয়া শহরের ১২.৫১ বর্গ কি.মি. এলাকা সাতকানিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সাতকানিয়া শহরের স্বাক্ষরতার হার শতকরা ৫৯.৮ ভাগ।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads