শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ২০১২ বিপিএল বাংলাদেশে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর। ২০১২ খ্রিষ্টাব্দে প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটি আয়োজন করে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম বিপিএল উদ্বোধন হয়। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকায় উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ১০ ফেব্রুয়ারি ২০১২ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত এই প্রতিযোগিতায় ৩৩টি টি২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যার ২৫টি ঢাকায়, আর বাকি ৮টি হয় চট্টগ্রামে। ২৯ ফেব্রুয়ারি ঢাকায় ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয় বিপিএল এর প্রথম আসর। প্রতিযোগিতায় জয়ী হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং রানার্স আপ হয় বরিশাল বার্নার্স।
Remove ads
খেলোয়াড় নিলাম
এই আয়োজনে বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় ভাড়া করে আনা হয়। এর মধ্যে রয়েছেন পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডসহ অন্যান্য দেশের খেলোয়াড়বৃন্দ।
আইকন খেলোয়াড়সমূহ
- মোহাম্মদ আশরাফুল (ঢাকা গ্ল্যাডিয়েটরস)
- তামিম ইকবাল (চিটাগং কিংস)
- মুশফিকুর রহিম (দুরন্ত রাজশাহী)
- সাকিব আল হাসান (খুলনা রয়েল বেঙ্গলস)
- শাহরিয়ার নাফিস (বরিশাল বার্নার্স)
- অলোক কাপালি (সিলেট রয়্যালস)
বিপিলের মাঠসমূহ
২০১২ বিপিএলে ঢাকা ও চট্টগ্রামের মাঠে খেলা হয়।
দলগুলোর পারফরমেন্স
গ্রুপ পর্ব
- টীকা: ম্যাচের সারাংশ দেখার জন্য ফলাফলের উপর ক্লিক করুন।
Remove ads
সময়সূচী
গ্রুপ পর্ব
সিলেট রয়্যালস ১৬৫/৪ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১৬৭/০ (১৩.১ ওভার) |
ক্রিস গেইল ১০১* (৪৪) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
চিটাগং কিংস ২০৬/৪ (২০ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১৫৩ (১৯.৫ ওভার) |
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৭৫/৫ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৫৬/৭ (২০ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
বরিশাল বার্নার্স ১৮০/২ (২০ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১৫৮/৯ (২০ ওভার) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৭১/৩ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ১৭৪/৪ (১৯.১ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
সিলেট রয়্যালস ১২৪ (১৯.৫ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১২৬/৩ (১৮.২ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
বরিশাল বার্নার্স ১২৫ (২০ ওভার) |
ব |
খুলনা রয়েল বেঙ্গলস ১৩১/৩ (১৭.২ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
চিটাগং কিংস ১৫৩/৬ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৫৬/৪ (১৯ ওভার) |
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
দুরন্ত রাজশাহী ১৭১/৮ (২০ ওভার) |
ব |
সিলেট রয়্যালস ১৫৫/৪ (২০ ওভার) |
- দুরন্ত রাজশাহী টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০৮/৫ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১৮৭/৫ (২০ ওভার) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
সিলেট রয়্যালস ১৫২/৪ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ১৫৪/৩ (১৭.৩ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৪৫/৭ (২০ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১৪৬/৪ (১৯.১ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
বরিশাল বার্নার্স ১২৫/৬ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ১২৬/২ (১২.৪ ওভার) |
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
দুরন্ত রাজশাহী ১৪৪/৯ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৩০/৭ (২০ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৭১/৬ (২০ ওভার) |
ব |
সিলেট রয়্যালস ১৬৯/৮ (২০ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
দুরন্ত রাজশাহী ১২৬/৬ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ১১৭/৯ (২০ ওভার) |
- দুরন্ত রাজশাহী টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৪০/৮ (২০ ওভার) |
ব |
খুলনা রয়েল বেঙ্গলস ১৪১/৩ (১৬.৪ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
সিলেট রয়্যালস ১২০/৭ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১২১/১ (১৩.২ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
বরিশাল বার্নার্স ১৯২/৩ (২০ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১৯৩/১ (১৭.১ ওভার) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৩৭/৬ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ৯৩ (১৮.১ ওভার) |
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
সিলেট রয়্যালস ১২৮/৭ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৩২/২ (১২.৫ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৬১/৭ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১৬২/৬ (১৯.৩ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
চিটাগং কিংস ১২০/৬ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১০৭/৯ (২০ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
দুরন্ত রাজশাহী ১২৪/৯ (২০ ওভার) |
ব |
সিলেট রয়্যালস ১২৫/১ (১৬.৩ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
- উপস্থিতি: ২১,২৪০
বরিশাল বার্নার্স ১৫৬/৬ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৬০/৫ (১৮.২ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
সিলেট রয়্যালস ১৬৫/৩ (২০ ওভার) |
ব |
চিটাগং কিংস ১৩০/৮ (২০ ওভার) |
- চিটাগং কিংস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১০৬ (১৯.৫ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১১০/২ (১৪.১ ওভার) |
- খুলনা রয়েল বেঙ্গলস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
চিটাগং কিংস ১৫০/৯ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১৫১/৫ (১৫ ওভার) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১১৬ (১৮.২ ওভার) |
ব |
দুরন্ত রাজশাহী ১২০/৭ (১৯.৩ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৮৬/২ (২০ ওভার) |
ব |
সিলেট রয়্যালস ১১৭ (১৬ ওভার) |
- সিলেট রয়্যালস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
Remove ads
নক-আউট পর্ব
সারাংশ
প্রসঙ্গ
গ্রুপ পর্ব শেষে বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের মধ্যে কোন দল সেমি-ফাইনালে যাবে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। গ্রুপের খেলা শেষে দুই দলের পয়েন্ট সমান হওয়ায় টিভি সম্প্রচারকারী দুই দলের রানের গড়ে উপর ভিত্তি করে প্রচার করে যে বরিশাল বার্নার্স সেমি-ফাইনালে যাবে। কিন্তু পরে দিন ২৭ ফেব্রুয়ারি ২০১২ বাংলাদেশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল কর্মকর্তাগণ নিশ্চিত করে যে হেড-টু-হেড রেকর্ডের উপর ভিত্তি করে চিটাগং কিংস সেমি-ফাইনালে যাবে। এরপর দিন অফিসিয়ালগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং রানের গড়ের উপর ভিত্তি করে ৪র্থ দল হিসাবে চিটাগং কিংসের পরিবর্তে বরিশাল বার্নার্সের নাম ঘোষণা করে।
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||
১ | দুরন্ত রাজশাহী | ১৮৪/৬ | ||||||
৪ | বরিশাল বার্নার্স | ১৮৯/২ | ||||||
৪ | বরিশাল বার্নার্স | ১৪০/৭ | ||||||
৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১৪৪/২ | ||||||
৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | ১৯১/৪ | ||||||
২ | খুলনা রয়েল বেঙ্গলস | ১৮২/৭ |
সেমি-ফাইনাল
দুরন্ত রাজশাহী ১৮৪/৬ (২০ ওভার) |
ব |
বরিশাল বার্নার্স ১৮৯/২ (১৬ ওভার) |
- বরিশাল বার্নার্স টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
খুলনা রয়েল বেঙ্গলস ১৮২/৭ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৯১/৪ (২০ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ব্যাট করার সিন্ধান্ত নেয়।
ফাইনাল
বরিশাল বার্নার্স ১৪০/৭ (২০ ওভার) |
ব |
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১৪৪/২ (১৫.৪ ওভার) |
- ঢাকা গ্ল্যাডিয়েটরস টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়।
Remove ads
পরিসংখ্যান
সারাংশ
প্রসঙ্গ
দলীয় সর্বোচ্চ রান
নিম্নলিখিত টেবিলটি এই আসরের দলীয় সর্বোচ্চ রানের তালিকা (পাঁচটি)।
সর্বশেষ হালনাগাদ ২১ জানুয়ারি ২০১৩।
সর্বাধিক রান
নিম্নলিখিত টেবিলটি এই আসরের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকা।
- ব্যক্তিগত সর্বোচ্চ রান
ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল বরিশাল বার্নার্সের পক্ষে ১৪ ফেব্রুয়ারি, ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এ প্রতিযোগিতায় এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১১৬ রান করেন।[১]
সর্বোচ্চ উইকেট
- ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস), ১৭
- মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী), ১৭
- সাকিব আল হাসান (খুলনা রয়েল বেঙ্গলস), ১৫
- এনামুল হক জুনিয়র (চিটাগং কিংস), ১৩
- সোহেল তানভির (সিলেট রয়্যালস), ১৩
Remove ads
আরো দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads