শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
Remove ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর প্রধান সদর দফতর। বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন। বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা, খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনা ও ক্রিকেট খেলার মানোন্নয়ন বৃদ্ধি ঘটানোসহ জাতীয় দল নির্বাচনে প্রধান ভূমিকা রাখছে এ সংস্থাটি। এছাড়াও, দলের পৃষ্ঠপোষকতার বিষয়েও বোর্ড দায়বদ্ধ।

দ্রুত তথ্য ক্রীড়া, সংক্ষেপে ...
Thumb
বিসিবি কার্যালয়ের দেয়ালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো
Remove ads

ইতিহাস

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল।[] ১৯৭৬ সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়।[] জানুয়ারি, ২০০৭ সালে বোর্ড কর্তৃপক্ষ ‘কন্ট্রোল’ শব্দটি বিলুপ্ত করে।[] বাংলাদেশ সরকার বিসিবি’র সভাপতি নিয়োগ করে থাকেন।[]

সভাপতিগণ

সারাংশ
প্রসঙ্গ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিগণের তালিকা:[][]

আরও তথ্য নং, নাম (জন্ম–মৃত্যু) ...
Remove ads

কার্যাবলি

২০০৬ সালে বিসিবি কর্তৃপক্ষ কিশোর ও অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করে।[] জাতীয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করা হয় ও ম্যাচ ফি প্রদান করা হয়। ২০০৫ সালে প্রতি টেস্টে মাথাপিছু $১,০০০ মার্কিন ডলার ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য $৫০০ মার্কিন ডলার প্রদান করে।[১০] দারাজ বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের মূল পৃষ্ঠপোষক হিসেবে এবং হাংরিনাকি কিট পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

২০১৪ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা পায়।[১১] উল্লেখ্য যে, ২০১১ সালে ভারতশ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় যৌথভাবে স্বাগতিক দেশ মনোনীত হয়েছিল এবং সফলভাবে খেলা পরিচালনা করে।

ঘরোয়া প্রতিযোগিতাসমূহ

মাঠসমূহ

ওডিআই এবং টেস্ট
  1. শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
  2. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
  3. এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
  4. খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ
  5. শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
  6. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
  7. শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়াম, বগুড়া
  8. হাজী মোহাম্মদ দানেশ ক্রিকেট স্টেডিয়াম, দিনাজপুর
সাবেক মাঠসমূহ
  1. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মতিঝিল, ঢাকা
  2. খায়রুল আলম রাফি স্টেডিয়াম, ঢাকা
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads