শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৬
বছর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৬ একটি অধিবর্ষ, যেটি শুক্রবার দিয়ে শুরু হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি সাধারণ যুগ এবং অ্যানো ডোমিনির ২০১৬তম বছর; ৩য় সহস্রাব্দ এবং ২১শ শতাব্দীর ১৬তম বছর; এবং ২০১০-এর দশকের সপ্তম বছর।

উইকিমিডিয়া কমন্সে ২০১৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
Remove ads
ঘটনাবলী
জানুয়ারি
- ২৮ জানুয়ারি - বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জিকা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কিত বিবৃতি প্রকাশ।
ফেব্রুয়ারি
- ১১ ফেব্রুয়ারি - বিজ্ঞানীরা আলবার্ট আইনস্টাইন কর্তৃক তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে উল্লেখিত মহাকর্ষীয় তরঙ্গ প্রথমবারের মত শনাক্ত করতে সমর্থ হয়।
আগস্ট
- ৪ আগস্ট - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
- ৫ আগস্ট - গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়।
নভেম্বর

- ১৪ নভেম্বর - পৃথিবীর আকাশে সুপারমুন দেখা যায়।
অজানা তারিখ
Remove ads
জন্ম
মৃত্যু
জানুয়ারি
- ২ জানুয়ারি - অর্ধেন্দুভূষণ বর্ধন, ভারতীয় রাজনীতিবিদ (জন্ম: ১৯২৪)
- ৭ জানুয়ারি - মু্ফতি মুহাম্মদ সাঈদ, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী (জন্ম: ১৯৩৬)[১]
- ১০ জানুয়ারি - ডেভিড বোয়ি, ইংরেজ সঙ্গীতশিল্পী এবং অভিনেতা (জন্ম: ১৯৪৭)
- ১৩ জানুয়ারি - জে এফ আর জ্যাকব, ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা (জন্ম: ১৯২৩)
- ১৬ জানুয়ারি - আনন্দ চন্দ্র দত্ত, ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী (জন্ম: ১৯২৩)
- ২২ জানুয়ারি - খন্দকার নুরুল আলম, বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও সুরকার (জন্ম: ১৯৩৯)
- ২৪ জানুয়ারি - মার্ভিন মিন্সকি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী (জন্ম: ১৯২৭)
- ২৬ জানুয়ারি - সাহেবজাদা ইয়াকুব খান, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী (জন্ম: ১৯২০)
ফেব্রুয়ারি
- ১ ফেব্রুয়ারি - ইসরার আলী, সাবেক পাকিস্তানি ক্রিকেটার (জন্ম: ১৯২৭)
- ৯ ফেব্রুয়ারি - সুশীল কৈরালা, নেপালের ৩৭তম প্রধানমন্ত্রী (জন্ম: ১৯৩৯)
- ১৩ ফেব্রুয়ারি - রবিন ঘোষ, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক (জন্ম: ১৯৩৯)
- ১৬ ফেব্রুয়ারি - বুত্রোস বুত্রোস গালি, মিশরীয় কূটনীতিবিদ ও জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব (জন্ম: ১৯২২)
- ১৭ ফেব্রুয়ারি -
- অ্যান্ডি গ্যানটিউম, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার (জন্ম: ১৯২১)
- মুহাম্মাদ হাসনাইন হাইকল, মিশরীয় সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ (জন্ম: ১৯২৩)
- ১৮ ফেব্রুয়ারি - হাফিজ পাটেল, ইসলামি ব্যক্তিত্ব
- ১৯ ফেব্রুয়ারি - উমবের্তো একো, ইতালীয় সাহিত্যিক, দার্শনিক এবং সংকেত বিশ্লেষক (জন্ম: ১৯৩২)
- ২৪ ফেব্রুয়ারি - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি পুরাতাত্ত্বিক ও গবেষক (জন্ম: ১৯১৮)
- ২৫ ফেব্রুয়ারি - এনামুল হক মোস্তফা শহীদ, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী (জন্ম: ১৯৩৮)
মার্চ
- ৩ মার্চ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার (জন্ম: ১৯৬২)
- ৪ মার্চ - পূর্ণ অ্যাজিটক সাংমা, ভারতীয় রাজনীতিবিদ (জন্ম: ১৯৪৭)
- ৫ মার্চ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার (জন্ম: ১৯৪১)
- ৬ মার্চ - ন্যান্সি রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি (জন্ম: ১৯২১)
- ৭ মার্চ - খালিদ মাহমুদ মিঠু, বাংলাদেশি চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা (জন্ম: ১৯৬০)
- ১২ মার্চ -
- রফিক আজাদ, বাংলাদেশি কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক (জন্ম: ১৯৪১)
- লয়েড শ্যাপলে, নোবেল বিজয়ী মার্কিন গণিত ও অর্থনীতিবিদ (জন্ম: ১৯২৩)
- ২০ মার্চ - পারভীন সুলতানা দিতি, বাংলাদেশি অভিনেত্রী (জন্ম: ১৯৬৫)
- ২৪ মার্চ - ইয়োহান ক্রুইফ, ডাচ ফুটবল খেলোয়াড় ও কোচ (জন্ম: ১৯৪৭)
- ৩১ মার্চ - ইমরে কার্তেজ, নোবেল বিজয়ী হাঙ্গেরীয় লেখক (জন্ম: ১৯২৯)
এপ্রিল
- ৪ এপ্রিল - শহীদুল ইসলাম খোকন, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক (জন্ম: ১৯৫৭)
- ১৯ এপ্রিল - ওয়াল্টার কোন, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী (জন্ম: ১৯২৩)
- ২১ এপ্রিল - প্রিন্স রজার নেলসন, মার্কিন সঙ্গীতশিল্পী (জন্ম: ১৯৫৮)
মে
- ৫ মে - মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার
- ১১ মে -
- মতিউর রহমান নিজামী, বাংলাদেশের সাবেক রাজনীতিবীদ ও ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত (জন্ম: ১৯৪৩) [২]
- টনি কোজিয়ার, বার্বাডিয়ান ক্রিকেট সাংবাদিক ও লেখক (জন্ম: ১৯৪০)
- ২৩ মে - নূরজাহান বেগম, বাংলাদেশি সাংবাদিক এবং সাহিত্যিক (জন্ম: ১৯২৫)
- ২৪ মে - খালেদা একরাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য (জন্ম: ১৯৫০)
জুন
- ৩ জুন - মুহাম্মদ আলী, মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা (জন্ম: ১৯৪২)
- ৫ জুন - মনোহর আইচ, ভারতীয় বডিবিল্ডার (জন্ম: ১৯১২)
- ৬ জুন - ভিক্টর কর্চনই, রাশিয়ান বংশদ্ভুত সুইস গ্র্যান্ডমাস্টার দাবাড়ু (জন্ম: ১৯৩১)
- ১১ জুন - ডোনাল্ড কার, সাবেক ইংরেজ ক্রিকেটার (জন্ম: ১৯২৬)
- ১৩ জুন - মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, বাংলাদেশি শিক্ষাবিদ (জন্ম: ১৯৩৫)
- ২২ জুন -
- সমীর রায়চৌধুরী, ভারতীয় বাঙালি সাহিত্যিক (জন্ম: ১৯৩৩)
- আমজাদ ফরিদ সাবরি, পাকিস্তানি সুফি সঙ্গীতশিল্পী (জন্ম: ১৯৭৬)
জুলাই
- ৪ জুলাই - আব্বাস কিয়রোস্তামি, ইরানি চলচ্চিত্র পরিচালক (জন্ম: ১৯৪০)
- ৮ জুলাই - আবদুল সাত্তার ইধি, পাকিস্তানি জনহিতৈষী, সমাজসেবী ও মানবতাবাদি (জন্ম: ১৯২৬)
- ১৮ জুলাই - মুবারক বেগম, ভারতীয় সঙ্গীতশিল্পী (জন্ম: ১৯৩৫)
- ২৮ জুলাই - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী (জন্ম: ১৯২৬)
আগস্ট
- ১১ আগস্ট - হানিফ মোহাম্মদ, সাবেক পাকিস্তানি ক্রিকেটার (জন্ম: ১৯৩৪)
- ১৬ আগস্ট - জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া কর্মকর্তা ছিলেন (জন্ম: ১৯১৬)
- ১৯ আগস্ট -
- ডোনাল্ড হেণ্ডারসন, মার্কিন চিকিৎসক (জন্ম: ১৯২৮)
- সুব্রত ব্যানার্জী, সাবেক ভারতীয় ক্রিকেট আম্পায়ার (জন্ম: ১৯৪৫)
- ২৫ আগস্ট - জেমস ক্রোনিন, নোবেল বিজয়ী মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী (জন্ম: ১৯৩১)
- ২৮ আগস্ট - শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও লেখক (জন্ম: ১৯৪২)
সেপ্টেম্বর
- ১ সেপ্টেম্বর - লেন মাডকস, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার (জন্ম: ১৯২৬)
- ২ সেপ্টেম্বর - ইসলাম করিমভ, উজবেকিস্তানের রাষ্ট্রপতি (জন্ম: ১৯৩৮)
- ৩ সেপ্টেম্বর -
- মীর কাসেম আলী, বাংলাদেশের সাবেক রাজনীতিবীদ ও ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী (জন্ম: ১৯৫২)
- রতনতনু ঘোষ, বাংলাদেশি সাহিত্যিক (জন্ম: ১৯৬৪)
- ৫ সেপ্টেম্বর - লিন্ডসে টাকেট, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার (জন্ম: ১৯১৯)
- ৭ সেপ্টেম্বর - কেন হিগস, সাবেক ইংরেজ ক্রিকেটার (জন্ম: ১৯৩৭)
- ১৬ সেপ্টেম্বর - কার্লো আজেলিও চিয়াম্পি, ইতালির সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (জন্ম: ১৯২০)
- ২৭ সেপ্টেম্বর - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি সাহিত্যিক (জন্ম: ১৯৩৫)
- ২৮ সেপ্টেম্বর -
- শিমন পেরেজ, ইসরায়েলের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (জন্ম: ১৯২৩)
- ম্যাক্স ওয়াকার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার (জন্ম: ১৯৪৮)
অক্টোবর
- ৮ অক্টোবর - জন গ্লিসন, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার (জন্ম: ১৯৩৮)
- ১৩ অক্টোবর - ভূমিবল অতুল্যতেজ, থাইল্যান্ডের রাজা (জন্ম: ১৯২৭)
- ২০ অক্টোবর - জুনকো তাবেই, জাপানি পর্বতারোহী ও প্রথম এভারেস্ট জয়ী নারী (জন্ম: ১৯৩৯)
- ২২ অক্টোবর - হেমায়েত উদ্দিন, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা (জন্ম: ১৯৪১)
- ২৫ অক্টোবর - কার্লোস আলবার্তো তোরেস, সাবেক ব্রাজিলীয় ফুটবলার (জন্ম: ১৯৪৪)
নভেম্বর
- ৫ নভেম্বর - এম আর খান, বাংলাদেশি চিকিৎসক (জন্ম: ১৯২৮)
- ৭ নভেম্বর - লিওনার্ড কোহেন, কানাডীয় সঙ্গীতশিল্পী ও কবি (জন্ম: ১৯৩৪)
- ২৫ নভেম্বর -
- ফিদেল কাস্ত্রো, কিউবার সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি (জন্ম: ১৯২৬)
- ট্রেভর গডার্ড, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার (জন্ম: ১৯৩১)
ডিসেম্বর
- ৫ ডিসেম্বর - জয়ললিতা জয়রাম, ভারতীয় রাজনীতিবিদ (জন্ম: ১৯৪৮)
- ৭ ডিসেম্বর - জুনায়েদ জামশেদ, বিশ্ববিখ্যাত পাকিস্তানি পপ তারকা, পরবর্তীকালে ইসলাম ধর্ম প্রচারক (জন্ম: ১৯৬৪) [৩]
- ১৩ ডিসেম্বর - টমাস শেলিং, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ (জন্ম: ১৯২১)
- ২১ ডিসেম্বর -
- আবদুল গফুর হালী, বাংলাদেশি গীতিকার, সুরকার ও লোকশিল্পী (জন্ম: ১৯২৯)
- সিডনি ডেভিড ড্রেল, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী (জন্ম: ১৯২৬)
- ২৫ ডিসেম্বর - জর্জ মাইকেল, ব্রিটিশ গায়ক (জন্ম: ১৯৬৩)[৪]
Remove ads
নোবেল পুরস্কার

তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads