শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ইংরেজি: Asian Cricket Council) ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ক্রিকেটের একটি সংগঠনবিশেষ। এশিয়ার ক্রীড়াঙ্গনে ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। একটি আঞ্চলিক প্রশাসনিক সংগঠনের সদস্যদের নিয়ে এটি গঠিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। বর্তমানে ৪৩টি সহযোগী সদস্য রয়েছে। শাম্মী সিলভা হচ্ছেন বর্তমান এসিসির সভাপতি।
Remove ads
ইতিহাস
এসিসি'র প্রথম সদর দপ্তর ছিল কুয়ালালামপুর, মালয়েশিয়া। মূলক কাউন্সিলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালের এশিয়ান ক্রিকেট কনফারেন্স নামে। ১৯৯৫ সালে এর নাম পরিবর্তন করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল হিসাবে। ২০০৩ সাল পর্যন্ত এর সদর দপ্তর আবর্তিত হতো এর সভাপতি ও সেক্রেটারীর আবাস দেশের ভিত্তিতে। সংস্থাটির বর্তমান সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাপন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'রও সভাপতির দায়িত্ব পালন করছেন। সংস্থাটি খেলার মানোন্নয়ন সম্পর্কিত কিছু প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, যেমন সহকারী কোচ, আম্পায়ার, খেলাখালীন চিকিৎসা ও ঔষধ - কেবল মাত্র সদস্য দেশগুলোর মধ্যে এবং এর অর্থ যোগান আসে কাউন্সিলের আওতাভূক্ত সকল ক্রিকেট প্রতিযোগিতা- যেমন এশিয়া কাপ, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ, এসিসি ট্রফি এবং অন্যান্য প্রতিযোগিতার টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব বিক্রির মাধ্যমে।
বর্তমান এসিসির সদর দপ্তর হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কা, যা অফিসিয়ালি ২০ আগস্ট ২০১৬ এ খোলা হয়েছিল।[১]
Remove ads
মানচিত্র

আইসিসির পূর্ণ সদস্য (৫)
ওডিআই মর্যাদাপ্রাপ্ত আইসিসির সহযোগী সদস্য দেশসমূহ (৩)
আইসিসির সহযোগী সদস্য দেশসমূহ (১৩)
আইসিসির সদস্য নয়, কিন্তু এসিসির সদস্য দেশসমূহ (৩)
সাবেক আইসিসি সদস্য (১)
সাবেক এসিসি সদস্য, বর্তমানে ইএপির সদস্য (৩) – পাপুয়া নিউ গিনি এবং ফিজি দেখা যাবে না।
আইসিসির সদস্য প্রতিবেশী সংস্থা
সদস্য নয়
Remove ads
সদস্য
সারাংশ
প্রসঙ্গ
কাউন্সিলটি গঠন করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর ১৯৮৩, নয়া দিল্লী, ভারতে। যেখানে মূল সদস্য ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এসিসির সহযোগীরা দুটি শ্রেণীতে বিভক্ত, আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্যপদ মর্যাদা অনুযায়ী পূর্ণ ও সহযোগী সদস্য। আইসিসির সদস্যভুক্ত নয় এমন দেশ (কম্বোডিয়া, চাইনিজ তাইপেই এবং তাজিকিস্তান ২০১৪ পর্যন্ত আইসিসির সদস্য নয়) গুলোও সহযোগী সদস্য মর্যাদা পাবে। [২] ফিজি, জাপান, এবং পাপুয়া নিউগিনি পূর্ব এসিসি'র সদস্য ছিল কিন্তু পরে ১৯৯৬ সালে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠিত হওয়ার পরে তারা উক্ত অঞ্চলে যোগদান করে।[৩]
পূর্ণ সদস্য
বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশ
সহযোগী সদস্য
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সহযোগী সদস্য দেশসমূহ
আইসিসি'র সদস্য নয় এমন সদস্যদেশ
বর্তমানে আইসিসির সদস্য নয় এমন এসিসি সদস্য দেশসমূহ
সাবেক সদস্য বর্তমানে ইএপির অধিভুক্ত
এসিসির সাবেক সদস্য দেশসমূহ যারা বর্তমানে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-এর সদস্য।
সাবেক সদস্য
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সদস্য দেশ
Remove ads
কর্মকর্তাবৃন্দ
সারাংশ
প্রসঙ্গ
কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা
এসিসি কার্যনির্বাহী বোর্ডের সদস্যগণ [৪]
- হালনাগাদ: ৮ আগস্ট ২০১৯
অর্থ ও বিপণন কমিটি
ডেভেলপমেন্ট কমিটি
মানোন্নয়ন কমিটি
সহায়ক স্টাফ (আম্পায়ারিং)
Remove ads
সাবেক সভাপতিগণ
Remove ads
টুর্নামেন্ট
আন্তর্জাতিক মাঠ
এশিয়ার সমস্ত আন্তর্জাতিক মাঠের অবস্থান
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads