শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মূল-শ্রেণী উপাদান

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মূল-শ্রেণী উপাদান
Remove ads

রাসায়নবিদ্যা ও পরমাণু পদার্থবিজ্ঞানে প্রধান গোষ্ঠী বলতে এমন একটি গোষ্ঠী বোঝানো হয়, যেখানে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোरोন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনফ্লোরিন এর মতো হালকা মৌলগুলো অন্তর্ভুক্ত থাকে। এই মৌলগুলো পর্যায় সারণিতে যেভাবে সাজানো আছে, সেটি অনুসরণ করেই প্রধান গোষ্ঠী নির্ধারণ করা হয়। প্রধান গোষ্ঠীতে গোষ্ঠী ১ ও ২ (যেগুলোকে s-ব্লক বলা হয়), এবং গোষ্ঠী ১৩ থেকে ১৮ (যেগুলো p-ব্লক) ধরা হয়। হাইড্রোজেন অনেক সময় এতে অন্তর্ভুক্ত করা হয় না[তথ্যসূত্র প্রয়োজন]। s-ব্লকের মৌলগুলো সাধারণত একটি নির্দিষ্ট জারণ অবস্থায় থাকে। আর p-ব্লকের অনেক মৌলের একাধিক জারণ অবস্থা দেখা যায়, তবে সেগুলোর পার্থক্য প্রায়ই দুই একক করে হয়ে থাকে।

Thumb
রাসায়নিক মৌলগুলোর পর্যায় সারণি। কলামগুলোকে বলা হয় গোষ্ঠী। গোষ্ঠী ১, ২ ও ১৩ থেকে ১৮ পর্যন্তকে প্রধান গোষ্ঠী ধরা হয়। কখনও কখনও গোষ্ঠী ৩ ও ১২, আর নিচের দুটি সারিতে থাকা ল্যান্থানাইডঅ্যাক্টিনাইড গোষ্ঠীকেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

প্রধান গোষ্ঠীর মৌলগুলো (সাথে কিছু হালকা স্থানান্তর ধাতু) পৃথিবী, সৌরজগৎ এবং ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। গোষ্ঠী ১২-এর মৌলগুলোকে সাধারণভাবে স্থানান্তর ধাতু ধরা হলেও, জিঙ্ক (Zn), ক্যাডমিয়াম (Cd) ও পারদ (Hg)-এর বৈশিষ্ট্য প্রধান গোষ্ঠী ও স্থানান্তর ধাতু— দুই ধরনের সাথেই মেলে। তাই কিছু বিজ্ঞানীর মতে, এদের প্রধান গোষ্ঠীর মধ্যে রাখা যেতে পারে।[][]

কখনও কখনও গোষ্ঠী ৩-এর মৌল ও ল্যান্থানাইডঅ্যাক্টিনাইড গোষ্ঠীগুলোকেও প্রধান গোষ্ঠীতে ধরা হয়। কারণ, গোষ্ঠী ৩-এর বেশিরভাগ মৌল এবং অনেক ল্যান্থানাইড মৌল একটিমাত্র জারণ অবস্থায় থাকে ও খুবই তড়িৎ-ধনাত্মক হয়, যা গোষ্ঠী ১ ও ২-এর বৈশিষ্ট্যের সাথে মেলে। অ্যাক্টিনাইডদের অবস্থান কিছুটা বিতর্কিত হলেও, থোরিয়াম (Th) ও ইউরেনিয়াম (U)-এর মতো কিছু স্থিতিশীল মৌল প্রধান গোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে। থোরিয়ামের একটি নির্দিষ্ট জারণ অবস্থা (+৪) রয়েছে, আর ইউরেনিয়ামের দুটি প্রধান জারণ অবস্থা রয়েছে – +৪ ও +৬, যেগুলোর মধ্যে পার্থক্য দুই একক।[]

আগের নামকরণ অনুযায়ী, প্রধান গোষ্ঠীর মৌলগুলোকে IA, IIA এবং IIIB থেকে 0 (বা CAS অনুসারে IIIA থেকে VIIIA) গোষ্ঠী বলা হতো। গোষ্ঠী ১২-কে উভয় পদ্ধতিতেই IIB ধরা হয়। আর গোষ্ঠী ৩-কে পুরোনোভাবে IIIA (CAS অনুযায়ী IIIB) বলা হতো।

Remove ads

আরও দেখুন

  • পৃথিবীর ভূ-পৃষ্ঠে মৌলের প্রাচুর্য
  • প্রধান গোষ্ঠীর অর্গানো-ধাতব রসায়ন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads