শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
প্লাটিনাম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতীক Pt। এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ । এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু । প্রায় ইউরেনিয়াম, সিলভার, ইরিডিয়াম এর সাথে একে তুলনা করা হয়।

Remove ads
পারমাণবিক তথ্য
- এর পারমাণবিক ভর হলো ১৯৫.০৮৪(৯) গ্রাম/মোল
- প্লাটিনামের প্রতি শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যা ------ ২, ৮, ১৮, ৩২, ১৭, ১
- প্লাটিনাম এর দশা কঠিন ( অর্থাৎ, এটি হলো একটি কঠিন পদার্থ )
- সাধারণ তাপ ও চাপে এর ঘনত্ব ---- ২১.৪৫ গ্রাম/সেমি৩
ভৌত বৈশিষ্ট্য
প্লাটিনামের ঘনত্ব হলো ------ ২১.৪৫ গ্রাম/সেমি৩ অর্থাৎ এর প্রতি ঘন সেন্টিমিটারে ২১.৪৫ গ্রাম প্লাটিনাম আছে।
এছারাও এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন:
- গলনাংক ===== ১৭৬৮.৩ ডিগ্রি সেলসিয়াস বা ৩২১৪.৯ ডিগ্রি ফারেনহাইট বা ২০৪১.৪ কেলভিন ।
- এর গলানো বা তরল এর ঘনত্ব ---- ১৯.৭৭ গ্রাম/সেমি৩।
- প্লাটিনামের গলনের লীন তাপমাত্রা ---------- ২২.১৭ কেজি/মোল।
- স্ফুটনাংক ===== ৩৮২৫ ডিগ্রি সেলসিয়াস বা ৬৯১৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪০৯৮ কেলভিন ।
- বাস্পীভবনের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে লীন তাপমাত্রা ----------- ৪৬৯ কেজি/মোল
- এর তাপ ধারণ ক্ষমতা ======= ২৫ ডিগ্রি সেলসিয়াস।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads