শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আরবি লাইপৎসিশ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রাসেন বল স্পোর্ট লাইপৎসিশ (এছাড়াও আরবি লাইপৎসিশ নামে পরিচিত) হচ্ছে লাইপৎসিশ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ২০০৯ সালের ১৯শে মে তারিখে রেড বুল জিএমবিএইচ সংস্থাটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে; যা আট বছরের মধ্যে জার্মানির শীর্ষ স্তরের লীগ, বুন্দেসলিগায় অগ্রসর হওয়ার অভিপ্রায় নিয়ে পঞ্চম-স্তরের ক্লাব এসএসভি মারখানস্টেডের খেলার অধিকার কিনেছিল। পুরুষদের পেশাদার ফুটবল ক্লাবটি স্পিন-অফ সংস্থা রাসেনবলস্পোর্ট লাইপৎসিশ জিএমবিএইচ দ্বারা পরিচালিত হয়।[১] আরবি লাইপৎসিশ তাদের সকল হোম ম্যাচ লাইপৎসিশের রেড বুল এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪২,৯৫৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুলিয়ান নাগেলসমান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অলিভার মিনৎসলাফ। অস্ট্রীয় আক্রমণভাগের খেলোয়াড় মার্সেল সাবিৎসার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
২০০৯–১০-এর উদ্বোধনী মৌসুমে আরবি লাইপৎসিশ এনওএফভি-ওবারলিগা সুডের (পঞ্চম) উপর আধিপত্য বিস্তার করেছিলেন এবং তাকা রিজিওনাললিগা নর্ডে চ্যাম্পিয়ন হিসাবে পদোন্নতি লাভ করেছিল। আরবি লাইপৎসিশ ২০১২–১৩ রিজিওনাললিগা নর্ডে কোন পরাজয় ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ৩. লিগায় (তৃতীয়) উত্তীর্ণ হয়েছিল। ২০১৩–১৪ ৩. লিগায় রানার-আপ হওয়ার মাধ্যমে লীগ শেষ করেছিল। ২০১৬ সালের ৮ই মে তারিখে, আরবি লাইপৎসিশ কার্লসরুহার এসসিকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে ২০১৬–১৭ বুন্দেসলিগায় পদোন্নতি নিশ্চিত করেছিল।[২] এক বছর পরে, আরবি লাইপৎসিশ বুন্দেসলিগার রানার- আপ দল হিসেবে ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।[৩]
ঘরোয়া ফুটবলে, আরবি লাইপৎসিশ এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে।
Remove ads
সম্পর্কিত ক্লাব
নিম্নলিখিত ক্লাবগুলি পূর্বে বা বর্তমানে ক্লাবটির সাথে সম্পর্কিত রয়েছে:
এসএসভি মারখানস্টেড (২০০৯–১০)
ইএসভি ডেলিৎচ (২০১০–১১)
ফুটবল ক্লাব রেড বুল জালৎস্বুর্গ
নিউ ইয়র্ক রেড বুলস
রেড বুল ব্রাজিল
রেড বুল ব্রাগান্তিনো
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads