শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

টঙ্গী–মানিকগঞ্জ–পাটুরিয়া ঘাট রেলপথ

বাংলাদেশের প্রস্তাবিত রেলপথ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

টঙ্গী–মানিকগঞ্জ–পাটুরিয়া ঘাট রেলপথ[] মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট ও টঙ্গীর মধ্যকার যোগাযোগ স্থাপনকারী একটি প্রস্তাবিত রেলপথ।

দ্রুত তথ্য টঙ্গী–মানিকগঞ্জ–পাটুরিয়া ঘাট রেলপথ, সংক্ষিপ্ত বিবরণ ...
Remove ads

ইতিহাস

মানিকগঞ্জ জেলার বাসিন্দারা বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্থাপন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশ রেলওয়ে এই রেলপথ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয় এবং এই উদ্দেশ্যে বেশ কয়েকটি বৈঠক করে।[] ২০২১ সালে বাংলাদেশ সরকার এই রেলপথকে অগ্রাধিকার প্রকল্পে অন্তর্ভুক্ত করে।[] ২০২২ সালের এপ্রিলে প্রস্তাবিত প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের কাছে সুপারিশ করা হয়।[] রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই রেলপথ টঙ্গী থেকে শুরু হয়ে মানিকগঞ্জ জেলায় প্রবেশ করবে ও মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত যাবে। এছাড়া এই রেলপথের একটি শাখা কেরানীগঞ্জ উপজেলার নিমতলী হয়ে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে।[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads