শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
যোগানিয়া ইউনিয়ন
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
যোগানিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত একটি।[১][২]
Remove ads
Remove ads
অবস্থান ও সীমানা
নালিতাবাড়ী উপজেলার উত্তরে-নালিতাবাড়ী পৌরসভা, দক্ষিণে নকলা পূর্বে মরিচপুরান ইউনিয়ন, পশ্চিমে কলসপাড় উনিয়ন।
ইতিহাস
প্রশাসনিক এলাকা
ওয়াড নং | গ্রাম |
০১ | তালুকপাড়া, বাইটকামারী |
০২ | গড়াকুড়া, কুত্তামারা, ঘোড়ামারা |
০৩ | বাইটকামারী, দিকপাড়া, বফথুয়ারকান্দা |
০৪ | গেরামারা, নয়াপাড়া |
০৫ | চক যোগানিয়া, উজানগাঙ্গপাড়, ভাটিগাংপাড় |
০৬ | যোগানিয়া কান্দাপাড়া, আড়িলা |
০৭ | পঃকাপাশিয়া, জারুয়ারপার, উঃকাপাশিয়া |
০৮ | পুব কাপাশিয়া, জামিরাকান্দা, নামাছিটপাড়া |
০৯ | গোবিন্দনগর, নামাছিটপাড়া |
Share with :
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ২৯.৮৭ বর্গকিলোমিটার। জনসংখ্যা- ৩১,০০৬ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৩৩%।
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
- রাবার ড্যাম কাম ব্রিজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ আনছার আলী
ক্রম নং | নাম |
০১ | মোঃ আবুল কাশেম তালুকদার |
০২ | মোঃ আক্কাছ আলী |
০৩ | মোঃ আক্তারুজ্জামান |
০৪ | মোঃ মজিবর রহমান |
০৫ | মোঃ মোয়াজ্জেম হোসেন |
০৬ | মোঃ সালাউদ্দীন (ভারপ্রাপ্ত) |
০৬ | মোঃ হাবিবর রহমান হবু |
০৭ | মোঃ আনছার আলী |
Share with :
আরও দেখুন
- পোরাগাও ইউনিয়ন
- নালিতাবাড়ী উপজেলা
- শেরপুর জেলা
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads