অভিনবগুপ্ত একজন কাশ্মীরী দার্শনিক, রহস্যবাদীনন্দনতত্ত্ববিদ[3] এছাড়াও তিনি একজন প্রভাবশালী সঙ্গীতজ্ঞ, কবি, নাট্যকার, ব্যাখ্যাকার, ধর্মতত্ত্ববিদ ও যুক্তিবিদ হিসেবে বিবেচিত হন।[4][5] তিনি ভারতীয় সংস্কৃতির একজন বহুশাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন।[6][7]

দ্রুত তথ্য অভিনবগুপ্ত, ব্যক্তিগত তথ্য ...
অভিনবগুপ্ত
ব্যক্তিগত তথ্য
জন্ম
শঙ্কর

আনুমানিক ৯৫০ খ্রিস্টাব্দ[1][2]:২৭
মৃত্যুআনুমানিক ১০১৬ খ্রিস্টাব্দ[1][2]:২৭
মঙ্গম, কাশ্মীর
ধর্মহিন্দুধর্ম
ধর্মীয় মতবিশ্বাসকাশ্মীর শৈববাদ
উল্লেখযোগ্য কাজতন্ত্রলোক ইত্যাদি
যে জন্য পরিচিতকম্পনের মতবাদ (স্পন্দন)
ধর্মীয় জীবন
যাদের প্রভাবিত করেন
  • সম্ভুনাথ, লক্ষ্মণগুপ্ত, ভূতিরাজ
বন্ধ

অভিনবগুপ্ত পণ্ডিত ও অতীন্দ্রিয়বাদীদের কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যাদের পূর্বপুরুষরা কাশ্মীরের মহান রাজা ললিতাদিত্য মুক্তপিদা দ্বারা উজ্জয়িনী থেকে অভিবাসী হয়েছিলেন। তিনি তাঁর সময়ের দর্শন ও শিল্পের সমস্ত দর্শনগুলি পনের জনের মতো (বা তার বেশি) শিক্ষক ও গুরুদের নির্দেশনায় অধ্যয়ন করেছিলেন।[2]:৩৫ তার দীর্ঘ জীবনে তিনি ৩৫টিরও বেশি কাজ সম্পন্ন করেছেন, যার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত হল তন্ত্রলোক, কৌল ও ত্রিকা (আজকে কাশ্মীর শৈববাদ নামে পরিচিত) এর সমস্ত দার্শনিক ও ব্যবহারিক দিকগুলির উপর বিশ্বকোষীয় গ্রন্থ। তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল নন্দনতত্ত্বের দর্শনের ক্ষেত্রে তাঁর বিখ্যাত অভিনবভারতী ভাষ্য ভারত মুনির নাট্যশাস্ত্রের।[8]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.