ওয়াল্টার অ্যান্ড্রু ব্রেনান (ইংরেজি: Walter Andrew Brennan; ২৫ জুলাই ১৮৯৪ - ২১ সেপ্টেম্বর ১৯৭৪)[1] হলেন একজন মার্কিন অভিনেতা। তাকে চরিত্র অভিনেতা হিসেবে পর্দায় দেখা যেত এবং তিনি পশ্চিমাধাঁচের চলচ্চিত্রের পার্শ্ব চরিত্র, কমনীয় বা রাগান্বিত চরিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন।[2] তিনি ১৯৩৬, ১৯৩৮ ও ১৯৪০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে তিনটি একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি তিনটি একাডেমি পুরস্কার অর্জন করা মাত্র তিনজন অভিনয়শিল্পীর (বাকি দুজন হলেন জ্যাক নিকোলসনড্যানিয়েল ডে-লুইস) মধ্যে একজন।

দ্রুত তথ্য ওয়াল্টার ব্রেনান, জন্ম ...
ওয়াল্টার ব্রেনান
Walter Brennan
Thumb
১৯৫৮ সালে ব্রেনান
জন্ম
ওয়াল্টার অ্যান্ড্রু ব্রেনান

(১৮৯৪-০৭-২৫)২৫ জুলাই ১৮৯৪
লিন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুসেপ্টেম্বর ২১, ১৯৭৪(1974-09-21) (বয়স ৮০)
অক্সনার্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিস্যান ফার্নান্ডো মিশন সেমাট্রি, লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেতা, গায়ক
কর্মজীবন১৯২৫-১৯৭৪
দাম্পত্য সঙ্গীরুথ ওয়েলস (বি. ১৯২০)
সন্তান
পুরস্কারএকাডেমি পুরস্কার (৩টি)
বন্ধ

ম্যাসাচুসেট্‌সের লিনে জন্মগ্রহণকারী ব্রেনান চলচ্চিত্রের অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রথম মূল ভূমিকায় কাজের সুযোগ পান হাওয়ার্ড হক্‌সের বারবারি কস্ট (১৯৩৫) চলচ্চিত্রে। তিনি কাম অ্যান্ড গেট ইট (১৯৩৬), কেন্টাকি (১৯৩৮) ও দ্য ওয়েস্টার্নার (১৯৪০) ছবিতে অভিনয় করে তিনটি একাডেমি পুরস্কার অর্জন করেন।[3] এছাড়া তিনি সার্জেন্ট ইয়র্ক (১৯৪১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (১৯৪৪), মাই ডার্লিং ক্লেমেন্টিন (১৯৪৬), রেড রিভার (১৯৪৮), ও রিও ব্র্যাভো (১৯৫৯)।

প্রারম্ভিক জীবন

ব্রেনান ১৮৯৪ সালের ২৫শে জুলাই ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের লিন শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ম্যাসাচুসেটসের সোয়ামস্কটে।[4] তার পিতা উইলিয়াম জন ব্রেনান (২ সেপ্টেম্বর ১৮৬৮ - ১৭ আগস্ট ১৯৩৬) ছিলেন একজন প্রকৌশলী ও উদ্ভাবক এবং মাতা মার্গারেট এলিজাবেথ (জন্মনাম: ফ্ল্যানাগান, ৪ জুন ১৮৬৯ - ১ ফেব্রুয়ারি ১৯৫৫)। তাদের তিন সন্তানের মধ্যে ব্রেনান ছিলেন দ্বিতীয়। তার পিতামাতা দুজনেই আইরিশ বংশোদ্ভূত।[5] ব্রেনান কেমব্রিজের রিঞ্জ টেকনিক্যাল হাই স্কুলে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন।[6] বিদ্যালয়ে থাকাকালীনই ব্রেনান অভিনয়ের প্রতি আগ্রহী হন। ১৫ বছর বয়স থেকে তিনি ভডেভিলে অভিনয় শুরু করেন।

ব্যাংকে কেরানি হিসেবে কর্মরত অবস্থায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে ১০১তম ফিল্ড পদাতিক সৈন্য রেজিমেন্টে প্রাইভেট হিসেবে দায়িত্ব পালন করেন।[4][7] তিনি ফ্রান্সে দুই বছর ছিলেন।[8] সেখান গ্যাস নির্গত হওয়ায় তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তার পর্দা ট্রেডমার্ক ভিন্নধর্মী সুতীক্ষ্ণ ও উচ্চ-স্বরগ্রাম বিশিষ্ট কণ্ঠ রয়ে যায়, যা পরবর্তী দশক জুড়ে অনুকরণের জন্য তারকাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।[9]

যুদ্ধের পর তিনি বস্টনে একটি সংবাদপত্রে অর্থ সংক্রান্ত বিষয়ের প্রতিবেদক হিসেবে কাজ করেন।[10] তিনি গুয়াতেমালায় গিয়ে আনারস উৎপাদনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে থিতু হন। ১৯২০-এর দশকের শুরুতে তিনি আবাসন শিল্পে সমৃদ্ধি লাভ করেন, কিন্তু ১৯২৫ সালে আবাসন শিল্পে ধস নামলে উপার্জিত অধিকাংশ অর্থ হারান।[6]

পুরস্কার ও মনোনয়ন

আরও তথ্য বছর, পুরস্কার ...
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৩৬ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা কাম অ্যান্ড গেট ইট বিজয়ী [11]
১৯৩৮ কেন্টাকি বিজয়ী [12]
১৯৪০ দ্য ওয়েস্টার্নার বিজয়ী [13]
১৯৪১ সার্জেন্ট ইয়র্ক মনোনীত [14]
১৯৫৯ প্রাইমটাইম এমি পুরস্কার হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা দ্য রিয়াল ম্যাকয়স মনোনীত [15]
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.