শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আগ্রাবাদ
চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানার অন্তর্গত প্রধান বাণিজ্যিক এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আগ্রাবাদ বাংলাদশের চট্টগ্রাম জেলার বাণিজ্যিক এলাকা যা শহরের দক্ষিণ দিকে অবস্থিত।
চট্টগ্রাম শহরের অধিকাংশ সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানায় পরিচালিত বাণিজ্যিক-অবাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান-শাখা-বাণিজ্যিক কার্যালয়সমূহ এখানে অবস্থিত। দেশি-বিদেশি ব্যাংক-বীমা কোম্পানিসহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে অবস্থিত।
Remove ads
ইতিহাস
১৯৪৭ সালের পূর্বে আগ্রাবাদ মূলত একটি গ্রাম ছিলো। পরবর্তীতে ঔপনিবেশিক শাসনকাল শেষ হওয়ার পর ১৯৫০ সালের দিকে এ অঞ্চলের উন্নয়ন শুরু হয়। পরবর্তীতে আশির দশক থেকে এ এলাকায় নগরায়ন শুরু হয়।
আগ্রাবাদের উত্তরে চৌমুহনি, দক্ষিণে বারেক বিল্ডিং মোড়, পূর্বে মোগলটুলী, মাদারবাড়ি এবং পশ্চিমে হালিশহর অবস্থিত। বাদামতলী মোড়, আগ্রাবাদ সংযোগ সড়ক, শেখ মুজিব সড়ক, ইত্যাদি গুরুত্বপূর্ণ সড়ক আগ্রাবাদের সাথে সংযুক্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে স্ট্র্যান্ড রোড, সদরঘাট।
Remove ads
প্রতিষ্ঠান ও স্থাপনা
উল্লেখযোগ্য ভবনসমূহ





- কেন্দ্রীয় সরকারি কার্যভবন
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
- জীবন বীমা ভবন
- বাংলাদেশ কৃষি উন্নয়ন ভবন (বিএডিসি)
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
- বাংলাদেশ বেতার
- বিএসটিআই ভবন
- বিদ্যুৎ ভবন
- বিটিসিএল ভবন
- সড়ক ভবন
- ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম
- যমুনা ভবন
- আজিজ কোর্ট ইম্পেরিয়াল
সরকারি কলোনি
- ওয়াসা কলোনি
- গেজেটেড অফিসার্স কলোনি
- টি অ্যান্ড টি স্টোর কলোনি
- পোস্টাল অফিসার্স কলোনি[১]
- পি. টি. এন্ড টি. কলোনি
- বাংলাদেশ ব্যাংক কলোনি
- আগ্রাবাদ সিজিএস (মসজিদ) কলোনি (এছাড়াও চট্টগ্রাম গভর্নেমন্ট সার্ভিস কলোনি)
- হেলথ্ কলোনি
বিপণীকেন্দ্র
ধর্মীয় ভবন
- আগ্রাবাদ জামে মসজিদ
- আগ্রাবাদ সিজিএস কলোনি জামে মসজিদ
- আগ্রাবাদ টি এন্ড টি জামে মসজিদ
- পোস্টাল কলোনি জামে মসজিদ
- বাদামতলী জামে মসজিদ
- গেজেটেড অফিসার্স কলোনি জামে মসজিদ
- আবুল খায়ের চৌধুরী জামে মসজিদ
- ডেবারপাড় রেলওয়ে কলোনি জামে মসজিদ
- আগ্রাবাদ বহুতল কলোনি জামে মসজিদ
- সিডিএ মসজিদ
অন্যান্য
- আগ্রাবাদ কমিউনিটি সেন্টার
- গুলজার কনভেনশন সেন্টার
- আগ্রাবাদ কনভেনশন সেন্টার
- ক্লাসিক কনভেনশন সেন্টার
- সি ভিউ কমিউনিটি সেন্টার
- বনানী কমপ্লেক্স
- ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
- হোটেল আগ্রাবাদ[৪]
Remove ads
শিক্ষা
কলেজ
বিদ্যালয়
স্বাস্থ্য
- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল[৯]
গণমাধ্যম
দর্শনীয় স্থানসমূহ
জাতি-তাত্ত্বিক জাদুঘর

জাতি-তাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদে অবস্থিত বাংলাদেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর যা মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনপ্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী-অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত।[১০] এই জাদুঘরে বাংলাদেশের উপজাতীয় মানুষের ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে।[১১] এশিয়ায় মাত্র দুটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্যে এটি একটি।[১২]

Remove ads
অন্যান্য
আগ্রাবাদ অফিসার্স টেনিস ক্লাব

আগ্রাবাদ অফিসার্স টেনিস ক্লাব আগ্রাবাদের চট্টগ্রাম সরকারি কর্মচারী (সিজিএস) কলোনির প্রবেশদ্বারে পাশে আবস্থিত। ২০১২ সালে সিসিএল আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতায় এই ক্লাব বিজয়ী হয়।[১৩]
পরিবহন
আগ্রাবাদ সংযোগ সড়ক
আগ্রাবাদ সংযোগ সড়ক চট্টগ্রাম শহরের প্রধান সংযোগ সড়কগুলোর মধ্যে একটি।[১৪] এটি শহরের দক্ষিণে বাদামতলী মোড় হতে হালিশহর বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত। সড়কটি বেপারী পাড়া, শান্তিবাগ হয়ে হালিশহর বড়পোল মোড় পর্যন্ত এগিয়েছে।
ভগ্নী এলাকা
গ্যালারি
- যমুনা ভবন
- বনানী কমপ্লেক্স
- আগ্রাবাদ ডেবা
- আগ্রাবাদ ডেবা, উত্তর দিকের দৃশ্য
- কেন্দ্রীয় সরকারি কার্য ভবন
- উপর থেকে আগ্রাবাদের দৃশ্য
- সিএনএফ টাওয়ার থেকে পোস্টাল অফিসার্স কলোনির আন্তরীক্ষ দৃশ্য।
- আগ্রাবাদ থেকে নেয়া আকাশের একাংশ
- চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনী জামে মসজিদ।
- বিটিসিএল টাওয়ার
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads