শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬, বাংলাদেশে ৭ই মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করে।[১] নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে জয় লাভ করে। মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল।[২]
পূর্বের নির্বাচনের বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল[৩] কারণ তারা এরশাদের সামরিক সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিল না।[৪] তারা এটিকে অবৈধ ও অসাংবিধানিক মনে করত এবং এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা মানে তার শাসনকে বৈধতা দেওয়া হিসেবে আখ্যায়িত করে।[৫]
Remove ads
ফলাফল
- কিছু তথ্য
- মোট ভোট কেন্দ্র - ২৩,২৭৯
- মোট ভোটার - ৪,৭৮,৭৬,৯৭৯[৬]
- পুরুষ - ২,৫২,২৪,৩৮৫
- মহিলা - ২,২৬,৫২,৫৯৪
Remove ads
আরো দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads