শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
Remove ads

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ১৩তম আসর। প্রতিযোগিতাটির আয়োজক ছিল ভারত। এটি ২০২৩ সালের ৫ অক্টোবর শুরু হয় এবং ১৯ নভেম্বর শেষ হয়।[][] এটি হবে ভারতে আয়োজিত প্রতিযোগিতাটির চতুর্থ আসর।[] ২০১১ সালের আসরটি ছিল এর আগে ভারতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের সর্বশেষ আসর।[] ২০১৯ সালের আসরের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করা ইংল্যান্ড হলো এর আগের বিশ্বকাপের শিরোপাধারী দল।[][] প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়া বিজয়ী হয় এবং ষষ্ঠ শিরোপা অর্জন করে।

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
Remove ads

প্রেক্ষাপট

প্রাথমিকভাবে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল,[] কিন্তু পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়।[]

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিতে ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে ভ্রমণ না করার সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করে নেয়ার সম্ভাবনার কথা জানায়।[] পরবর্তীতে এশিয়া কাপ টুর্নামেন্টটি যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশীয় ক্রিকেট কাউন্সিল[১০]

Remove ads

দলসমূহ

সারাংশ
প্রসঙ্গ
Thumb
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া বর্ণনাকারী চিত্র
Thumb
  স্বাগতিক হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ
  ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাইে অংশগ্রহণ করেও বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ

টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে, যাদের মধ্যে স্বাগতিক দল হিসেবে সরাসরি টুর্নামেন্টে স্থান লাভ করা ভারতসহ আটটি দল উত্তীর্ণ হয় ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে।[১১] সুপার লিগে অংশগ্রহণকারী তেরোটি দলের মধ্যে অবশিষ্ট পাঁচটি দল অংশ নেয় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টে যেখানে আরও অংশগ্রহণ করে ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ টুর্নামেন্টের সেরা দুটি দল, এবং এ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সেরা দুটি দল মূল টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।[১২] এর আগের বিশ্বকাপ টুর্নামেন্টসমূহে সরাসরি অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য দলসমূহের র‍্যাংকিং ব্যবহার করা হলেও এ চক্রে সেটি পরিত্যাগ করা হয়।[১৩]

মূল টুর্নামেন্টে উত্তীর্ণ হতে পারার আগেই চূড়ান্ত বাছাই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে এ আসরটিই হয় টুর্নামেন্টটির প্রথম আসর যাতে ওয়েস্ট ইন্ডিজ উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।[১৪] চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে স্কটল্যান্ডকে পরাজিত করে একমাত্র সহযোগী সদস্য দল হিসেবে মূল টুর্নামেন্টে স্থান লাভ করে নেদারল্যান্ডস[১৫][১৬] বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

আরও তথ্য উত্তরণের যোগ্যতা, তারিখ ...
Remove ads

মাঠ

সারাংশ
প্রসঙ্গ

টুর্নামেন্টের ম্যাচসমূহ ভারতের দশটি মাঠে আয়োজিত হবে।[১৭] কলকাতার ইডেন গার্ডেন্সমুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচসমূহ আয়োজিত হবে, যার পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে[১৮]

টুর্নামেন্ট শুরুর আগে আয়োজনস্থল হিসেবে নির্বাচিত হওয়া মাঠসমূহের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড[১৯] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের ম্যাচসমূহের জন্য প্রতিটি মাঠের সীমানার দূরত্ব ৭০ মিটারের কাছাকাছি রাখার নির্দেশনা প্রদান করে।[২০]

আরও তথ্য আহমেদাবাদ, বেঙ্গালুরু ...

দলীয় সদস্য

Thumb
ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ দিল্লিতে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস।

২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে অংশগ্রহণকারী দলসমূহকে নিজেদের ১৫ সদস্যবিশিষ্ট দলীয় সদস্য তালিকা ঘোষণা করার নির্দেশনা প্রদান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।[৩০] ২০২৩ সালের আগস্ট মাসে প্রথম দল হিসেবে বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক দল ঘোষণা করে অস্ট্রেলিয়া[৩১]

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী চারজন ম্যাচ রেফারি ও ষোলজন আম্পায়ারের নাম ঘোষণা করা হয়।[৩২]

ম্যাচ রেফারি

আম্পায়ার

Remove ads

পুরস্কার মূল্য

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।[৩৩]

আরও তথ্য অবস্থান, দল ...

এছাড়াও রাউন্ড-রবিন পর্বে প্রতি ম্যাচের জয়ী দলের জন্য অতিরিক্ত $৪০,০০০ করে বরাদ্দ করা হয়।[৩৪]

Remove ads

প্রস্তুতিমূলক ম্যাচ

সারাংশ
প্রসঙ্গ

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিচ্ছে।[৩৫] প্রস্ততিমূলক ম্যাচসমূহ গুয়াহাটি, তিরুবনন্তপুরমহায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে।[৩৬] ২০২৩ সালের ২৩ আগস্ট প্রস্তুতিমূলক ম্যাচসমূহের সূচি ঘোষণা করা হয়।[৩৭]

প্রস্তুতিমূলক ম্যাচ
২৯ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৬৩ (৪৯.১ ওভার)
 বাংলাদেশ
২৬৪/৩ (৪২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।ɱ̩

২৯ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
৩৪৫/৫ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
৩৪৬/৫ (৪৩.৪ ওভার)
রচিন রবীন্দ্র ৯৭ (৭২)
উসামা মীর ২/৬৮ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

৩০ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬৬/৭ (২৩ ওভার)
 নেদারল্যান্ডস
৮৪/৬ (১৪.২ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২৩ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে পরবর্তী খেলা আটকে যায়।

২ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৯৭/২ (২৪.১ ওভার)
 বাংলাদেশ
১৮৮/৯ (৩৭ ওভার)
মঈন আলী ৫৬ (৩৯)
মুস্তাফিজুর রহমান ২/২৩ (৩ ওভার)
মেহেদী হাসান ৭৪ (৮৯)
রিস টপলি ৩/২৩ (৫ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৩৭ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে ইংল্যান্ডকে ৩৭ ওভারে ১৯৭ রানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছিল।

২ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩২১/৬ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২১১/৪ (৩৭ ওভার)
ডেভন কনওয়ে ৭৮ (৭৩)
লুঙ্গি এনগিডি ৩/৩৩ (৭ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৩৭ ওভারে হয়।
  • বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ ওভারে ২১৯ রানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছিল।

৩ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৯৪ (৪৬.২ ওভার)
 আফগানিস্তান
২৬১/৪ (৩৮.১ ওভার)
কুশল মেন্ডিস ১৫৮ (৮৭)
মোহাম্মাদ নবী ৪/৪৪ (৮ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৪২ ওভারে আফগানিস্তানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছিল ২৫৭ রান।

৩ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি।

৩ অক্টোবর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৫১/৭ (৫০ ওভার)
 পাকিস্তান
৩৩৭ (৪৭.৪ ওভার)
বাবর আজম ৯০ (৫৯)
মারনাস লাবুশেন ৩/৭৮ (৮.৪ ওভার)
অস্ট্রেলিয়া ১৪ রানে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
Remove ads

গ্রুপ পর্ব

সারাংশ
প্রসঙ্গ

২০২৩ সালের ২৭ জুন টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[৩৮] পরবর্তীতে ২০২৩ সালের আগস্ট মাসে টুর্নামেন্টের নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়।[৩৯]

পয়েন্ট তালিকা

আরও তথ্য অব, দল ...
উৎস: আইসিসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই হওয়া দলগুলোর মধ্যে ম্যাচের ফলাফল; ৫) প্রতিযোগিতা-পূর্ববর্তী অবস্থান
(H) স্বাগতিক।
টীকা:
  1. পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে স্বাগতিক হিসেবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সূচি

Remove ads

নকআউট পর্ব

বন্ধনী

  সেমিফাইনাল ফাইনাল
                 
  ভারত ৩৯৭/৪ (৫০)  
  নিউজিল্যান্ড ৩২৭ (৪৮.৫)  
      ভারত ২৪০ (৫০)
    অস্ট্রেলিয়া ২৪১/৪ (৪৩)
  দক্ষিণ আফ্রিকা ২১২ (৪৯.৪)
  অস্ট্রেলিয়া ২১৫/৭ (৪৭.২)  

সেমিফাইনাল

১৫ নভেম্বর ২০২৩
(দিন/রাত)
ভারত 
৩৯৭/৪ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
৩২৭ (৪৮.৫ ওভার)

ফাইনাল

পরিসংখ্যান

প্রতিযোগিতার সেরা একাদশ

২০২৩ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪০] একাদশে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে রাখা হয়।[৪১]

আরও তথ্য খেলোয়াড়, ভূমিকা ...
Remove ads

সম্প্রচার

টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সম্প্রচারকের দায়িত্ব দেয়া হয় ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্ককে, যারা টুর্নামেন্টটি ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সম্প্রচার করবে।[৪২]

আরও তথ্য অঞ্চল, সম্প্রচারের স্বত্বধারী ...

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads