শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সরীসৃপ

যারা বুকে হেঁটে চলা মেরুদণ্ডী প্রাণী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সরীসৃপ
Remove ads

সরীসৃপ (Reptilia) হল মেরুদণ্ডী প্রাণীদের একটি শ্রেণী। এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, চামড়া শুকনো। বুক দিয়ে হেঁটে চলে এবং অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে থাকে।

দ্রুত তথ্য বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ...

সরীসৃপ শব্দের অর্থ "যারা বুকে ভর দিয়ে হেঁটে চলে"। মেরুদণ্ডী প্রাণীদের পুরনো শ্রেণিবিভাগের ৫টির মধ্যে দ্বিতীয় শ্রেণীর। আধুনিক শ্রেণিবিভাগে সরীসৃপ একাধিক অনাত্মীয় শ্রেণীর অবৈজ্ঞানিক একীকরণ বলে বিবেচিত। অধিকাংশ সরীসৃপের শ্রেণীর বৈজ্ঞানিক অভিধা "Sauropsida" (সরপ্সিডা), তবে পাখিরাও এদের অন্তর্ভুক্ত।

যেহেতু কিছু সরীসৃপ অন্যান্য সরীসৃপের (কুমির পাখির সাথে টিকটিকি প্রজাতির চেয়ে বেশি সম্পর্কযুক্ত) পাখির সাথে সম্পর্কযুক্ত তাই প্রদত্ত তালিকায় পুরনো সরীসৃপের দল একসাথে মনোফাইলেটিক দল তৈরি করে না। এই কারণে অনেক আধুনিক বিজ্ঞানী পাখিকে সরীসৃপের অংশ মনে করেন, যার ফলে রেপটালিয়া একটি মনোফাইলেটিক শ্রেণী হয়ে উঠে।[][]

Remove ads

সরীসৃপের বৈশিষ্ট্য

  • সরীসৃপের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।
  • দেহে দুজোড়া পা আছে।(তবে সাপ পা বিহীন)।
  • এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী।
  • শ্বাসকার্য ফুসফুসের সাহায্যে হয়।
  • দেহের শেষ প্রান্তে সাধারণত লেজ থাকে।
  • এদের হৃদপিণ্ড একটি সাইনাস ভেনোসাস, দুটি অলিন্দ একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় নিয়ে গঠিত।
  • সরীসৃপ একলিঙ্গ প্রাণী।
  • এরা সাধারণত ডিম পাড়ে।
  • এদের জ্ঞানেন্দ্রিয় সুগঠিত।
  • এদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত।[]

ইতিহাস

পূর্বের সম-সরীসৃপ জাতীয় প্রাণের উদ্ভব হয় ৩১২ মিলিয়ন বছর আগে, কার্বনিফেরাস সময়ে। এরা উন্নত সরীসৃপসদৃশ (রেপটিলিওমর্ফা) টেট্রাপডের থেকে আসে যারা ক্রমান্বয়ে শুকনো ভূমিতে জীবন ধারণে সক্ষম হয়। সেরকম প্রথমদিকের কিছু প্রাণীর উদাহরণ হল টিকটিকি সদৃশ Hylonomus এবং Casineria। এখন যেসব সরীসৃপ বেঁচে আছে সেগুলো ছাড়াও আরো অনেক বৈচিত্রপূর্ণ শ্রেণী বিলুপ্ত হয়ে গেছে, কিছু ক্ষেত্রে একেবারে গণ-বিলুপ্তির ঘটনাও আছে। বিশেষ করে ক্রেটাসিয়াশ-পালিওজিনি বিলুপ্তির ঘটনায় pterosaurs, plesiosaurs, ornithischians, এবং sauropods, এছাড়াও theropods প্রজাতির অনেক প্রাণী, যাতে আছে troodontids, dromaeosaurids, tyrannosaurids, এবং abelisaurids বিলুপ্ত হয়ে যায়। আরো ছিল Crocodyliformessquamates (যেমন mosasaurids)। সরীসৃপ এর দেহ শুষ্ক ও এপিডার্মিস উদ্ভুত আঁইশ বা শক্ত প্লেট এ আবৃত।পায়ে ৫ টি নখর যুক্ত আঙুল থাকে। সরীসৃপের ডিম চামড়ার মতো বা চুনময় খোলকে আবৃত থাকে।

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads