শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
খড়গপুর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
খড়গপুর (বিধানসভা কেন্দ্র) (পূর্বে খড়গপুর গ্রামীণ/খড়গপুর স্থানীয় নামে পরিচিত ছিল) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র।
Remove ads
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২২৮ নং খড়গপুর বিধানসভা কেন্দ্রটি খড়গপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং বানপুরা, পাঁচখুরি-১, পাঁচখুরি-২, পাঠড়া ও শিরোমোনি গ্রাম পঞ্চায়েত গুলি মেদিনীপুর সদর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। [১]
খড়গপুর বিধানসভা কেন্দ্রটি ৩৪ নং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। [১]
বিধানসভার বিধায়ক
Remove ads
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১১
১৯৭৭-২০০৬
সিপিআই (এম) এর শেখ নজরুল হক খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ বার (১৯৮৭ থেকে ২০০৬) সাল পর্যন্ত জয়ী হন। ২০০৬[১৫] এবং ২০০১ সালে[১৪] তৃণমূল কংগ্রেসের অজিত মাইতিকে পরাজিত করেন, ১৯৯৬ সালে কংগ্রেসের রঞ্জিত বসুকে,[১৩] ১৯৯১ সালে কংগ্রেসের নির্মল ঘোষকে[১২] এবং ১৯৮৭ সালে কংগ্রেসের রঞ্জিত বসুকে পরাজিত করেন।[১১] অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) এর শেখ সিরাজ আলী ১৯৮২ সালে নির্দলের দেবেন দাসকে[১০] এবং ১৯৭৭ সালে সিপিআইয়ের দেবেন দাসকে পরাজিত করেন।[৯][২০]
১৯৫১-১৯৭২
১৯৫৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত খড়গপুর গ্রামীণ নামে পরিচিত ছিল। ১৯৭২[৮] এবং ১৯৭১ সালে[৭] কংগ্রেসের অজিত কুমার বসু জয়ী হন। সিপিআইয়ের দেবেন দাস ১৯৬৯[৬] এবং ১৯৬৭ সালে[৫] জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের মৃত্যুঞ্জয় জানা জয়ী হন।[৪] খড়গপুর গ্রামীণ ১৯৫৭ সালে যৌথ আসন ছিল। কংগ্রেসের কৃষ্ণ প্রসাদ মণ্ডল এবং মৃত্যুঞ্জয় জানা উভয়ই জয়ী হন।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, খড়গপুর একক আসন ছিল, কংগ্রেসের মহম্মদ মমতাজ মৌলানা জয়ী হন।[২][২১]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads