শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাংলাদেশের রাজনৈতিক দলের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

বর্তমানে বাংলাদেশে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।[][]

নিবন্ধিত রাজনৈতিক দল

সারাংশ
প্রসঙ্গ

'রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮' অনুসারে একটি দল নিবন্ধন পেতে হলে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে।[][]

  1. একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে।
  2. যে সব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ নিশ্চিত করা।
  3. একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, যে কোনো নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে ডাকা যেতে পারে, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকতে হবে।
আরও তথ্য রাজনৈতিক দলসমূহের তালিকা, নিবন্ধন নং ...
  • ২৬, ২৯, ৩৬ এবং ৩৯ নিবন্ধন নং সংবলিত দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং ৬নং দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে। তাই বর্তমানে মোট নিবন্ধিত দল সংখ্যা ৫০টি।[][][১১][১৭]
Remove ads

নিবন্ধন বাতিল বা স্থগিত রাজনৈতিক দল

আরও তথ্য নিবন্ধন নং, নাম ...

অনিবন্ধিত রাজনৈতিক দল

সারাংশ
প্রসঙ্গ

বাংলাদেশে নিবন্ধনবিহীন ছোট বড় অনেক রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। এএসব দলের কার্যক্রম, মতাদর্শ ও প্রভাবের পরিধিতে উল্লেখযোগ্য তারতম্য দেখা যায়। কিছু দল শুধুমাত্র নামমাত্রই বিদ্যমান এবং কর্মীশূন্য। আবার কিছু দলের নিয়মিত রাজনৈতিক সম্পাদকায়নে অংশগ্রহণ করে। 'রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮' কর্তৃক প্রদত্ত শর্ত পূরণ না করতে পারায় নির্বাচন কমিশন কর্তৃক এসব দলকে নিবন্ধন দেওয়া হয়নি। ২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশননে ১৪৪টি দল নিবন্ধনের জন্যে আবেদন করে।[১৯] তন্মধ্যে অন্যতম বৃহত্তর দল হলো ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের একাংশ নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে:

বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, বাংলাদেশ নাগরিক দল-বিএনডি, ন্যাশনাল ফ্রিডম পার্টি, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) ও জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ সর্ব-স্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন-ন্যাশনাল পার্টি (সিএনপি), জাস্টিস ফর হিউম্যানিটি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ-তিসারী-ইনসাফ দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি (বাজপা), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ), বাংলাদেশ জনতা পার্টি-বিজেপি, বাংলাদেশ সোশাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ আজাদী পার্টি-বিএপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি (বিডিএম), বাংলাদেশ বেস্ট পলিটিকাল পার্টি (বিবিপিপি), মানবিক বাংলাদেশ পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ আজাদী পার্টি (বিএপি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), গণদল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি (বিএনডিপি), ডেমোক্রেটিক পার্টি (ডিপি) ইত্যাদি।[১৯]

২০২২ সালে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্যে আবেদন করা দলগুলো হলো:

নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পাটি, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পাটি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যান দল, বাংলাদেশ জনমত পাটি, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলফমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পাটি, বাংলাদেশ ডেমোক্রেসী মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ তৃণমূলজনতা পাটি (বাংলাদেশ টিজেপি), এ বি পাটি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রীন পাটি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ রাজনৈতিক জোট-গর্জো, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), নতুন ধারা বাংলাদেশ-এনডিবি, বাংলাদেশ হিন্দু লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পাটি, বাংলাদেশ জাতীয় দল, জাতীয় জনতা পাটি, কৃষক শ্রমিক পার্টি (কে. এস. পি), বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বি এল ডি পি), ভাসানী অনুসারী পরিষদ, নাকফুল বাংলাদেশ, মুক্ত রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পাটি, বাংলাদেশ তৃণমূল কংগ্রেস, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পাটি, রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ জনতার অধিকার পাটি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বি এন ডি পি), জাতীয় স্বাধীনতা পাটি, যুব সেচ্ছাসেবক লীগ, ন্যাপ (ভাসানী), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ মাইনরিটি পাটি, বাংলাদেশ জাতীয় বঙ্গ লীগ, বাংলাদেশ আওয়ামী পাটি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ সনাতন পাটি-BSP, বাংলাদেশ জনতা পাটি (বিজেপি), জনতার অধিকার পাটি (পি আর পি), বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ লেবার পাটি, জনস্বার্থে বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইনসাফ পাটি, সাধারণ জনতা পাটি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মানবতাবাদী দল, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি (বি.ইউ.আই.পি), বাংলাদেশ Environment Green পাটি, বাংলাদেশ গণ আজাদী লীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক দল (বিডিপি), মুক্তিযোদ্ধা যুব কমান্ড, গণ অধিকার পার্টি (পি আর পি), বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টি (বি এম জে পি), যুব সমাজ পার্টি[২০]

আরও অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহ:

বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ জাতীয় কৃষক শ্রমিক পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর), বাংলাদেশ গণ আজাদী লীগ, বাংলাদেশ মুক্তির ডাক ৭১, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সংস্কার পার্টি (বি আর পি), বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, গণ আজাদী লীগ (এস কে শিকদার), জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (সাঈদ), ন্যাপ ভাসানী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সোনার বাংলা পার্টি, তৃণমূল জাতীয় পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট ইউনিয়ন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ), বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, জাতীয় জনতা পার্টি, খেলাফতে রব্বানী পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ সনাতন পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ ফরায়েজি আন্দোলন, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট (বিজেএম)

আঞ্চলিক দলসমূহ

Remove ads

দল ও জোটসমূহ

সারাংশ
প্রসঙ্গ

সূত্র:[২১][২২][২৩][২৪]

আরও তথ্য জোট/দল, পতাকা ...
Remove ads

বিলুপ্ত ও নিষিদ্ধ দলসমূহ

আরও তথ্য নাম, নেতা ...
Remove ads

রাজনৈতিক জোটসমূহ

টীকা

  1. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি। ২০২০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  2. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  3. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। ২০১০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।

দল ও প্রতিক

আরও তথ্য জোট/দল, পতাকা ...
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads