শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
চট্টগ্রাম-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
চট্টগ্রাম-১ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৮নং আসন।
Remove ads
সীমানা
চট্টগ্রাম-১ আসনটি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সংসদ সদস্য
Remove ads
নির্বাচন
সারাংশ
প্রসঙ্গ
- ২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
- ২০০০-এর দশকে নির্বাচন
- ১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১১] ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে মোশাররফ হোসেন নির্বাচিত হন।[১২]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads