শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ফরিদপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ফরিদপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১১নং আসন।
Remove ads
সীমানা
ফরিদপুর-১ আসনটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-১ আসনের সদর দপ্তর বোয়ালমারী উপজেলায় অবস্থিত। [২]
নির্বাচিত সাংসদ
Remove ads
নির্বাচন
সারাংশ
প্রসঙ্গ
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]
২০০০-এর দশকে নির্বাচন
২০০৫ সালে কাজী সিরাজুল ইসলাম বিএনপিতে যোগ দেন। ফলে নির্বাচন কমিশন ৪ জুন ২০০৫ তারিখে সংবিধানের ৭০ অনুচ্ছেদের অধীনে তার আসন খালি ঘোষণা করে, যা ফ্লোর ক্রসিং করাকে বিরত করে।[১৩] ২০০৫ সালের আগস্টের উপ-নির্বাচনে বিএনপির শাহ মোহাম্মদ আবু জাফর নির্বাচিত হন।[১৪]
১৯৯০-এর দশকে নির্বাচন
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads