শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মানিকগঞ্জ-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মানিকগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৮নং আসন। শিবালয়, ঘিওর ও দৌলতপুর নিয়েই মানিকগঞ্জ -১ আসন।
Remove ads
আয়তন
মানিকগঞ্জ - ১ আসনের আয়তন ৫৮৪.২৭ বর্গ কিলোমিটার। শিবালয় (১৯৯.১৮ বর্গ কিলোমিটার), ঘিওর (১৪৫.৯৫ বর্গ কিলোমিটার) ও দৌলতপুর (২৩৯.১৪ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
মানিকগঞ্জ - ১ আসনের সর্বমোট জনসংখ্যা ৭,৪৬,০৭৮ জন (প্রায়)। শিবালয় - ১,৭১,৮৭৩ জন (প্রায়), পুরুষ - ৮৫,২১৬ জন (প্রায়), নারী - ৮৬,৬৫৭ জন (প্রায়) ঘিওর - ১,৪৬,২৯২ জন (প্রায়), পুরুষ - ৭১,২৯৪ জন (প্রায়), নারী - ৭৪,৯৯৮ জন (প্রায়)ও দৌলতপুর - ৪,২৭,৮৯৫ জন (প্রায়), পুরুষ - ২,০২,৩৮৬ জন (প্রায়), নারী - ২,২৫,৫২৭ জন (প্রায়)।
সীমানা
মানিকগঞ্জ-১ আসনটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা শিবালয় উপজেলা ও ঘিওর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
Remove ads
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads