শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শক্তিপীঠ

হিন্দুধর্মের পবিত্র স্থান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শক্তিপীঠ
Remove ads

শক্তিপীঠ হিন্দুধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। লোকবিশ্বাস অনুসারে, শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। সাধারণত ৫১টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও, শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে।প্রাচীন আগম মন্থনভৈরব তন্ত্র[], কুব্জিকামত তন্ত্র[], আম্নায়মঞ্জরী, তন্ত্রসদ্ভাব গ্রন্থে ৬৪ শক্তিপীঠের উল্লেখ আছে । পীঠনির্ণয় তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যা ৫১। শিবচরিত গ্রন্থে ৫১টি শক্তিপীঠের পাশাপাশি ২৬টি উপপীঠের কথাও বলা হয়েছে। কুব্জিকাতন্ত্র গ্রন্থে এই সংখ্যা ৪২। আবার জ্ঞানার্ণবতন্ত্র গ্রন্থে পীঠের সংখ্যা ৫০। ভারতীয় উপমহাদেশের[] নানা স্থানে এই শক্তিপীঠগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলকাতার কালীঘাট, বীরভূমের বক্রেশ্বর, নলহাটি; বাংলাদেশ রাষ্ট্রের যশোরেশ্বরী (সাতক্ষীরা) ভবানীপুর ইত্যাদি বাংলার কয়েকটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ।

Thumb
সতীর শব স্কন্ধে শিব

প্রাচীন ধর্মীয় কাহিনী অনুসারে, সত্য যুগের কোনও এক সময়ে মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে 'যোগী' মহাদেবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ ছিলেন। দক্ষ মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দক্ষ দেবী মহামায়া কে কথা দিয়ে ছিলেন তিনি তার কোন রূপ অপমান করলে তিনি তাকে ত্যাগ করবেন

কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্তু দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন।

শোকাহত ও রাগান্বিত হয়ে দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামান এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতী মাতার দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান (শক্তিপীঠ) হিসেবে পরিচিতি পায়।[] এই কাজ সম্পূর্ণ করতে শিব ভৈরব রূপ ধারণ করেন।

Thumb
শ্রী হিংলাজ মাতা মন্দির শাক্তিপীঠ পাকিস্তানের বৃহত্তম হিন্দু তীর্থস্থান। বার্ষিক হিংলাজ যাত্রায় আড়াই লক্ষেরও বেশি লোক অংশগ্রহণ করেন।[]

শক্তিপীঠের সংখ্যা ৫১ টি। দেবী পূজার এই ঐতিহাসিক স্থানগুলির বেশিরভাগই ভারতে অবস্থিত। তবে নেপালে কিছু, বাংলাদেশে সাতটি, পাকিস্তানে দুটি এবং তিব্বত, শ্রীলঙ্কা [] এবং ভুটানে [] একটি করে স্থান রয়েছে। প্রাচীন ও আধুনিক বহু সূত্রে এ সংক্রান্ত নানা কাহিনি লিপিবদ্ধ আছে। দেবী সতীর দেহের খণ্ডগুলি ঠিক কোন কোন স্থানে পতিত হয়েছিল—তার সংখ্যা ও অবস্থান নিয়ে সুনির্দিষ্ট ঐকমত্য নেই, যদিও কিছু স্থান অন্যগুলোর তুলনায় বেশি সম্মান ও স্বীকৃতি পেয়েছে।

Remove ads

চার আদি শক্তিপীঠ

সারাংশ
প্রসঙ্গ

কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থাবলী যেমন কালিকা পুরাণ এবং মন্থনভৈরব তন্ত্র শনাক্ত করে চারটি প্রধান শক্তিপীঠ (কেন্দ্র), যেমন ওডিয়ান (কাশ্মীর) মতান্তরে ওড্রদেশ (উড়িষ্যা),কামরূপ(আসামের কামাখ্যা), পূর্ণগিরি ও জলন্ধর(পাঞ্জাব)[] থেকে উৎপত্তি লাভ করেছিল।

কুব্জিকামত তন্ত্রের দ্বিতীয় পটল 1 অনুসারে, দেবী কুব্জিকা হিমালয়ের পশ্চিম দিকে (কাশ্মীরে) উড্ডয়ন করে পৌঁছে ত্রিপুরসুন্দরী রূপে স্থাপিতা হন, তাই ওই পীঠের নাম ওডিয়ান। এটি ওড্র বিমলা পীঠের থেকে পৃথক । এরপর দেবী তার কিঞ্চিৎ দক্ষিণে এক পর্বতে করালা রূপে স্থাপিতা হন । সেই স্থানের নাম জলন্ধর। পরবর্তীতে তিনি সহ্যাদ্রী পর্বতে এসে পূর্ণেশ্বরী নামে বিখ্যাতা হন। সবশেষে কুব্জিকা স্কয়ং কামরূপে এসে প্রতিষ্ঠিত হন ।

চার আদি শক্তিপীঠের তালিকা

নিম্নের তালিকায়:

  • "শক্তি" অর্থাৎ প্রত্যেক "স্থানে" পূজিত দেবী, যিনি দাক্ষায়ণী, দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ;
  • "দেহ খণ্ড বা অলঙ্কার" অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার যা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই "স্থানে" পতিত হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল।
আরও তথ্য নং, নাম ...

এ চারটি ছাড়াও ধর্মীয় গ্রন্থাবলী দ্বারা স্বীকৃত আরও ৫২টি বিখ্যাত শক্তিপীঠ রয়েছে।

মানচিত্রে আদি শক্তিপীঠ

Thumb
ত্রিপুরসুন্দরী পীঠ
ত্রিপুরসুন্দরী পীঠ
পূর্ণেশ্বরী মন্দির
পূর্ণেশ্বরী মন্দির
স্থান অনুযায়ী
Remove ads

অষ্টাদশ মহাশক্তিপীঠ

সারাংশ
প্রসঙ্গ

আদি শঙ্কর লিখিত অষ্টাদশ মহাশক্তিপীঠ স্তোত্রমমহাশক্তিপীঠ বলে উল্লেখিত ১৮ শক্তিপীঠের তালিকা নিম্নরূপ:

আরও তথ্য নং, নাম ...

মানচিত্রে

Thumb
জ্বালামুখী
জ্বালামুখী
আলোপী দেবী মন্দির
আলোপী দেবী মন্দির
মহাকালী
মহাকালী
শিংখলা দেবী
শিংখলা দেবী
শক্তি পীঠের তালিকা
Remove ads

শক্তিপীঠ

সারাংশ
প্রসঙ্গ

নিম্নের তালিকায়:

  • "শক্তি" অর্থাৎ প্রত্যেক "স্থানে" পূজিত দেবী, যিনি দাক্ষায়ণী, বা মহামায়া পার্বতীর বিভিন্ন রূপ;
  • "ভৈরব" অর্থাৎ ঐ দেবীর স্বামী , যারা প্রত্যেকেই শিবের বিভিন্ন অবতার (রূপ);
  • "দেহ খণ্ড বা অলঙ্কার" অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার যা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই "স্থানে" পতিত হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ।
আরও তথ্য ক্রমিক নং, স্থান ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads