শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সিলেট-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সিলেট-২ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩০নং আসন।[২]এ আসনের সর্বশেষ সংসদ সদস্য হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সাবেক প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী।
Remove ads
সীমানা
সিলেট-২ আসনটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা, ওসমানী নগর উপজেলা নিয়ে গঠিত।[৩][৪]
ইতিহাস
সিলেট-২ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করেছে। ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সাথে যুক্ত বালাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, এবং পূর্ব গৌরীপুর) সিলেট-৩ আসনে যুক্ত করা হয়। এবং ওসমানী নগর উপজেলাকে এ আসনের অন্তর্ভুক্ত করা হয়, যা পূর্বে ছিল না।
Remove ads
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০২০-এর দশকে নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads