শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই

আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই
Remove ads

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ১২শ আসর হিসেবে ২০২৩ সালের জুন ও জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[] ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী শেষ দুটি দল নির্ধারণের লক্ষ্যে এ টুর্নামেন্টটি আয়োজিত হয়।[]

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...

২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পূর্ববর্তী আসর জিম্বাবুয়েতে আয়োজিত হয়েছিল।[] ২০২০ সালের জুলাই মাসে এ আসরটিও আয়োজনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জিম্বাবুয়ে।[] টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব জিম্বাবুয়েকে প্রদান করার কথা ২০২০ সালের ডিসেম্বর মাসে নিশ্চিত করা হয়।[][]

টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কানেদারল্যান্ডস[] ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[]

Remove ads

দল ও যোগ্যতা

সারাংশ
প্রসঙ্গ
Thumb
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া বর্ণনাকারী চিত্র

টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটি দল: ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শেষ পাঁচটি দল, ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফের পয়েন্ট তালিকার সেরা দুটি দল।[] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[১০][১১]

টুর্নামেন্টে প্রথমবারের মত সুপার সিক্স পর্ব থেকে ম্যাচসমূহে আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহৃত হবে বলে ২০২৩ সালের মে মাসে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল[১২]

আরও তথ্য উত্তরণের যোগ্যতা, তারিখ ...
Remove ads

মাঠ

বুলাওয়ায়োহারারের মোট চারটি মাঠে টুর্নামেন্টের ম্যাচসমূহ অনুষ্ঠিত হয়।[১৩]

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্রতিযোগিতার ম্যাচ আয়োজনকারী মাঠ
আরও তথ্য হারারে, বুলাওয়ায়ো ...
Remove ads

দলীয় সদস্য

সারাংশ
প্রসঙ্গ

টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[১৪]

আরও তথ্য আয়ারল্যান্ড, ওমান ...

২০২৩ সালের ৮ জুন ওয়েস্ট ইন্ডিজ দলে গুডাকেশ মোতির পরিবর্তে জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করা হয়।[২৫] টুর্নামেন্ট চলাকালে দিলশান মদুশঙ্কা, দুনিথ ভেল্লালাগে ও সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যোগ করা হয়।[২৬] টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের আগে চোট পেয়ে জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্দে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে জিম্বাবুয়ে দলে নিয়াশা মায়াভোকে যোগ করা হয়।[২৭] টুর্নামেন্ট চলাকালে ইয়্যানিক কারিয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে কেভিন সিনক্লেয়ারকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেয়া হয়।[২৮] টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব চলাকালে দুষ্মন্ত চামিরা চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান, যে কারণে শ্রীলঙ্কা দলে দিলশান মদুশঙ্কাকে যোগ করা হয়।[২৯] পরবর্তীতে চোটের কারণে লাহিরু কুমারাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলে সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে যোগ করা হয়।[৩০]

Remove ads

প্রস্তুতিমূলক ম্যাচ

সারাংশ
প্রসঙ্গ

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[৩১]

প্রস্তুতিমূলক ম্যাচ
১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৬৪ (৪৮.৪ ওভার)
 স্কটল্যান্ড
১৭৩ (৩৩.৫ ওভার)
শেই হোপ ৫৭ (৬৫)
ক্রিস সোল ৪/৫০ (১০ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩৮ (৫৪)
ইয়্যানিক কারিয়া ৪/৪৬ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৩৬৭/৬ (৫০ ওভার)
 ওমান
৩৩৯ (৪৯.৪ ওভার)
সিকান্দার রাজা ১০৯* (৬৬)
ফাইয়াজ বাট ২/৩৮ (৯ ওভার)
আকিব ইলিয়াস ১১৩ (১০৩)
সিকান্দার রাজা ৩/৪২ (৮ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৭৫ (৪৯.৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৭৬/৭ (৪৯.৫ ওভার)
আসিফ শেখ ৭৬ (১০৪)
আলি আমির নাসির ৪/৫২ (১০ ওভার)
রোহান মুস্তফা ৭৭* (৫৬)
করণ খত্রী ক্ষেত্রী ২/৪৬ (৭.৫ ওভার)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২১৪ (৪৫.৩ ওভার)
 শ্রীলঙ্কা
২১৫/৭ (৩৭.১ ওভার)
সাকিব জুলফিকার ৫৬ (৬৪)
কসুন রজিতা ৩/১৯ (৭ ওভার)
দাসুন শানাকা ৬৭* (৫২)
ক্লেটন ফ্লয়েড ২/৪০ (৭ ওভার)
শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 আয়ারল্যান্ড
৩১৫/৫ (৪৫.১ ওভার)
অ্যারন জোন্স ৮৯ (৮৭)
বেন হোয়াইট ২/৫৬ (১০ ওভার)
আয়ারল্যান্ড ৫ উইকেটে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
২৬৭ (৪৯.২ ওভার)
   নেপাল
২৭৪/৮ (৪৪.৫ ওভার)
জিশান মাকসুদ ১০৯ (১০৬)
সোমপাল কামি ৫/৫৭ (৯.২ ওভার)
কুশল ভুর্তেল ১০১ (৯৪)
আকিব ইলিয়াস ৪/৪২ (৭.৫ ওভার)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৭৪/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৬০/৯ (৫০ ওভার)
রভমান পাওয়েল ১০৫ (৫৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৫০ (৮ ওভার)
বাসিল বিন আব্দুল হামিদ ১২২* (১০৮)
ইয়্যানিক কারিয়া ৪/৫৮ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) ও স্যাম নোগজস্কি (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৩ (৩৮.২ ওভার)
 জিম্বাবুয়ে
১৬৬/৪ (২৪.৫ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৪৯ (৫৬)
শন উইলিয়ামস ২/১৪ (৩ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৯৩ (৩৯.২ ওভার)
 নেদারল্যান্ডস
১৯৬/৮ (৩৭.৩ ওভার)
লোরকান টাকার ৭৪ (৯০)
লোগান ফন বেক ২/২৩ (৭ ওভার)
ওয়েসলি বারেসি ৯০* (৮৬)
বেন হোয়াইট ৫/৬১ (১০ ওভার)
নেদারল্যান্ডস ২ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৯২/৪ (৫০ ওভার)
মোনাংক প্যাটেল ৬৮ (৪৪)
মতীশ পতিরণ ৪/২৩ (৬ ওভার)
শ্রীলঙ্কা ১৯৮ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
Remove ads

গ্রুপ পর্ব

সারাংশ
প্রসঙ্গ

২০২৩ সালের ২৩ মে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি নিশ্চিত করা হয়।[৩২]

গ্রুপ এ

পয়েন্ট তালিকা

আরও তথ্য অব, দল ...
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

সূচি

১৮ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৯০/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৯১/২ (৪৪.১ ওভার)
কুশল ভুর্তেল ৯৯ (৯৫)
রিচার্ড ন্‌গারাভা ৪/৪৩ (৯ ওভার)
ক্রেইগ আরভাইন ১২১* (১২৮)
সোমপাল কামি ১/৩০ (৫.৩ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জয়লর্ড গাম্বি (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।

১৮ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৯৭ (৪৯.৩ ওভার)
জনসন চার্লস ৬৬ (৮০)
সৌরভ নেত্রাবলকর ৩/৫৩ (১০ ওভার)
গজানন্দ সিং ১০১* (১০৯)
কাইল মেয়ারস ২/৩০ (৬ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গজানন্দ সিং (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৩]

২০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৩১৫/৬ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
৩১৯/৪ (৪০.৫ ওভার)
বিক্রমজিত সিং ৮৮ (১১১)
সিকান্দার রাজা ৪/৫৫ (১০ ওভার)
সিকান্দার রাজা ১০২* (৫৪)
শারিজ আহমেদ ২/৬২ (৬ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
   নেপাল
২১১/৪ (৪৩ ওভার)
শায়ান জাহাঙ্গীর ১০০* (৭৯)
করণ খত্রী ক্ষেত্রী ৪/৩৩ (৯ ওভার)
ভীম সার্কী ৭৭* (১১৪)
স্টিভেন টেলর ১/১৪ (৫ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: করণ খত্রী ক্ষেত্রী (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শায়ান জাহাঙ্গীর (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৪]

২২ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৩৯/৭ (৫০ ওভার)
   নেপাল
২৩৮ (৪৯.৪ ওভার)
শেই হোপ ১৩২ (১২৯)
ললিত রাজবংশী ৩/৫২ (১০ ওভার)
আরিফ শেখ ৬৩ (৯৩)
জেসন হোল্ডার ৩/৩৪ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মার্টিন স্যাগার্স (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 নেদারল্যান্ডস
২১৪/৫ (৪৩.২ ওভার)
স্কট এডওয়ার্ডস ৬৭* (৬০)
জসদীপ সিং ২/৩৫ (৮ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
২৬৮ (৪৯.৫ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৩৩ (৪৪.৪ ওভার)
সিকান্দার রাজা ৬৮ (৫৮)
কিমো পল ৩/৬১ (১০ ওভার)
কাইল মেয়ারস ৫৬ (৭২)
তেন্দাই চাতারা ৩/৫২ (৯.৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
১৬৭ (৪৪.৩ ওভার)
 নেদারল্যান্ডস
১৬৮/৩ (২৭.১ ওভার)
নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৪০৮/৬ (৫০ ওভার)
শন উইলিয়ামস ১৭৪ (১০১)
অভিষেক পরাডকর ৩/৭৮ (৯ ওভার)
অভিষেক পরাডকর ২৪ (৩১)
সিকান্দার রাজা ২/১৫ (৫ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উসমান রফিক (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

২৬ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৭৪/৬ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
৩৭৪/৯ (৫০ ওভার)
তেজ নিডমানুরু ১১১ (৭৬)
রস্টন চেজ ৩/৭৭ (১০ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি

পয়েন্ট তালিকা

আরও তথ্য অব, দল ...

সূচি

১৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩৫৫/৬ (৫০ ওভার)
কুশল মেন্ডিস ৭৮ (৬৩)
আলি আমির নাসির ২/৪৪ (১০ ওভার)
শ্রীলঙ্কা ১৭৫ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৫]

১৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৮১/৭ (৫০ ওভার)
 ওমান
২৮৫/৫ (৪৮.১ ওভার)
জর্জ ডকরেল ৯১* (৮৯)
বিলাল খান ২/৬৪ (১০ ওভার)
কাশ্যপ প্রজাপতি ৭২ (৭৪)
জশুয়া লিটল ২/৪৭ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেন হোয়াইট (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২১ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৮৬/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২৮৯/৯ (৫০ ওভার)
কার্টিস ক্যাম্ফার ১২০ (১০৮)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৫/৩৪ (৭ ওভার)
স্কটল্যান্ড ১ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল লিস্ক (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৬]
  • ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৭]

২১ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২২৭/৮ (৫০ ওভার)
 ওমান
২২৮/৫ (৪৬ ওভার)
আয়ান আফজাল খান ৫৮* (৫২)
জয় ওডেদরা ৩/৩১ (৭ ওভার)
ওমান ৫ উইকেটে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়েব খান (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
৯৮ (৩০.২ ওভার)
 শ্রীলঙ্কা
১০০/০ (১৫ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৮২/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৭১ (৩৫.৩ ওভার)
স্কটল্যান্ড ১১১ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আলিম দার (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩২৫ (৪৯.৫ ওভার)
 আয়ারল্যান্ড
১৯২ (৩১ ওভার)
শ্রীলঙ্কা ১৩৩ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৮]

২৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৩২০ (৫০ ওভার)
 ওমান
২৪৪/৯ (৫০ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ১৩৬ (১২১)
বিলাল খান ৫/৫৫ (১০ ওভার)
নাসিম খুশি ৬৯ (৫৩)
ক্রিস গ্রিভস ৫/৫৩ (১০ ওভার)
স্কটল্যান্ড ৭৬ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৯]
  • ক্রিস গ্রিভস (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৪০]

২৭ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪৫ (৪৯.৩ ওভার)
 স্কটল্যান্ড
১৬৩ (২৯ ওভার)
পাথুম নিশঙ্কা ৭৫ (৮৫)
ক্রিস গ্রিভস ৪/৩২ (৬.৩ ওভার)
ক্রিস গ্রিভস ৫৬* (৪১)
মহেশ তীক্ষণ ৩/৪১ (১০ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩৪৯/৪ (৫০ ওভার)
পল স্টার্লিং ১৬২ (১৩৪)
সঞ্চিত শর্মা ৩/৪৬ (৭ ওভার)
আয়ারল্যান্ড ১৩৮ রানে জয়ী
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: পল স্টার্লিং (আয়ারল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
Remove ads

প্লেঅফ

বন্ধনী

  ৭ম স্থান সেমিফাইনাল     ৭ম স্থান নির্ধারণী
                 
  এ৫  মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬ (৪২.৪)  
  বি৪  আয়ারল্যান্ড ১৯৭/৪ (৩৪.২)    
      এ৪    নেপাল ২৬৮/৯ (৫০)
      বি৪  আয়ারল্যান্ড ২৬৯/৮ (৪৯.২)
  বি৫  সংযুক্ত আরব আমিরাত ১৮১ (৪৬.৫)    
  এ৪    নেপাল ১৮৫/৭ (৪৩.২)   ৯ম স্থান নির্ধারণী
 
বি৫  সংযুক্ত আরব আমিরাত ৩০৮/৪ (৫০)
  এ৫  মার্কিন যুক্তরাষ্ট্র ৩০৭/৯ (৫০)

৭ম স্থান সেমিফাইনাল

৩০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
 আয়ারল্যান্ড
১৯৭/৪ (৩৪.২ ওভার)
সাইতেজ মুক্কামল্ল ৫৫ (৪৬)
ক্রেগ ইয়ং ৩/৩৫ (৭ ওভার)
পল স্টার্লিং ৫৮ (৪৫)
নোস্তুশ কেনজিগে ২/৪১ (৭ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রেগ ইয়ং (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৮১ (৪৬.৫ ওভার)
   নেপাল
১৮৫/৭ (৪৩.২ ওভার)
বৃত্য অরবিন্দ ৪৪ (৭৫)
সন্দীপ লামিছানে ৩/২৩ (১০ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৭৯* (৮৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৪৬ (১০ ওভার)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান নির্ধারণী

৪ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২৬৮/৯ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
২৬৯/৮ (৪৯.২ ওভার)
গুলশান ঝা ৫৭* (৪২)
ক্রেগ ইয়ং ২/৩৬ (৭ ওভার)
কার্টিস ক্যাম্ফার ৬২ (৫৯)
করণ খত্রী ক্ষেত্র ৪/৫৮ (১০ ওভার)
আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: জয়ারামান মদনগোপাল (ভারত) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ম স্থান নির্ধারণী

৬ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৩০৮/৪ (৫০ ওভার)
আসিফ খান ১৫১* (১৪৫)
আহসান আলি খান ২/৬১ (১০ ওভার)
অ্যারন জোনস ৭৫ (১০৩)
সঞ্চিত শর্মা ৩/৩৭ (৬ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
Remove ads

সুপার সিক্স

পয়েন্ট তালিকা

আরও তথ্য অব, দল ...
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

সূচি

২৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৩৩২/৭ (৫০ ওভার)
 ওমান
৩১৮/৯ (৫০ ওভার)
শন উইলিয়ামস ১৪২ (১০৩)
ফাইয়াজ বাট ৪/৭৯ (১০ ওভার)
জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২১৩ (৪৭.৪ ওভার)
 নেদারল্যান্ডস
১৯২ (৪০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৮১ (৪৩.৫ ওভার)
 স্কটল্যান্ড
১৮৫/৩ (৪৩.৩ ওভার)
জেসন হোল্ডার ৪৫ (৭৯)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩/৩২ (৯ ওভার)
ম্যাথু ক্রস ৭৪* (১০৭)
আকিল হোসেন ১/২৬ (১০ ওভার)
স্কটল্যান্ড ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৬৫ (৩২.২ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৯/১ (৩৩.১ ওভার)
শন উইলিয়ামস ৫৬ (৫৭)
মহেশ তীক্ষণ ৪/২৫ (৮.২ ওভার)
শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৩৬২/৭ (৪৮ ওভার)
 ওমান
২৪৬/৬ (৪৪ ওভার)
বিক্রমজিত সিং ১১০ (১০৯)
বিলাল খান ৩/৭৫ (১০ ওভার)
আয়ান খান ১০৫* (৯২)
আর্যন দত্ত ৩/৩১ (১০ ওভার)
নেদারল্যান্ডস ৭৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রমজিত সিং (নেদারল্যান্ডস)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৮ ওভারে খেলা হয়।
  • আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিক্রমজিত সিং (নেদারল্যান্ডস) ও আয়ান খান (ওমান) ওডিআই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৪১]

৪ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৩৪/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২০৩ (৪১.১ ওভার)
মাইকেল লিস্ক ৪৮ (৩৪)
শন উইলিয়ামস ৩/৪১ (১০ ওভার)
রায়ান বার্ল ৮৩ (৮৪)
ক্রিস সোল ৩/৩৩ (৭ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওমান 
২২১/৯ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২২২/৩ (৩৯.৪ ওভার)
সুরজ কুমার ৫৩* (৬৫)
রোমারিও শেফার্ড ৩/৪৪ (১০ ওভার)
ব্র্যান্ডন কিং ১০০ (১০৪)
কলিমুল্লাহ ১/৪৯ (৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৭৭/৯ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৭৮/৬ (৪২.৫ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ১০৬ (১১০)
বাস ডে লেডা ৫/৫২ (১০ ওভার)
বাস ডে লেডা ১২৩ (৯২)
মাইকেল লিস্ক ২/৪২ (৮ ওভার)
নেদারল্যান্ডস ৪ উইকেটে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাস ডে লেডা (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বাস ডে লেডা (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৪২]
  • বাস ডে লেডা (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৪৩]

৭ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৪৩ (৪৮.১ ওভার)
 শ্রীলঙ্কা
২৪৪/২ (৪৪.২ ওভার)
কিসি কার্টি ৮৭ (৯৬)
মহেশ তীক্ষণ ৪/৩৪ (১০ ওভার)
পাথুম নিশঙ্কা ১০৪ (১১৩)
কেভিন সিনক্লেয়ার ১/৫২ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সহন আরচ্চিগে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
Remove ads

ফাইনাল

৯ জুলাই ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৩৩ (৪৭.৫ ওভার)
 নেদারল্যান্ডস
১০৫ (২৩.৩ ওভার)
সহন আরচ্চিগে ৫৭ (৭১)
বিক্রমজিত সিং ২/১২ (৪ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৩৩ (৬৩)
মহেশ তীক্ষণ ৪/৩১ (৬.৩ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নোয়া ক্রুস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
Remove ads

চূড়ান্ত অবস্থান

প্রতিযোগিতার সেরা একাদশ

২০২৩ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads