শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি

২০০৪ সালে বিবিসির করা জরিপ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
Remove ads

২০০২ সালে সর্বশ্রেষ্ঠ ১০০ জন ব্রিটন অনুসন্ধানের জরিপ শেষ হওয়ার পরপরই বিবিসি হাজার বছর ধরে বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাঙালি ব্যক্তিত্বকে খুঁজে বের করতে একই ধরনের জরিপের আয়োজন করে।[][][] ২০০৪ সালে, বিবিসির বাংলা পরিষেবা মাধ্যম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শিরোনাম নিয়ে ১১ই ফেব্রুয়ারি থেকে ২২শে মার্চ পর্যন্ত একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটিতে বাংলাদেশ, ভারত (পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য) সহ বিশ্বব্যাপী অবস্থানরত বাঙালিরা অংশ নেয়।[][][][]

Thumb
শেখ মুজিবুর রহমান:
২০০৪ সালে বিবিসি জনমত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ভোটপ্রাপ্ত হন।

ঐ জরিপের মনোনয়নে মোট ১৪০ জনের নাম আসে। বিবিসি ২৬শে মার্চ থেকে শীর্ষ ২০ জনের নাম ঘোষণা করতে শুরু করে যেখানে প্রতিদিন ২০ জনের মধ্য থেকে একটি নাম ঘোষণা করা হতো। ১৪ই এপ্রিল চূড়ান্ত দিনে, যা পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) দিন ছিল, বিশ্বব্যাপী অবস্থানরত বাঙালিদের ভোটদানের ভিত্তিতে বিবিসি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা, শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ঘোষণা করে।[][]

Remove ads

পদ্ধতি

ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিবিসি'র বাংলা পরিষেবা মাধ্যমটি বলে যে কোন ধরনের ত্রুটি বা বিতর্ক এড়াতে তারা সবচেয়ে আধুনিক পদ্ধতির ভোট ব্যবস্থার অনুসরণ করেছিল। অগ্রাধিকারের ভিত্তিতে সর্বশ্রেষ্ঠ বাঙালি খুঁজে পেতে একের পরিবর্তে পাঁচটি পছন্দ মনোনয়ন করতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। প্রতিটি ভোটারের শীর্ষ মনোনীত প্রার্থীকে পাঁচ পয়েন্ট, দ্বিতীয় মনোনীত প্রার্থীকে চার পয়েন্ট, এভাবে সর্বশেষ পঞ্চম মনোনীত প্রার্থীকে এক পয়েন্ট দেওয়া হয়েছিল। মোট পয়েন্টের ভিত্তিতে, সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছিল।[]

Remove ads

পর্যবেক্ষণ

বিবিসি জানায় যে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় স্থান অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় দ্বিগুণ পয়েন্ট পেয়েছেন, যেখানে ঠাকুর নিজেই কাজী নজরুল ইসলামের চেয়ে দ্বিগুণ পয়েন্ট পেয়েছেন এবং নজরুল এ কে ফজলুল হকের চেয়ে দ্বিগুণ পয়েন্ট পেয়েছেন। বাকি ১৭জন ব্যক্তিদের মধ্যে পয়েন্টের খুব একটা পার্থক্য ছিল না।[][] সর্বোচ্চ ছয়জন রাজনীতিবিদের সাথে তালিকায় রয়েছেন বিভিন্ন লেখক ও সমাজ সংস্কারক। চূড়ান্ত তালিকায় দুজন ধর্ম প্রচারক, একজন বিজ্ঞানী ও একজন অর্থনীতিবিদও রয়েছেন। বেগম রোকেয়া ছিলেন একমাত্র নারী এবং অমর্ত্য সেন একমাত্র জীবিত ব্যক্তি যিনি শীর্ষ ২০-এ স্থান পেয়েছেন।

Remove ads

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিগণ (শীর্ষ ২০জন)

সারাংশ
প্রসঙ্গ
আরও তথ্য ক্রম, নাম ...
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

আরো পড়ুন

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads