শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Remove ads

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৫তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৮তম আসর।

দ্রুত তথ্য বিবরণ, তারিখ ...

এই আসরের ফাইনাল পর্তুগালের ইস্তানবুলের লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত হবে।[][] ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল ২০২০ উয়েফা সুপার কাপে ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ বিজয়ীর বিরুদ্ধে খেলার অধিকার অর্জন করবে; উক্ত খেলায় বিজয়ী দল কাতারে অনুষ্ঠিত ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের জন্যও উত্তীর্ণ হয়ে যাবে এবং যদি তারা ইতোমধ্যে তাদের লিগ খেলার মধ্য দিয়ে যোগ্যতা উত্তীর্ণ হয়, তবে সংরক্ষিত আসনটি ২০১৯–২০ এরেডিভিসির চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে, যারা বর্তমানে পরবর্তী মৌসুমের প্রবেশ তালিকায় ১১তম স্থানে রয়েছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের প্লে-পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[]

লিভারপুল হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বমোট ৬ বার এবং বর্তমান চ্যাম্পিয়ন,[] যারা ১৬ দলের পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে এই আসর থেকে বিদায় নিয়েছে।

১৬ দলের পর্বে দ্বিতীয় লেগের প্রথম চারটি ম্যাচ আয়োজনের পর ইউরোপে ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।[][] মূলত ২০২০ সালের ৩০শে মে তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এই আসরের ফাইনাল ম্যাচ আয়োজনে কথা ছিল, যা ২০২০ সালের ২৩শে মার্চ তারিখে স্থগিত করা হয়েছিল।[] ২০২০ সালের ১৭ই জুন তারিখে, উয়েফা এক ঘোষণায় জানায় যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সকল ম্যাচ ২০২০ সালের আগস্ট মাসে পর্তুগালে আগস্ট পর্তুগালে অনুষ্ঠিত হবে, অন্যদিকে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ ইস্তাম্বুল আয়োজন করবে।[]

Remove ads

এসোসিয়েশন দল বণ্টন

সারাংশ
প্রসঙ্গ

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[]

  • এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।

এসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৮ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৩–১৪ হতে ২০১৭–১৮ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[১০]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:

  • (ইউসিএল) – ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
আরও তথ্য ক্রম, এসোসিয়েশন ...

বিন্যাস

নিম্নে এই মৌসুমের প্রবেশ তালিকা উল্লেখ করা হয়েছে।[১১]

আরও তথ্য পর্বসমূহ, যেসকল দল এই পর্বে প্রবেশ করে ...

পূর্বনির্ধারিত প্রবেশ তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়, যেহেতু চ্যাম্পিয়নস লিগ এবং / অথবা ইউরোপা লিগের শিরোপাধারী তাদের ঘরোয়া লিগের মাধ্যমে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। যদি চ্যাম্পিয়নস লিগের কোনও জায়গা ফাঁকা থাকে, উপযুক্ত পথে আগের রাউন্ডে সর্বোচ্চ পদযুক্ত সংস্থার দলকে সেই অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়।

  • সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু লিভারপুল ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ১১-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৩-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৫-এর (গ্রিস) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ইসরায়েল এবং সাইপ্রাস) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
  • এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু চেলসি ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং অস্ট্রিয়া) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল

গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১১]

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে)
গ্রুপ পর্ব
ইংল্যান্ড লিভারপুলচ্যা (২য়) ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার (৪র্থ) জার্মানি আরবি লাইপৎসিশ (৩য়) পর্তুগাল বেনফিকা (১ম)
ইংল্যান্ড চেলসিইউ (৩য়) ইতালি ইয়ুভেন্তুস (১ম) জার্মানি বায়ার লেভারকুজেন (৪র্থ) ইউক্রেন শাখতার দোনেৎস্ক (১ম)
স্পেন বার্সেলোনা (১ম) ইতালি নাপোলি (২য়) ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ (১ম) বেলজিয়াম খেংক (১ম)
স্পেন আতলেতিকো মাদ্রিদ (২য়) ইতালি আতালান্তা (৩য়) ফ্রান্স লিল (২য়) তুরস্ক গালাতাসারায় (১ম)
স্পেন রিয়াল মাদ্রিদ (৩য়) ইতালি ইন্টার মিলান (৪র্থ) ফ্রান্স লিঁও (৩য়) অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ (১ম)
স্পেন ভালেনসিয়া (৪র্থ) জার্মানি বায়ার্ন মিউনিখ (১ম) রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ (১ম)
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি (১ম) জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড (২য়) রাশিয়া লকোমতিভ মস্কো (২য়)
আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
প্রথম বাছাইপর্ব
রোমানিয়া ক্লুজ (১ম) কাজাখস্তান আস্তানা (১ম) উত্তর মেসিডোনিয়া স্কেন্দিয়া (১ম) জর্জিয়া (রাষ্ট্র) সাবুর্তালো তিবি‌লিসি (১ম)
পোল্যান্ড পিয়াস্ত গ্লিভিৎস (১ম) নরওয়ে রুসনবর্গ (১ম) ফিনল্যান্ড এইচজেকে (১ম) আর্মেনিয়া আরারাত-আর্মেনিয়া (১ম)
সুইডেন এআইকে (১ম) স্লোভেনিয়া মারিবর (১ম) প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ডানডক (১ম) মাল্টা ভালেটা (১ম)
আজারবাইজান কারাবাখ (১ম) স্লোভাকিয়া স্লোভান ব্রাতিস্লাভা (১ম) বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো (১ম) লুক্সেমবুর্গ এফ৯১ দুদলঁজ (১ম)
বুলগেরিয়া লুডোগোরেটস রাজগ্রাড (১ম) মলদোভা শেরিফ তিরাস্পোল (১ম) লাতভিয়া রিগা (১ম) উত্তর আয়ারল্যান্ড লিনফিল্ড (১ম)
সার্বিয়া রেড স্টার বেলগ্রেড (১ম) আলবেনিয়া পার্তিজানি (১ম) এস্তোনিয়া নোম্মে কাইয়ু (১ম) ওয়েলস দ্য নিউ সেইন্টস (১ম)
স্কটল্যান্ড সেল্টিক (১ম) আইসল্যান্ড ভালুর (১ম) লিথুয়ানিয়া সুদুভা (১ম) ফ্যারো দ্বীপপুঞ্জ এইচবি থওশাওন (১ম)
বেলারুশ বাতে বরিসভ (১ম) হাঙ্গেরি ফেরেনৎসভারোশি (১ম) মন্টিনিগ্রো সুৎজেস্কা নিকশিচ (১ম)
প্রাথমিক পর্ব
জিব্রাল্টার লিঙ্কন রেড ইম্পস (১ম) অ্যান্ডোরা এফসি স্যান্টা কুলোমা (১ম) সান মারিনো ত্রে পেন্নে (১ম) কসোভো ফেরোনিকেয়ি (১ম)
Remove ads

পর্ব ও ড্রয়ের তারিখ

সারাংশ
প্রসঙ্গ

এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[১২]

আরও তথ্য ধাপ, পর্ব ...
  1. মূলত ১৭–১৮ মার্চ ২০২০-এ দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
  2. মূলত ২০ মার্চ ২০২০-এ কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনালের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
  3. মূলত ৭–৮ এপ্রিল ২০২০-এ প্রথম এবং ১৪–১৫ এপ্রিল ২০২০-এ দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
  4. মূলত ২৮–২৯ এপ্রিল ২০২০-এ প্রথম এবং ৫–৬ মে ২০২০-এ দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
  5. মূলত ৩০ মে ২০২০-এ ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
Remove ads

প্রাথমিক পর্ব

সারাংশ
প্রসঙ্গ

প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে[১৩] এবং পরবর্তীতে এক লেগের ভাগে ভাগ করা হয়েছে।

২০১৯ সালে ১১ই জুন দুপুর ১২:০০টায় (সিইএসটি) উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৫শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৮শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই কসোভোর ফাদিল ভোকরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, ফলাফল ...
আরও তথ্য দল ১, ফলাফল ...

সেমি-ফাইনাল পর্ব

আরও তথ্য ত্রে পেন্নে, ০–১ ...

আরও তথ্য ফেরোনিকেয়ি, ১–০ ...

ফাইনাল পর্ব

আরও তথ্য ফেরোনিকেয়ি, ২–১ ...

বাছাইপর্ব

সারাংশ
প্রসঙ্গ

বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৩] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।

প্রথম বাছাইপর্ব

২০১৯ সালের ১৮ই জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৯ এবং ১০ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৬ এবং ১৭ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...

ম্যাচ

আরও তথ্য নোম্মে কাইয়ু, ০–১ ...
আরও তথ্য স্কেন্দিয়া, ১–২ ...
দর্শক সংখ্যা: ২,৫৪৬[১৫]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, নোম্মে কাইয়ু অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


আরও তথ্য সুদুভা, ০–০ ...
সুদুভা স্টেডিয়াম, মারিয়াম্পোল
দর্শক সংখ্যা: ৩,২০০[১৫]
রেফারি: ইয়ুর্গেন দাউবেয়ার বুরখাট (ডেনমার্ক)
আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ২–১ ...
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ২৩,৭৫১[১৫]
রেফারি: আদাম ফারকাশ (হাঙ্গেরি)

রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ২–১ গোলে জয়ী


আরও তথ্য আরারাত-আর্মেনিয়া, ২–১ ...
দর্শক সংখ্যা: ১,৪৯৭[১৫]
রেফারি: ডুয়ে স্ট্রুকান (ক্রোয়েশীয়)
আরও তথ্য এআইকে, ৩–১ ...
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১১,৩৮২[১৫]
রেফারি: রবার্ট হেনেসি (প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড)

এআইকে সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


আরও তথ্য আস্তানা, ১–০ ...
আস্তানা এরিনা, নুর-সুলতান
দর্শক সংখ্যা: ১৮,৫৮৭[১৫]
রেফারি: লরেন্স ভিসার (বেলজিয়াম)
আরও তথ্য ক্লুজ, ৩–১ ...
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ৮,০৯২[১৫]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)

সিএফআর ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য ফেরেনৎসভারোশি, ২–১ ...
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,১১৫[১৫]
রেফারি: আইটান শেমেউলেভিচ (ইসরায়েল)
আরও তথ্য লুডোগোরেটস রাজগ্রাড, ২–৩ ...
হুভেফার্মা এরিনা, রাজগ্রাড
দর্শক সংখ্যা: ৭,৩৬৫[১৫]
রেফারি: দোনাতাস রুমশাস (লিথুয়ানিয়া)

ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৫–৩ গোলে জয়ী


আরও তথ্য পার্তিজানি, ০–০ ...
সেলমান স্টেরমাসি স্টেডিয়াম, তিরানা
দর্শক সংখ্যা: ২,১২০[১৫]
রেফারি: থরভালদুর আরনাসন (আইসল্যান্ড)
আরও তথ্য কারাবাখ, ২–০ ...
ডালখা এরিনা, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৫,৯৩২[১৫]
রেফারি: দুমিত্রু মুন্তেন (মলদোভা)

কারাবাখ সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী


আরও তথ্য স্লোভান ব্রাতিস্লাভা, ১–১ ...
তেহেলনে পোলে, ব্রাতিস্লাভা
দর্শক সংখ্যা: ১১,২৫০[১৫]
রেফারি: ভিতালি মেশকভ (রাশিয়া)
আরও তথ্য সুৎজেস্কা নিকশিচ, ১–১ (অ.স.প.) ...
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৪,৭৬৪[১৫]
রেফারি: হোরাৎসিউ ফেশনিক (রোমানিয়া)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, সুৎজেস্কা নিকশিচ পেনাল্টিতে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য সারায়েভো, ১–৩ ...
কশেভো সিটি স্টেডিয়াম, সারায়েভো
দর্শক সংখ্যা: ২৪,৭২৩[১৫]
রেফারি: গ্লেন নিবার্গ (সুইডেন)
আরও তথ্য সেল্টিক, ২–১ ...
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৫৮,৬৬২[১৫]
রেফারি: আল্যাঁ দুরিওজ (লুক্সেমবুর্গ)

সেল্টিক সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


আরও তথ্য শেরিফ তিরাস্পোল, ০–৩ ...
শেরিফ স্টেডিয়াম, তিরাস্পোল
দর্শক সংখ্যা: ৫,৭০৬[১৫]
রেফারি: ইভান আওল গ্রিফিথ (ওয়েলস)
আরও তথ্য সাবুর্তালো তিবি‌লিসি, ১–৩ ...
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ৭,৫৬০[১৫]
রেফারি: পাবেল ওরেল (চেক প্রজাতন্ত্র)

সাবুর্তালো তিবি‌লিসি সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


আরও তথ্য এফ৯১ দুদলঁজ, ২–২ ...
স্তাদ জসি বার্থেল, লুক্সেমবুর্গ[নোট ৪]
দর্শক সংখ্যা: ১,১৫২[১৫]
রেফারি: আর্নল্ড হান্টার (উত্তর আয়ারল্যান্ড)
আরও তথ্য ভালেটা, ১–১ ...
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,৫১২[১৫]
রেফারি: জুরি ফিশার (এস্তোনিয়া)

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ভালেটা অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


আরও তথ্য লিনফিল্ড, ০–২ ...
উইন্ডসর পার্ক, বেলফাস্ট
দর্শক সংখ্যা: ২,৭১০[১৫]
রেফারি: আইভায়লো স্টোয়ানভ (বুলগেরিয়া)
আরও তথ্য রুসনবর্গ, ৪–০ ...
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১১,৯০৪[১৫]
রেফারি: এনেয়া ইয়র্জি (আলবেনিয়া)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–০ গোলে জয়ী


আরও তথ্য ভালুর, ০–৩ ...
হিদারেন্দি, রেইকিয়াভিক
দর্শক সংখ্যা: ১,২০১[১৫]
রেফারি: শিসতফ ইয়াকুবিক (পোল্যান্ড)
আরও তথ্য মারিবর, ২–০ ...
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৬,৭১৬[১৫]
রেফারি: জোয়াও পিনেইরো (পর্তুগাল)

মারিবর সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী


আরও তথ্য ডানডক, ০–০ ...
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[১৫]
রেফারি: পিটার ক্রালোভিচ (স্লোভাকিয়া)
আরও তথ্য রিগা, ০–০ (অ.স.প.) ...
স্কন্টো স্টেডিয়াম, রিগা
দর্শক সংখ্যা: ৬,০৫০[১৫]
রেফারি: দিমিতার মেকারভস্কি (উত্তর ম্যাসেডোনিয়া)

সামগ্রিকভাবে ০–০ গোলে ড্র, ডানডক পেনাল্টিতে ৫–৪ গোলে জয়ী


আরও তথ্য দ্য নিউ সেইন্টস, ২–২ ...
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,১৪০[১৫]
রেফারি: ত্রুস্তিন ফাররুগিয়া কান (মাল্টা)
আরও তথ্য ফেরোনিকেয়ি, ০–১ ...
দর্শক সংখ্যা: ৭,৮০০[১৫]
রেফারি: এস্পেন এস্কস (নরওয়ে)

দ্য নিউ সেইন্টস সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য এইচজেকে, ৩–০ ...
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৪,৭১৯[১৫]
রেফারি: জর্জি ক্রুয়াশভিলি (জর্জিয়া)
আরও তথ্য এইচবি থওশাওন, ২–২ ...
গুন্দাদালুর, তরশাভন
দর্শক সংখ্যা: ৬২০[১৫]

এইচজেকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


আরও তথ্য বাতে বরিসভ, ১–১ ...
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১১,৫২৯[১৫]
আরও তথ্য পিয়াস্ত গ্লিভিৎস, ১–২ ...
স্তাদিওন পিয়াস্ত, গ্লিভিৎস
দর্শক সংখ্যা: ৯,৩১২[১৫]

বাতে বরিসভ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী

দ্বিতীয় বাছাইপর্ব

দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২৩ এবং ২৪শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ৩০ এবং ৩১শে জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
আরও তথ্য দল ১, সমষ্টি ...

ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
আরও তথ্য ক্লুজ, ১–০ ...
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১১,১৫০[১৬]
রেফারি: হোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (স্পেন)
আরও তথ্য ম্যাকাবি তেল আবিব, ২–২ ...
নেটানিয়া স্টেডিয়াম, নেটানিয়া[নোট ৬]
দর্শক সংখ্যা: ১১,৯৪৭[১৬]
রেফারি: মার্কো ফ্রিৎস (জার্মানি)

ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য বাতে বরিসভ, ২–১ ...
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১২,৬৯৬[১৬]
আরও তথ্য রুসনবর্গ, ২–০ ...
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৪,৮৭৫[১৬]
রেফারি: মার্কো দি বেল্লো (ইতালি)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য দ্য নিউ সেইন্টস, ০–২ ...
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,২৩০[১৬]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)
আরও তথ্য কোপেনহেগেন, ১–০ ...
পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন
দর্শক সংখ্যা: ১২,৫২৩[১৬]
রেফারি: করিম আবেদ (ফ্রান্স)

কোপেনহেগেন সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী


আরও তথ্য ফেরেনৎসভারোশি, ৩–১ ...
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,৬০৩[১৬]
রেফারি: রাদু পেত্রেস্কু (রোমানিয়া)
আরও তথ্য ভালেটা, ১–১ ...
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,১০৮[১৬]

ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৪–২ গোলে জয়ী


আরও তথ্য ডানডক, ১–১ ...
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[১৬]
রেফারি: বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
আরও তথ্য কারাবাখ, ৩–০ ...
ডালখা এরিনা, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৫,৮৩২[১৬]
রেফারি: সভেন ওদ্ভার মোন (নরওয়ে)

কারাবাখ সামগ্রিকভাবে ৪–১ গোলে জয়ী


আরও তথ্য সাবুর্তালো তিবি‌লিসি, ০–২ ...
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ১৫,১৬৫[১৬]
রেফারি: পেত্র আরদেলেয়ানু (চেক প্রজাতন্ত্র)
আরও তথ্য দিনামো জাগরেব, ৩–০ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ০[১৬] (দর্শকহীন ম্যাচ)
রেফারি: দানিয়েলে দোভেরি (ইতালি)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী


আরও তথ্য সেল্টিক, ৫–০ ...
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৪১,৮৭২[১৬]
রেফারি: ইয়াকব কেহলেট (ডেনমার্ক)
আরও তথ্য নোম্মে কাইয়ু, ০–২ ...
এ. এল লে কক এরিনা, তাল্লিন[নোট ১]
দর্শক সংখ্যা: ৪,০১৪[১৬]
রেফারি: বেনোয়া মিয়ো (ফ্রান্স)

সেল্টিক সামগ্রিকভাবে ৭–০ গোলে জয়ী


আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ২–০ ...
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৩৬,২৮৯[১৬]
রেফারি: পাবেল গিল (পোল্যান্ড)
আরও তথ্য এইচজেকে, ২–১ ...
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৯,১০৭[১৬]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য সুৎজেস্কা নিকশিচ, ০–১ ...
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৫,৫০০[১৬]
রেফারি: ইশ্তভান ভাদ (হাঙ্গেরি)
আরও তথ্য এপিওইএল, ৩–০ ...
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ৮,২৯৭[১৬]
রেফারি: রয় রেইনশ্রেইবার (ইসরায়েল)

এপিওইএল সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী


আরও তথ্য মারিবর, ২–১ ...
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৭,৮১৬[১৬]
রেফারি: জাশা স্টেগেমান (জার্মানি)
আরও তথ্য এআইকে, ৩–২ (অ.স.প.) ...
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১৯,১৭৯[১৬]
রেফারি: আদ্রিয়েঁ জাকোতেত (সুইজারল্যান্ড)

সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, মারিবর অ্যাওয়ে গোলের জন্য জয়ী

লিগ পথ
আরও তথ্য ভিক্তোরিয়া প্লজেন, ০–০ ...
দুসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১০,৬৩২[১৬]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)
আরও তথ্য অলিম্পিয়াকোস, ৪–০ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩০,১২৩[১৬]
রেফারি: হুয়ান মার্তিনেজ মুনুয়েরা (স্পেন)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী


আরও তথ্য পিএসভি আইন্দোভেন, ৩–২ ...
ফিলিপ্স স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩১,০০০[১৬]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)
আরও তথ্য বাজেল, ২–১ ...
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: ২৯,২১৬[১৬]
রেফারি: ফাবিও ভেরিসিমো (পর্তুগাল)

সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, বাজেল অ্যাওয়ে গোলের জন্য জয়ী

তৃতীয় বাছাইপর্ব

তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ২২শে জুলাই তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৬ এবং ৭ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৩ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
আরও তথ্য দল ১, সমষ্টি ...

ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
আরও তথ্য ক্লুজ, ১–১ ...
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৩,০৫৫[১৭]
আরও তথ্য সেল্টিক, ৩–৪ ...
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৫০,৯৬৪[১৭]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)

ক্লুজ সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী


আরও তথ্য এপিওইএল, ১–২ ...
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ৯,৪৮১[১৭]
রেফারি: দাভিদে মাসসা (ইতালি)
আরও তথ্য কারাবাখ, ০–২ ...
তোফিক বাহরামভ রিপাবলিকান স্টেডিয়াম, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৩১,৫৩১[১৭]
রেফারি: ড্যানিয়েল সিবার্ট (জার্মানি)

এপিওইএল সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


আরও তথ্য পিএওকে, ২–২ ...
তুম্বা স্টেডিয়াম, থেসালোনিকি
দর্শক সংখ্যা: ২৩,৪১৮[১৭]
আরও তথ্য আয়াক্স, ৩–২ ...
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫৩,৯৪২[১৭]
রেফারি: ক্রেইগ পওসন (ইংল্যান্ড)

আয়াক্স সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী


আরও তথ্য দিনামো জাগরেব, ১–১ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ১৪,২৮৩[১৭]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)
আরও তথ্য ফেরেনৎসভারোশি, ০–৪ ...
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ২০,৩২১[১৭]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–১ গোলে জয়ী


আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ১–১ ...
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪০,৮১২[১৭]
রেফারি: তিয়াগো মার্চিন্স (পর্তুগাল)
আরও তথ্য কোপেনহেগেন, ১–১ (অ.স.প.) ...
পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন
দর্শক সংখ্যা: ২৯,৮৭২[১৭]
রেফারি: গেদিমিনাস মাজেইকা (লিথুয়ানিয়া)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড পেনাল্টিতে ৭–৬ গোলে জয়ী


আরও তথ্য মারিবর, ১–৩ ...
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ১০,৩১৬[১৭]
রেফারি: ফ্রঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
আরও তথ্য রুসনবর্গ, ৩–১ ...
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৮,৫৬৪[১৭]
রেফারি: সেরডার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–২ গোলে জয়ী

লিগ পথ
আরও তথ্য ইস্তানবুল বাশাকশেহির, ০–১ ...
বাশাকশেহির ফাতিহ তেরিম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪,৩০১[১৭]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
আরও তথ্য অলিম্পিয়াকোস, ২–০ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ২৮,৫২১[১৭]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী


আরও তথ্য ক্রাস্নোদার, ০–১ ...
ক্রাস্নোদার স্টেডিয়াম, ক্রাস্নোদার
দর্শক সংখ্যা: ৩৪,৮৭৪[১৭]
আরও তথ্য পোর্তো, ২–৩ ...
এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো
দর্শক সংখ্যা: ৪৮,৫২০[১৭]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ক্রাস্নোদার অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


আরও তথ্য ক্লাব ব্রুজ, ১–০ ...
দর্শক সংখ্যা: ২৭,০১৮[১৭]
রেফারি: জাভিয়ের এস্ত্রাদা ফার্নান্দেজ (স্পেন)
আরও তথ্য দিনামো কিয়েভ, ৩–৩ ...
এনএসসি অলিম্পিস্কি, কিয়েভ
দর্শক সংখ্যা: ৪২,১৫২[১৭]
রেফারি: ইভান বেবেক (ক্রোয়েশিয়া)

ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


আরও তথ্য বাজেল, ১–২ ...
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: ২০,৪৭০[১৭]
রেফারি: আন্দ্রিয়াস ইকবার্গ (সুইডেন)
আরও তথ্য এলএএসকে, ৩–১ ...
লিনৎসার স্তাদিওন, লিনৎস
দর্শক সংখ্যা: ১২,৯৬৬[১৭]
রেফারি: আলিয়ার আগায়েভ (আজারবাইজান)

এলএএসকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী

Remove ads

প্লে-অফ পর্ব

সারাংশ
প্রসঙ্গ

প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ৫ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২০ এবং ২১শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ২৭ এবং ২৮শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
আরও তথ্য দল ১, সমষ্টি ...

ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
আরও তথ্য দিনামো জাগরেব, ২–০ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৩,৮৫৯[১৮]
আরও তথ্য রুসনবর্গ, ১–১ ...
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৮,১৭৩[১৯]
রেফারি: হাৎসেগান (রোমানিয়া)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী


আরও তথ্য ক্লুজ, ০–১ ...
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৫,১৯৬[২০]
আরও তথ্য স্লাভিয়া প্রাহা, ১–০ ...
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৮,৫৬২[২১]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

স্লাভিয়া প্রাহা সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী


আরও তথ্য ইয়াং বয়েস, ২–২ ...
স্তাদ দে সুইস, বের্ন
দর্শক সংখ্যা: ২৬,৩৭৫[২২]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ১–১ ...
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪৭,৪৮৭[২৩]

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


আরও তথ্য এপিওইএল, ০–০ ...
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ১৪,৫৪৯[২৪]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
আরও তথ্য আয়াক্স, ২–০ ...
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫১,৬৪৫[২৫]

আয়াক্স সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী

লিগ পথ
আরও তথ্য এলএএসকে, ০–১ ...
লিনৎসার স্তাদিওন, লিনৎস
দর্শক সংখ্যা: ১২,৬৩৭[২৬]
আরও তথ্য ক্লাব ব্রুজ, ২–১ ...

ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী


আরও তথ্য অলিম্পিয়াকোস, ৪–০ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ২৯,১৩২[২৮]
আরও তথ্য ক্রাস্নোদার, ১–২ ...
ক্রাস্নোদার স্টেডিয়াম, ক্রাস্নোদার
দর্শক সংখ্যা: ৩৪,৬২৭[২৯]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৬–১ গোলে জয়ী

Remove ads

গ্রুপ পর্ব

সারাংশ
প্রসঙ্গ
Thumb
লন্ডন
লন্ডন
মাদ্রিদ
মাদ্রিদ
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা দলগুলোর অবস্থান।
বাদামী: গ্রুপ এ; লাল: গ্রুপ বি; কমলা: গ্রুপ সি; হলুদ: গ্রুপ ডি;
সবুজ: গ্রুপ ই; নীল: গ্রুপ এফ; বেগুনী: গ্রুপ জি; গোলাপী: গ্রুপ এইচ।

২০১৯ সালের ২৯শে আগস্ট, ১৮টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৩০] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। উক্ত ড্র-এ নিয়ম ছিল যে একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে:[৩১][৩২]

  • পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শিরোপাধারী দল এবং ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে। যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
  • পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৯ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৩]

প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং বিপরীত দলের মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৭–১৮ সেপ্টেম্বর, ১–২ অক্টোবর, ২২–২৩ অক্টোবর, ৭–৮ নভেম্বর, ২৬–২৭ নভেম্বর এবং ১০–১১ ডিসেম্বর ২০১৯।

যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৯–২০ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।

সর্বমোট ১৬টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। আতালান্তা এই আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে।

আরও তথ্য টাইব্রেকার ...

গ্রুপ এ

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য ক্লাব ব্রুজ, ০–০ ...
আরও তথ্য পারি সাঁ-জেরমাঁ, ৩–০ ...

আরও তথ্য রিয়াল মাদ্রিদ, ২–২ ...
দর্শক সংখ্যা: ৬৫,১১২[৩৪]
রেফারি: জর্জি কাবাকভ (বুলগেরিয়া)
আরও তথ্য গালাতাসারায়, ০–১ ...
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৬,৫৩২[৩৪]

আরও তথ্য গালাতাসারায়, ০–১ ...
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৮,৮৮৬[৩৫]
আরও তথ্য ক্লাব ব্রুজ, ০–৫ ...
দর্শক সংখ্যা: ২৬,৯৪৬[৩৫]
রেফারি: ড্যানিয়েল সিবার্ট (জার্মানি)

আরও তথ্য রিয়াল মাদ্রিদ, ৬–০ ...
আরও তথ্য পারি সাঁ-জেরমাঁ, ১–০ ...
দর্শক সংখ্যা: ৪৭,৪১৮[৩৬]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

আরও তথ্য গালাতাসারায়, ১–১ ...
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৩৪,৫০০[৩৭]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
আরও তথ্য রিয়াল মাদ্রিদ, ২–২ ...
দর্শক সংখ্যা: ৭৫,৫৩৪[৩৭]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)

আরও তথ্য ক্লাব ব্রুজ, ১–৩ ...
আরও তথ্য পারি সাঁ-জেরমাঁ, ৫–০ ...

গ্রুপ বি

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য অলিম্পিয়াকোস, ২–২ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,০০১[৩৩]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)
আরও তথ্য বায়ার্ন মিউনিখ, ৩–০ ...
দর্শক সংখ্যা: ৭০,০০০[৩৩]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ৩–১ ...
দর্শক সংখ্যা: ৪৩,২৯১[৩৪]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)
আরও তথ্য টটেনহ্যাম হটস্পার, ২–৭ ...
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৬০,১২৭[৩৪]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

আরও তথ্য টটেনহ্যাম হটস্পার, ৫–০ ...
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৫১,৭৪৩[৩৫]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)
আরও তথ্য অলিম্পিয়াকোস, ২–৩ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,৬৭০[৩৫]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)

আরও তথ্য বায়ার্ন মিউনিখ, ২–০ ...
দর্শক সংখ্যা: ৬৩,৬৪৬[৩৬]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)
আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ০–৪ ...

আরও তথ্য টটেনহ্যাম হটস্পার, ৪–২ ...
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৫৭,০২৪[৩৭]
রেফারি: জর্জি কাবাকভ (বুলগেরিয়া)
আরও তথ্য রেড স্টার বেলগ্রেড, ০–৬ ...
দর্শক সংখ্যা: ৪৪,১১৮[৩৭]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)

আরও তথ্য অলিম্পিয়াকোস, ১–০ ...
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,৮৯৮[৩৮]
আরও তথ্য বায়ার্ন মিউনিখ, ৩–১ ...
দর্শক সংখ্যা: ৬৬,৩৫৩[৩৮]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

গ্রুপ সি

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য শাখতার দোনেৎস্ক, ০–৩ ...
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ৩৬,৬৭৫[৩৩]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)
আরও তথ্য দিনামো জাগরেব, ৪–০ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৮,৮৬৩[৩৩]
রেফারি: হেসুস হিল মানজানো (স্পেন)

আরও তথ্য আতালান্তা, ১–২ ...
আরও তথ্য ম্যানচেস্টার সিটি, ২–০ ...
দর্শক সংখ্যা: ৪৯,০৪৬[৩৪]
রেফারি: সেরডার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)

আরও তথ্য শাখতার দোনেৎস্ক, ২–২ ...
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ২১,৫২৬[৩৫]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
আরও তথ্য ম্যানচেস্টার সিটি, ৫–১ ...
দর্শক সংখ্যা: ৪৯,৩০৮[৩৫]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)

আরও তথ্য আতালান্তা, ১–১ ...
দর্শক সংখ্যা: ৩৪,৩২৬[৩৬]
রেফারি: আলেকসি কুলবাকভ (বেলারুশ)
আরও তথ্য দিনামো জাগরেব, ৩–৩ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৮,৩১৬[৩৬]

আরও তথ্য ম্যানচেস্টার সিটি, ১–১ ...
আরও তথ্য আতালান্তা, ২–০ ...
দর্শক সংখ্যা: ২৮,৩৬৫[৩৭]
রেফারি: সার্জি কারাসেভ (রাশিয়া)

আরও তথ্য শাখতার দোনেৎস্ক, ০–৩ ...
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ২৬,৫৩৬[৩৮]
আরও তথ্য দিনামো জাগরেব, ১–৪ ...
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৯,৩৮৫[৩৮]

গ্রুপ ডি

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য আতলেতিকো মাদ্রিদ, ২–২ ...
দর্শক সংখ্যা: ৬৬,২৮৩[৩৩]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
আরও তথ্য বায়ার লেভারকুজেন, ১–২ ...
দর্শক সংখ্যা: ২৬,৫৯২[৩৩]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)

আরও তথ্য লকোমতিভ মস্কো, ০–২ ...
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৭,০৫১[৩৪]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
আরও তথ্য ইয়ুভেন্তুস, ৩–০ ...
দর্শক সংখ্যা: ৩৪,৫২৫[৩৪]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

আরও তথ্য আতলেতিকো মাদ্রিদ, ১–০ ...
দর্শক সংখ্যা: ৫৬,৭৭৬[৩৫]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)
আরও তথ্য ইয়ুভেন্তুস, ২–১ ...

আরও তথ্য লকোমতিভ মস্কো, ১–২ ...
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৬,৮৬১[৩৬]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)
আরও তথ্য বায়ার লেভারকুজেন, ২–১ ...
দর্শক সংখ্যা: ২৮,১৬০[৩৬]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

আরও তথ্য লকোমতিভ মস্কো, ০–২ ...
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৫,৭৫৭[৩৭]
আরও তথ্য ইয়ুভেন্তুস, ১–০ ...

আরও তথ্য আতলেতিকো মাদ্রিদ, ২–০ ...
দর্শক সংখ্যা: ৫৮,৪২৬[৩৮]
রেফারি: ভিক্তর কাশাই (হাঙ্গেরি)
আরও তথ্য বায়ার লেভারকুজেন, ০–২ ...
দর্শক সংখ্যা: ২৯,৫৪২[৩৮]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)

গ্রুপ ই

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য রেড বুল জালৎসবুর্গ, ৬–২ ...
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪১]
আরও তথ্য নাপোলি, ২–০ ...
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৩৮,৮৭৮[৪১]

আরও তথ্য খেংক, ০–০ ...
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৯,৯৬২[৪২]
আরও তথ্য লিভারপুল, ৪–৩ ...
দর্শক সংখ্যা: ৫২,২৪৩[৪২]
রেফারি: আন্দ্রিয়াস ইকবার্গ (সুইডেন)

আরও তথ্য খেংক, ১–৪ ...
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৯,৬২৬[৪৩]
আরও তথ্য রেড বুল জালৎসবুর্গ, ২–৩ ...
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪৩]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

আরও তথ্য লিভারপুল, ২–১ ...
দর্শক সংখ্যা: ৫২,৬১১[৪৪]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
আরও তথ্য নাপোলি, ১–১ ...
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৩২,৮৬২[৪৪]

আরও তথ্য খেংক, ১–৪ ...
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৭,২৮৪[৪৫]
রেফারি: মাত্তিয়াস ইয়েস্ত্রানিউস (ফিনল্যান্ড)
আরও তথ্য লিভারপুল, ১–১ ...

আরও তথ্য রেড বুল জালৎসবুর্গ, ০–২ ...
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪৬]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
আরও তথ্য নাপোলি, ৪–০ ...
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ২২,২৬৫[৪৬]

গ্রুপ এফ

আরও তথ্য অব, দল ...
আরও তথ্য ইন্টার মিলান, ১–১ ...
দর্শক সংখ্যা: ৫০,১২৮[৪১]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)
আরও তথ্য বরুসিয়া ডর্টমুন্ড, ০–০ ...
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[৪১]
রেফারি: অভিদিউ হাতেগান (রোমানিয়া)

আরও তথ্য স্লাভিয়া প্রাহা, ০–২ ...
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,৩৭০[৪২]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
আরও তথ্য বার্সেলোনা, ২–১ ...
দর্শক সংখ্যা: ৮৬,১৪১[৪২]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

আরও তথ্য স্লাভিয়া প্রাহা, ১–২ ...
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,১৭০[৪৩]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)
আরও তথ্য ইন্টার মিলান, ২–০ ...
দর্শক সংখ্যা: ৬৫,৬৭৩[৪৩]

আরও তথ্য বার্সেলোনা, ০–০ ...
আরও তথ্য বরুসিয়া ডর্টমুন্ড, ৩–২ ...
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[৪৪]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)

আরও তথ্য স্লাভিয়া প্রাহা, ১–৩ ...
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,৩৭০[৪৫]
আরও তথ্য বার্সেলোনা, ৩–১ ...
দর্শক সংখ্যা: ৯০,০৭১[৪৫]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

আরও তথ্য ইন্টার মিলান, ১–২ ...
দর্শক সংখ্যা: ৭১,৮১৮[৪৬]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
আরও তথ্য বরুসিয়া ডর্টমুন্ড, ২–১ ...
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৫,০৭৯[৪৬]
রেফারি: সার্জি কারাসেভ (রাশিয়া)

গ্রুপ জি

আরও তথ্য অব, দল ...
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড গোল পার্থক্য: বেনফিকা +১, জিনিত সেন্ট পিটার্সবার্গ –১।
আরও তথ্য লিঁও, ১–১ ...
পার্ক ওলাঁপিক লিঁও, দেসিনঁ-শাপিউ
দর্শক সংখ্যা: ৪৭,২০১[৪১]
আরও তথ্য বেনফিকা, ১–২ ...
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৪৬,৪৬০[৪১]

আরও তথ্য জিনিত সেন্ট পিটার্সবার্গ, ৩–১ ...
আরও তথ্য আরবি লাইপৎসিশ, ০–২ ...
দর্শক সংখ্যা: ৪০,১৯৪[৪২]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)

আরও তথ্য আরবি লাইপৎসিশ, ২–১ ...
দর্শক সংখ্যা: ৪১,০৫৮[৪৩]
রেফারি: আলী পালাবিয়িক (তুরস্ক)
আরও তথ্য বেনফিকা, ২–১ ...
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৫৩,০৩৫[৪৩]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)

আরও তথ্য জিনিত সেন্ট পিটার্সবার্গ, ০–২ ...
দর্শক সংখ্যা: ৫০,৪৫২[৪৪]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
আরও তথ্য লিঁও, ৩–১ ...
পার্ক ওলাঁপিক লিঁও, দেসিনঁ-শাপিউ
দর্শক সংখ্যা: ৫১,০৭৭[৪৪]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)

আরও তথ্য জিনিত সেন্ট পিটার্সবার্গ, ২–০ ...

টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box

গ্রুপ এইচ

টেমপ্লেট:২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ টেবিল

টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box

Remove ads

নকআউট পর্ব

নোট

টেমপ্লেট:সূত্র তালিকা

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads