শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৫তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৮তম আসর।
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। (জুন ২০২০) |
এই আসরের ফাইনাল পর্তুগালের ইস্তানবুলের লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত হবে।[১][২] ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল ২০২০ উয়েফা সুপার কাপে ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ বিজয়ীর বিরুদ্ধে খেলার অধিকার অর্জন করবে; উক্ত খেলায় বিজয়ী দল কাতারে অনুষ্ঠিত ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের জন্যও উত্তীর্ণ হয়ে যাবে এবং যদি তারা ইতোমধ্যে তাদের লিগ খেলার মধ্য দিয়ে যোগ্যতা উত্তীর্ণ হয়, তবে সংরক্ষিত আসনটি ২০১৯–২০ এরেডিভিসির চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে, যারা বর্তমানে পরবর্তী মৌসুমের প্রবেশ তালিকায় ১১তম স্থানে রয়েছে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের প্লে-পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[৩]
লিভারপুল হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বমোট ৬ বার এবং বর্তমান চ্যাম্পিয়ন,[৪] যারা ১৬ দলের পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে এই আসর থেকে বিদায় নিয়েছে।
১৬ দলের পর্বে দ্বিতীয় লেগের প্রথম চারটি ম্যাচ আয়োজনের পর ইউরোপে ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।[৫][৬] মূলত ২০২০ সালের ৩০শে মে তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এই আসরের ফাইনাল ম্যাচ আয়োজনে কথা ছিল, যা ২০২০ সালের ২৩শে মার্চ তারিখে স্থগিত করা হয়েছিল।[৭] ২০২০ সালের ১৭ই জুন তারিখে, উয়েফা এক ঘোষণায় জানায় যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সকল ম্যাচ ২০২০ সালের আগস্ট মাসে পর্তুগালে আগস্ট পর্তুগালে অনুষ্ঠিত হবে, অন্যদিকে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ ইস্তাম্বুল আয়োজন করবে।[৮]
Remove ads
এসোসিয়েশন দল বণ্টন
সারাংশ
প্রসঙ্গ
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[৯]
- এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
- এসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
- এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
- এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
- ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।
এসোসিয়েশন র্যাঙ্কিং
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৮ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৩–১৪ হতে ২০১৭–১৮ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[১০]
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:
- (ইউসিএল) – ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
- (ইউইএল) – ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
বিন্যাস
নিম্নে এই মৌসুমের প্রবেশ তালিকা উল্লেখ করা হয়েছে।[১১]
পূর্বনির্ধারিত প্রবেশ তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়, যেহেতু চ্যাম্পিয়নস লিগ এবং / অথবা ইউরোপা লিগের শিরোপাধারী তাদের ঘরোয়া লিগের মাধ্যমে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। যদি চ্যাম্পিয়নস লিগের কোনও জায়গা ফাঁকা থাকে, উপযুক্ত পথে আগের রাউন্ডে সর্বোচ্চ পদযুক্ত সংস্থার দলকে সেই অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়।
- সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু লিভারপুল ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
- এসোসিয়েশন ১১-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
- এসোসিয়েশন ১৩-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
- এসোসিয়েশন ১৫-এর (গ্রিস) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
- এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ইসরায়েল এবং সাইপ্রাস) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
- এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু চেলসি ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
- এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
- এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং অস্ট্রিয়া) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
দল
গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১১]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Remove ads
পর্ব ও ড্রয়ের তারিখ
সারাংশ
প্রসঙ্গ
এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[১২]
- মূলত ৩০ মে ২০২০-এ ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
Remove ads
প্রাথমিক পর্ব
সারাংশ
প্রসঙ্গ
প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে[১৩] এবং পরবর্তীতে এক লেগের ভাগে ভাগ করা হয়েছে।
২০১৯ সালে ১১ই জুন দুপুর ১২:০০টায় (সিইএসটি) উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৫শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৮শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই কসোভোর ফাদিল ভোকরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
সেমি-ফাইনাল পর্ব
ফাইনাল পর্ব
বাছাইপর্ব
সারাংশ
প্রসঙ্গ
বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৩] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।
প্রথম বাছাইপর্ব
২০১৯ সালের ১৮ই জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৯ এবং ১০ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৬ এবং ১৭ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।
ম্যাচ
টোশে প্রোয়েস্কি এরিনা, স্কোপিয়ে[নোট ২]
দর্শক সংখ্যা: ২,৫৪৬[১৫]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)
সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, নোম্মে কাইয়ু অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী
রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ২–১ গোলে জয়ী
দর্শক সংখ্যা: ১,৪৯৭[১৫]
রেফারি: ডুয়ে স্ট্রুকান (ক্রোয়েশীয়)
এআইকে সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ৮,০৯২[১৫]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)
সিএফআর ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৫–৩ গোলে জয়ী
কারাবাখ সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, সুৎজেস্কা নিকশিচ পেনাল্টিতে ৩–২ গোলে জয়ী
সেল্টিক সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী
সাবুর্তালো তিবিলিসি সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী
স্তাদ জসি বার্থেল, লুক্সেমবুর্গ[নোট ৪]
দর্শক সংখ্যা: ১,১৫২[১৫]
রেফারি: আর্নল্ড হান্টার (উত্তর আয়ারল্যান্ড)
সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ভালেটা অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী
রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–০ গোলে জয়ী
মারিবর সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ০–০ গোলে ড্র, ডানডক পেনাল্টিতে ৫–৪ গোলে জয়ী
দ্য নিউ সেইন্টস সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
এইচজেকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী
বাতে বরিসভ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
দ্বিতীয় বাছাইপর্ব
দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২৩ এবং ২৪শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ৩০ এবং ৩১শে জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।
ম্যাচ
- চ্যাম্পিয়নস পথ
ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
রুসনবর্গ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
কোপেনহেগেন সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী
ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৪–২ গোলে জয়ী
কারাবাখ সামগ্রিকভাবে ৪–১ গোলে জয়ী
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবিলিসি
দর্শক সংখ্যা: ১৫,১৬৫[১৬]
রেফারি: পেত্র আরদেলেয়ানু (চেক প্রজাতন্ত্র)
দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী
সেল্টিক সামগ্রিকভাবে ৭–০ গোলে জয়ী
রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
এপিওইএল সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, মারিবর অ্যাওয়ে গোলের জন্য জয়ী
- লিগ পথ
অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, বাজেল অ্যাওয়ে গোলের জন্য জয়ী
তৃতীয় বাছাইপর্ব
তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ২২শে জুলাই তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৬ এবং ৭ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৩ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
ম্যাচ
- চ্যাম্পিয়নস পথ
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৩,০৫৫[১৭]
রেফারি: স্রদান ইয়োভানোভিচ (সার্বিয়া)
ক্লুজ সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী
এপিওইএল সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী
আয়াক্স সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী
দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–১ গোলে জয়ী
সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড পেনাল্টিতে ৭–৬ গোলে জয়ী
রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–২ গোলে জয়ী
- লিগ পথ
অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ক্রাস্নোদার অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী
ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম, ব্রুজ
দর্শক সংখ্যা: ২৭,০১৮[১৭]
রেফারি: জাভিয়ের এস্ত্রাদা ফার্নান্দেজ (স্পেন)
ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী
এলএএসকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী
Remove ads
প্লে-অফ পর্ব
সারাংশ
প্রসঙ্গ
প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ৫ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২০ এবং ২১শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ২৭ এবং ২৮শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
ম্যাচ
- চ্যাম্পিয়নস পথ
দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৫,১৯৬[২০]
রেফারি: জুনেয়ত চাকের (তুরস্ক)
স্লাভিয়া প্রাহা সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী
সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী
আয়াক্স সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী
- লিগ পথ
ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী
অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৬–১ গোলে জয়ী
Remove ads
গ্রুপ পর্ব
সারাংশ
প্রসঙ্গ
২০১৯ সালের ২৯শে আগস্ট, ১৮টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৩০] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। উক্ত ড্র-এ নিয়ম ছিল যে একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে:[৩১][৩২]
- পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শিরোপাধারী দল এবং ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে। যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
- পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৯ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৩]
প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং বিপরীত দলের মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৭–১৮ সেপ্টেম্বর, ১–২ অক্টোবর, ২২–২৩ অক্টোবর, ৭–৮ নভেম্বর, ২৬–২৭ নভেম্বর এবং ১০–১১ ডিসেম্বর ২০১৯।
যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৯–২০ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।
সর্বমোট ১৬টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। আতালান্তা এই আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে।
গ্রুপ এ
উৎস: উয়েফা
গ্রুপ বি
উৎস: উয়েফা
গ্রুপ সি
উৎস: উয়েফা
দর্শক সংখ্যা: ৪৯,০৪৬[৩৪]
রেফারি: সেরডার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)
দর্শক সংখ্যা: ৫২,০২০[৩৭]
রেফারি: স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)
গ্রুপ ডি
উৎস: উয়েফা
গ্রুপ ই
উৎস: উয়েফা
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪১]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪৬]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
গ্রুপ এফ
উৎস: উয়েফা
গ্রুপ জি
উৎস: উয়েফা
টীকা:
টীকা:
দর্শক সংখ্যা: ৫১,৬৮৩[৪২]
রেফারি: কার্লোস দেল সেরো গ্রান্দে (স্পেন)
গ্রুপ এইচ
টেমপ্লেট:২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ টেবিল
টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box
টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box
টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box
টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box
টেমপ্লেট:Football box টেমপ্লেট:Football box
Remove ads
নকআউট পর্ব
নোট
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads