শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ হলো উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৩তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নাম পরিবর্তন করার পর এটি ২৬তম আসর।
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। |
২০১৮ সালের ২৬ মে, ইউক্রেনের কিয়েভের এনএসসি অলিম্পিয়াস্কি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।[১]
এই আসরের বিজয়ী দল উয়েফার প্রতিনিধি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ২০১৮ ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য উন্নীত হবে, এবং ২০১৭-১৮ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীর সাথে ২০১৮ উয়েফা সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
রিয়াল মাদ্রিদ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টানা ২ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।[২][৩]
Remove ads
এসোসিয়েশন দল বণ্টন
সারাংশ
প্রসঙ্গ
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)।[৪] দেশ গুণাঙ্ক নিয়ম অনুসারে উয়েফার এসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়:[৫]
- এসোসিয়েশন ১-৩ হতে ৪টি করে দল যোগ্যতা লাভ করে।
- এসোসিয়েশন ৪-৬ হতে ৩টি করে দল যোগ্যতা লাভ করে।
- এসোসিয়েশন ৭-১৫ হতে ২টি করে দল যোগ্যতা লাভ করে।
- এসোসিয়েশন ১৬-৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল যোগ্যতা লাভ করে।
- ২০১৬-১৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৬-১৭ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার থাকে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করে তবুও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪ এর বাহিরে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।[৬] এই আসরের জন্য:
- ২০১৬-১৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী, রিয়াল মাদ্রিদ, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য রিয়াল মাদ্রিদের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়নি।
- ২০১৬-১৭ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী, ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেনি, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়েছে।
কসোভো, যারা ২০১৬ সালের ৩ মে উয়েফার সদস্যপদ লাভ করেছে, তারা এই আসরের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে।[৭][৮]
এসোসিয়েশন র্যাঙ্কিং
২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৬ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১১-১২ হতে ২০১৫-১৬ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[৯][১০]
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, এসোসিয়েশন কর্তৃক চ্যাম্পিয়নস লিগে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:
- (অ.প.) - উয়েফা ইউরোপা লিগ বিজয়ীর জন্য অতিরিক্ত প্রবেশাধিকার প্রযোজ্য
বিন্যাস
সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[৮] যাহোক, যেহেতু রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৬-১৭ লা লিগা বিজয়ী হিসেবে), তাই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার জন্য সরাসরি প্রবেশাধিকার ইউরোপা লিগের শিরোপাধারী দল ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রদান করা হয়।[১১][১২][১৩]
দলসমূহ
গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১৪][১৫]
- নোট
- ^ ফ্রান্স (FRA): এএস মোনাকো হলো মোনাকোর একটি ক্লাব (যারা উয়েফার সদস্য নয়), কিন্তু মোনাকো ফ্রান্সের একটি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে (তাদের দ্বারা অর্জিত যেকোনো গুণাঙ্ক ফ্রান্সের সর্বমোট গুনাঙ্কের সাথে যোগ হয়)।
Remove ads
পর্ব এবং ড্রয়ের তারিখ
এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে অনুষ্ঠিত হয়, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[৮][১৬][১৭]
Remove ads
বাছাইপর্ব
বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৭ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৮][১৯][২০] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।
প্রথম বাছাইপর্ব
২০১৭ সালে ১৯শে জুন, ১২টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২১]
টেমপ্লেট:২০১৭-১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম বাছাইপর্ব ফলাফল
দ্বিতীয় বাছাইপর্ব
২০১৭ সালে ১৯শে জুন, ১২টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে (প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার পর)।[২১]
টেমপ্লেট:২০১৭-১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় বাছাইপর্ব ফলাফল
তৃতীয় বাছাইপর্ব
২০১৭ সালে ১৪ই জুলাই, ১২টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২২]
তৃতীয় বাছাইপর্বকে দুইটি আলাদা বিভাগে বিভক্ত করা হয়েছে: চ্যাম্পিয়নস রুট (লিগের চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ রুট (লিগের অ-চ্যাম্পিয়নদের জন্য)। উভয় বিভাগের হেরে যাওয়া দলগুলো ২০১৭-১৮ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে।
টেমপ্লেট:২০১৭-১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ তৃতীয় বাছাইপর্ব ফলাফল
প্লে-অফ পর্ব
২০১৭ সালে ৪ঠা আগস্ট, ১২টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৩]
প্লে-অফ পর্বকে দুইটি আলাদা বিভাগে বিভক্ত করা হয়েছে: চ্যাম্পিয়নস রুট (লিগের চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ রুট (লিগের অ-চ্যাম্পিয়নদের জন্য)। উভয় বিভাগের হেরে যাওয়া দলগুলো ২০১৭-১৮ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
টেমপ্লেট:২০১৭-১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ পর্ব ফলাফল
Remove ads
গ্রুপ পর্ব
সারাংশ
প্রসঙ্গ
২০১৭ সালে ২৪শে আগস্ট, ১৮টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৪] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। উক্ত ড্রয়ে নিয়ম ছিল যে একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (২০১৫-১৬ মৌসুমের শুরু উপস্থাপিত):[২৫][২৬]
- পাত্র ১-এ শিরোপাধারী দল এবং ২০১৬ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৭টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে।[৯][১০] শিরোপাধারী দল হিসেবে, রিয়াল মাদ্রিদ, শীর্ষ ৭টি এসোসিয়েশনের একটির চ্যাম্পিয়ন হওয়ায় ৮ম এসোসিয়েশনের চ্যাম্পিয়নকে পাত্র ১-এ উন্নীত করা হয়েছে। (আইন নিবন্ধ ১৩.০৫)।[৫]
- পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৭ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৮][১৯][২০]
প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার্স-আপ দল রাউন্ড অফ ১৬-এর জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৭-১৮ উয়েফা ইউরোপা লিগের রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করবে। এই পর্বের ম্যাচডেগুলো হলো: ১২-১৩ সেপ্টেম্বর, ২৬-২৭ সেপ্টেম্বর, ১৭-১৮ অক্টোবর, ৩১ অক্টোবর - ১ নভেম্বর, ২১-২২ নভেম্বর এবং ৫-৬ ডিসেম্বর ২০১৭।
যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৭-১৮ উয়েফা যুব লিগে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে তারা শীর্ষ ৩২ এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দলগুলোর সাথে প্রতিযোগিতা করবে।
সর্বমোট ১৭টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। কারাবাগ এবং আরবি লিপজিগ এইবারের আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে। কারাবাগ হলো আজারবাইজানকে চ্যাম্পিয়নস লিগে প্রতিনিধিত্ব করা প্রথম দল।[২৭]
গ্রুপ এ
উৎস: উয়েফা
গ্রুপ বি
উৎস: উয়েফা
কন্সটেন্ট ভ্যান্ডেন স্টক স্টেডিয়াম, আন্ডারলেচ
দর্শক সংখ্যা: ১৯,১০৮[৩০]
রেফারি: পাভেল ক্রালোভেচ (চেক প্রজাতন্ত্র)
সেল্টিক পার্ক, গ্লাসগো
কন্সটেন্ট ভ্যান্ডেন স্টক স্টেডিয়াম, আন্ডারলেচ
এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ
সেল্টিক পার্ক, গ্লাসগো
গ্রুপ সি
উৎস: উয়েফা
ওয়ান্ডা মেট্রোপলিটানো, মাদ্রিদ
স্তাদিও অলিম্পিকো, রোম
ওয়ান্ডা মেট্রোপলিটানো, মাদ্রিদ
স্টামফোর্ড ব্রিজ, লন্ডন
স্তাদিও অলিম্পিকো, রোম
গ্রুপ ডি
উৎস: উয়েফা
এস্তাদিও হসে আলভালেদ, লিসবন
কারাইসকাকিস স্টেডিয়াম, পিরায়াস
এস্তাদিও হসে আলভালেদ, লিসবন
কারাইসকাকিস স্টেডিয়াম, পিরায়াস
গ্রুপ ই
উৎস: উয়েফা
রামোন সানচেজ পিযজুয়ান, সেভিলে
রামোন সানচেজ পিযজুয়ান, সেভিলে
এলজুডস্কি ভিআরটি, মারিবর
গ্রুপ এফ
উৎস: উয়েফা
স্টাডিও সান পাওলো, নেপলস
স্টাডিও সান পাওলো, নেপলস
ডি কুইপ, রটার্ডাম
গ্রুপ জি
উৎস: উয়েফা
ভোডাফোন পার্ক, ইস্তানবুল
এস্তাদিও দো ড্রাগাও, পোর্তু
ভোডাফোন পার্ক, ইস্তানবুল
স্টেড লুইস ২, মোনাকো
এস্তাদিও দো ড্রাগাও, পোর্তু
গ্রুপ এইচ
টেমপ্লেট:২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ এইচ টেবিল
নোট
Remove ads
নকআউট পর্ব
সারাংশ
প্রসঙ্গ
নকআউট পর্বে, প্রত্যেক দল বিপরীত দলের সাথে দুই লেগের হোম-এন্ড-অ্যাওয়ে খেলায় অংশগ্রহণ করবে (শুধুমাত্র ফাইনাল ব্যতীত)। এই পর্বের নিয়মাবলী নিম্নরুপ:
- রাউন্ড অফ ১৬-এর ড্রয়ের ক্ষেত্রে, ৮ গ্রুপের চ্যাম্পিয়ন হবে সবীজ, এবং ৮ গ্রুপের রানার-আপ হবে অবীজ। সবীজ দলগুলো অবীজ দলের বিরুদ্ধে ড্র হবে, যেখানে সবীজ দলগুলো প্রথমে হোম ম্যাচ খেলবে। একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হবে না।
- কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্রয়ের ক্ষেত্রে, কোনো সবীজ দল থাকবে না, এবং একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হবে।
খেলাসমূহ
Remove ads
১৬ দলের পর্ব
সারাংশ
প্রসঙ্গ
The draw for the round of 16 was held on 11 December 2017, 12:00 CET.[৩৭]
With five English teams in the round of 16, this was the first time five teams from one association qualified for the Champions League knockout phase.[৩৮]
সারাংশ
The first legs were played on 13, 14, 20 and 21 February, and the second legs were played on 6, 7, 13 and 14 March 2018.
Juventus won 4–3 on aggregate.
দর্শক সংখ্যা: 49,411[৪২]
রেফারি: Pavel Královec (Czech Republic)
Manchester City won 5–2 on aggregate.
Liverpool won 5–0 on aggregate.
Sevilla won 2–1 on aggregate.
Real Madrid won 5–2 on aggregate.
2–2 on aggregate. Roma won on away goals.
Barcelona won 4–1 on aggregate.
Bayern Munich won 8–1 on aggregate.
নোট
- Shakhtar Donetsk played their home match at Metalist Stadium, Kharkiv, instead of their regular stadium Donbass Arena, Donetsk, due to the war conditions in Eastern Ukraine.
Remove ads
কোয়ার্টার-ফাইনাল
সারাংশ
প্রসঙ্গ
এই পর্বের ড্র ২০১৮ সালের ১৬ মার্চ ১২:০০টায় (সিইএসটি) অনুষ্ঠিত হয়েছে।[৫৫][৫৬]
সারাংশ
সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা হয়েছে ৩ এবং ৪ এপ্রিল, এবং দ্বিতীয় লেগের খেলা হয়েছে ১০ এবং ১১ এপ্রিল ২০১৮।
সামগ্রিকভাবে ৪–৪-এ টাই হয়েছে; রোমা অ্যাওয়ে গোলে জয়ী।
বায়ার্ন মিউনিখ সামগ্রিকভাবে ২–১-এ জয়ী।
রিয়াল মাদ্রিদ সামগ্রিকভাবে ৪–৩-এ জয়ী।
লিভারপুল সামগ্রিকভাবে ৫–১-এ জয়ী।
Remove ads
সেমি-ফাইনাল
এই পর্বের ড্র ২০১৮ সালের ১৩ এপ্রিল, ১৩:০০টায় (সিইএসটি) অনুষ্ঠিত হয়েছে।[৬৫]
২০০৯–১০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের পর প্রথমবারের মতো, সেমি-ফাইনালে খেলা চারটি দল চারটি ভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেছে।[৬৬]
সারাংশ
সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা হবে ২৪ এবং ২৫ এপ্রিল, এবং দ্বিতীয় লেগের খেলা হবে ১ এবং ২ মে ২০১৮।
এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ
স্তাদিও অলিম্পিকো, রোম
ফাইনাল
এই আসরের ফাইনাল খেলা ২০১৮ সালের ২৬ মে, ইউক্রেনের কিয়েভের এনএসসি অলিম্পিয়াস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[১] প্রশাসনিক উদ্দেশ্যের জন্য সেমি-ফাইনাল ড্রয়ের পর এই আসরের ফাইনালের "হোম দল" নির্ধারণ করা হয়েছে।[৬৫] ২০১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads