শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মাইটনেরিয়াম
মৌলিক পদার্থ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মাইটনেরিয়াম একটি মৌলিক পদার্থ যার সংকেত Mt এবং পারমাণবিক সংখ্যা ১০৯। এটি একটি অত্যন্ত তেজস্ক্রিয় কৃত্রিম মৌল। এটিকে প্রকৃতিতে পাওয়া যায় না। তবে গবেষণাগারে এটিকে তৈরি করা যায়। এর সবচেয়ে স্থিতিশীল সমস্থানিক বা আইসোটোপটি হচ্ছে মাইটনেরিয়াম-২৭৮, যার অর্ধায়ু ৭.৬ সেকেন্ড। জার্মানির ডার্মষ্টাট শহরের জিএসআই হেল্মহোলত্স ভারী আয়ন গবেষণা কেন্দ্রে প্রথমবারের মত ১৯৮২ সালে মৌলটি উদ্ভাবন করা হয়।[১৩] অস্ট্রীয়-সুয়েডীয় মহিলা পদার্থবিজ্ঞানী লিজে মাইটনারের নামে এর নামকরণ করা হয়েছে। মাইটনার নিউক্লীয় ফিশন বিক্রিয়ার অন্যতম আবিষ্কারক ছিলেন। মারি কুরির পরে মাইটনার দ্বিতীয় ও সর্বশেষ নারী যাঁর নামে কোনও মৌলের নামকরণ করা হয়েছে।


মৌলসমূহের পর্যায় সারণিতে মাইটনেরিয়াম একটি ডি-ব্লক ট্রান্সঅ্যাক্টিনাইড মৌল। এটি ৭ম পর্যায়ের ও ৯ম গ্রুপের মৌল। গণনা অনুযায়ী মাইটনেরিয়াম কোবাল্ট, রোডিয়াম ও ইরিডিয়ামের মত আচরণ করার কথা, তবে এটি প্রমাণ করার জন্য এখনও কোন রাসায়নিক পরীক্ষা করা হয়নি।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads