শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

স্ক্যানডিয়াম

একটি মৌলিক পদার্থ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

স্ক্যানডিয়াম
Remove ads

স্ক্যানডিয়াম (রাসায়নিক সংকেত:Sc পারমাণবিক সংখ্যা ২১) একটি মৌলিক পদার্থ। ।

দ্রুত তথ্য উচ্চারণ, উপস্থিতি ...
Remove ads

আবিষ্কার

পর্যায় সারণীর জনক হিসেবে খ্যাত দিমিত্রি মেন্দেলিয়েভ ১৮৬৯ সালে একাবোরন নামে একটি উপাদানের অস্তিত্বের কথা অনুমান করেছিলেন, যার পারমাণবিক ভর হতে পারে ৪০ থেকে ৪৮। ১৮৭৯ সালে লার্স ফ্রেদ্রিক নিলসন ও তার দল খনিজ ইউক্সেনিট ও গ্যাডোলিনিট থেকে এই উপাদানের খোঁজ পান। নিলসন ২ গ্রাম স্ক্যান্ডিয়াম অক্সাইড প্রস্তুত করেন।[][] তিনি এই উপাদানের নামকরণ করেন স্ক্যানডিয়াম, যা লাতিন শব্দ Scandia থেকে উদ্ভূত, যার অর্থ স্ক্যান্ডিনেভিয়া। নিলসন মেন্দেলিয়েভের ভবিষ্যদ্বাণী সম্পর্কে জ্ঞাত ছিলেন না, কিন্তু পার টিওডোর ক্লিভ প্রতিবেদনটি জানতে পারেন এবং মেন্দেলিয়েভকে জানান।[]

স্ক্যান্ডিয়ামের দৃশ্যমান বর্ণালী

১৯৩৭ সালে ৭০০-৮০০° সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম, লিথিয়াম, ও স্ক্যানডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রথমবারের মত ধাতব স্ক্যানডিয়াম উৎপাদন করা হয়।[] ১৯৬০ সালে এক পাউন্ড ৯৯% খাঁটি স্ক্যানডিয়াম ধাতু উৎপাদন করা হয়। ১৯৭১ সালে অ্যালুমিনিয়াম সংকর ধাতু উৎপাদন শুরু হয়, যার পেটেন্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের।[১০]

Remove ads

বৈশিষ্ট্য

◑ এটি পর্যায় সারণির d ব্লকের সবচেয়ে কম ঘনত্বের মৌল। ◑ এটি শক্ত এবং কঠিন ধাতু। ◑ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। ◑ এর আয়নীকরণ শক্তি s block মৌল অপেক্ষা বেশি হয়; কিন্তু p block মৌল অপেক্ষা কম। ◑ এটি তড়িৎ ধনাত্মক ধাতব মৌল। ◑ এটি একটি ডায়াম্যাগনেটিক মৌল। ◑ Sc অবস্থান্তর মৌল নয় (ব্যতিক্রমধর্মী)।

ব্যবহার

যৌগসমূহ

রাসায়নিক বিক্রিয়া

উৎস

  • ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads