শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন
Remove ads

আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন বা ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন[] একটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যেটি ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং এর সাথে সম্পর্কিত প্রযুক্তির মান প্রণয়ন করে। এর প্রণীত কিছু মান আইএসওর সাথে যৌথ ব্যবস্থাপনার ফলে হয়েছে।

দ্রুত তথ্য সংক্ষেপে, নীতিবাক্য ...

ব্রিটিশ আইট্রিপলই, আমেরিকান আইট্রিপলই এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ১৯০০ সাল থেকে শুরু হওয়া আলোচনার পর ১৯০৬ সালের ২৬ জুন সংস্থাটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ১৩০টিরও বেশি দেশকে নিয়ে এটি কাজ করে। এদের মধ্যে ৬৭টি দেশ সদস্য এবং ৬৯টি দেশ সহযোগী হিসেবে কাজ করে থাকে। শুরুতে এর সদর দপ্তর লন্ডনে থাকলেও পরবর্তীতে ১৯৪৮ সালে সদরদপ্তর পরিবর্তন করে জেনেভায় স্থানান্তরিত করা হয়।

Remove ads

সদস্য ও অংশগ্রহণ

সারাংশ
প্রসঙ্গ
Thumb
এপ্রিল ২০১২ অনুযায়ী সদস্যদেশের একটি মানচিত্র
  পূর্ণ সদস্য
  সহযোগী সদস্য
  অধিভুক্ত

বিভিন্ন দেশের জাতীয় কমিটি দ্বারা আইইসি গঠিত এবং প্রতিটি জাতীয় কমিটি আইইসিতে উক্ত জাতির বিভিন্ন ইলেক্ট্রোটেকনিক্যাল সংস্থার প্রতিনিধিত্ব করে। যার মধ্যে নির্মাতা, সরবরাহকারী, পরিবেশক এবং বিক্রেতা, ভোক্তা এবং ব্যবহারকারী, সমস্ত স্তরের সরকারী সংস্থা, পেশাদার সমাজ এবং বাণিজ্য সমিতি, জাতীয় মান সংস্থাগুলির মান উন্নয়নকারী কমিটি ইত্যাদি অন্তর্ভুক্ত। বিভিন্ন জাতীয় কমিটি বিভিন্নভাবে গঠন করা হয়। কিছু জাতীয় কমিটি শুধুমাত্র সরকারি সেক্টর, কিছু সরকারি এবং বেসরকারি সেক্টরের সংমিশ্রণ, এবং কিছু শুধুমাত্র বেসরকারী সেক্টরের লোক নিয়ে গঠিত।

পূর্ণ সদস্য

সহযোগী সদস্য (সীমিত ভোটদান ও পরিচালনা অধিকার)

অধিভুক্তি

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads